দিনভর ভোগান্তি
কোথাও বেহাল রাস্তা। কোথাও লোডশেডিংয়ের দাপট। দ্রুত সমস্যা সমাধানের দাবিতে ৬টি এলাকায় বাসিন্দারের পথ অবরোধের জেরে সোমবার দিনভর দুর্ভোগ পোহাতে হল কোচবিহারের তিনটি মহকুমার বিভিন্ন রুটের নিত্যযাত্রীদের। কোচবিহার সদরের বাবুরহাট, চেকপোস্ট, দিনহাটার নিগমনগর, আমবাড়ি, ঘাটপাড় এবং তুফানগঞ্জ শহরে ওই অবরোধের ঘটনা ঘটে। অবরোধ হয় কোচবিহার-বক্সিরহাট যাতায়াতের ৩১ নম্বর জাতীয় সড়কে। ওই সময় বিদ্যুৎ দফতরের একটি গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত জেলাশাসকের নির্দেশে পুলিশ ও প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে পৌছে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। জেলাশাসক মোহন গাঁধী বলেন, “সমস্যার কথা জানি। জাতীয় সড়ক কর্তৃপক্ষ, পূর্ত ও বিদ্যুৎ দফতরের কর্তাদের সঙ্গে সমস্যা নিয়ে কথা হয়েছে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে।”
ছবি: হিমাংশুরঞ্জন দেব।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার কোচবিহার শহর লাগোয়া চেকপোস্ট এলাকার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দারা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা পাঁচ ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। রাস্তার দু’দিকে প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে বাস, ট্রাক সহ বিভিন্ন যানবাহনের লম্বা লাইন দাঁড়িয়ে যায়। আন্দোলরকারীদের অভিযোগ, বাবুরহাট থেকে বক্সিরহাট যাওয়ার রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। দুর্ঘটনা ঘটছে। কিন্তু সমস্যার কথা জানিয়ে কোনও লাভ হচ্ছে না। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এ দিন অবরোধ হয় বাবুরহাট এলাকায়। তুফানগঞ্জ-নাটাবাড়ি বেহাল রাস্তা সংস্কারের দাবিতে শহরের হরিরধামে এবং একই ইস্যুতে তুফানগঞ্জ-আলিপুরদুয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় একদল বাসিন্দা। অন্যদিকে লোডশেডিংয়ের প্রতিবাদে দিনহাটা-সাহেবগঞ্জ রাস্তার নিগমনগর, আমবাড়ি, ঘাটপাড় এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবরোধ চলে। বামনহাটে বিদ্যুৎ দফতরের একটি গাড়ি উত্তেজিত জনতা ভাঙচুর করে বলে অভিযোগ। দিনহাটার ১ বিডিও, বিদ্যুৎ দফতরের কর্তারা ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন। বিডিও লুকসান তামাং বলেন, “লোডশেডিংয়ের সমস্যা সমাধানের চেষ্টা চলছে।” জেলার বিভিন্ন এলাকায় এ দিন দিনভর অবরোধে বিরক্ত যাত্রী ও পথচারীদের অভিযোগ, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্তারা সমস্যা সমাধানে আগেই তৎপর না হওয়ায় ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.