সশস্ত্র হামলার নালিশ ধৃত সিটু নেতার ছেলে
তৃণমূল পরিচালিত হকার্স ইউনিয়নের এক নেতার উপর অস্ত্র নিয়ে হামলার অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন সিটু নেতা বিমল রায়ের ছেলে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে ফালাকাটা রেলওয়ে স্টেশনে। তৃণমূলের হকার্স ইউনিয়নের নেতার আঙুলে আঘাত লাগার পর বিমলবাবুর ছেলে পালিয়ে যান। কলেজপাড়া এলাকা থেকে তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেয় জনতা। জখম ব্যক্তি হলেন তৃণমূলের ফালাকাটা রেলওয়ে হকার্স ইউনিয়নের সম্পাদক অনিল বিশ্বাস। ফালাকাটা থানার আই সি ফরিদ হোসেন বলেন, “ধৃতের বিরুদ্ধে প্রাণনাশের উদ্দেশ্যে আক্রমণ চালানো-সহ টাকা ছিনতাইয়ের অভিযোগ জমা পড়েছে। নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে।” জলপাইগুড়ি জেলা সিপিএম-এর সম্পাদক মণ্ডলীর সদস্য মৃণাল রায় বলেন, “বিমল রায় আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত নন। তাঁর ছেলে কীসের সঙ্গে যুক্ত তা খোঁজ নিয়ে দেখছি।” এদিন বেলা সাড়ে ১১ টা নাগাদ ফালাকাটা রেলওয়ে স্টেশনের কাছে সদলবলে বিমলবাবুর ছেলে বিভাস তৃণমূলের হকার্স কমিটির সম্পাদক অনিল বিশ্বাসকে ঘিরে ধরেন বলে অভিযোগ। বিভাসবাবু আচমকা হাতের ধারালো অস্ত্র দিয়ে অনিলবাবুর উপর আক্রমণ চালান বলেও অভিযোগ। অনিলবাবু বলেন, “বিমল বাবুর ওই ছেলে আমাদের লোকজনকে শাসাচ্ছিল। প্রাণনাশের হুমকি দিচ্ছিল। আচমকা সে আমার উপর হামলা চালায়।” তৃণমূল নেতা বাদল দাস বলেন, “এ ধরনের দাদাগিরি মানুষ মেনে নিচ্ছে না। যে ভাবে আমাদের লোকজনের উপর বিমল রায়ের ছেলে হামলা করছে তা কিছুতে মানা যায় না। আমারা ওর উপযুক্ত শাস্তি চাই।” এই ব্যাপারে বিমলবাবু বলেন, “আমি এখনও সিটুর সঙ্গে যুক্ত। আমার কিছু জায়গা তৃণমূল জবর দখল করায় ছেলে প্রতিবাদ করে। তাঁকে গালিগালাজ করা হয়। তা নিয়ে ছোটখাট গণ্ডগোল হয়েছে। বিষয়টি কেন থানা পর্যন্ত গড়াল তা বুঝতে পারছি না।” তৃণমূল নেতা বাদল দাস অবশ্য বিমল রায়ের জায়গা দখলের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.