জাতীয় স্তরের এক মূক ও বধির অ্যাথলিটকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি করে শিলিগুড়িতে মিছিল করল প্রতিবন্ধি সম্মিলনীর দার্জিলিং জেলা কমিটি। সোমবার বিকালে শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মিছিল বের করে তারা। হিলকার্ট রোড, বিধান রোড ঘুরে ফের স্টেডিয়ামে গিয়ে মিছিল শেষ হয়। আজ, মঙ্গলবার রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজিকে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ওই সংগঠন। প্রতিবন্ধী সম্মিলনীর দার্জিলিং জেলার সম্পাদক অমল আচার্য বলেন, “ওই ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায়। অভিযুক্তের কড়া শাস্তি দাবি করছি। এ ছাড়া ওই ধরণের ঘটনা যাতে ফের না ঘটে সে জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। সেই দাবি তুলেছি আমরা।”গত রবিবার উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার বারুইবারি এলাকায় অটোচালক রণজিৎ দাস মূক ও বধির ওই তরণীকে নিজের বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে। সকালে তাঁকে বাড়ি থেকে বের করে দেয়। এর পরই ওই তরুণী বিষয়টি স্থানীয় মানুষকে জানালে তাঁকে হেমতাবাদ থানায় নেওয়া যায় হয়। রণজিৎ দাসকে পুলিশ গ্রেফতার করেছে। সে বর্তমানে জেলবন্দি। প্রতিবন্ধী সম্মিলনী জানায়, জাতীয় প্রতিযোগিতায় ওই অ্যাথলিট ৩০টি সোনা ও ১৫টি রূপোর পদক জিতেছেন।
|
জেলার উন্নয়ন নিয়ে বৈঠক করতে জলপাইগুড়িতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ১০-১১ জুলাই জলপাইগুড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী। তবে চূড়ান্ত সফরসূচি জলপাইগুড়ি জেলা প্রশাসনের কাছে এসে পৌঁছয়নি। সফরের দিনক্ষণ সামান্য অদলবদল হতে পারে বলে মনে করছে প্রশাসন। আপাতত স্থির হয়েছে রায়কতপাড়ার একটি মাঠে এবং জলপাইগুড়ির আর্ট গ্যালারিতে মুখ্যমন্ত্রীর দুটি সরকারি সভা হবে। রায়কতপাড়ার খেলার মাঠে প্রকাশ্য সভা থেকে জেলা তথা শহরের জন্য একগুচ্ছ উন্নয়নমুলক কর্মসূচির কথা ঘোষণা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আর্ট গ্যালারিতে জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। সরকারি ভাবে মুখ্যমন্ত্রীর সফর চূড়ান্ত না হলেও প্রস্তুতি হিসেবে সার্কিট হাউসে সংস্কারের কাজ শুরু হয়েছে। পুরোদমে কাজ শুরু হয়েছে আর্ট গ্যালারিতেও। সার্কিট হাউসে মুখ্যমন্ত্রীর রাত্রিবাস করার কথা। মুখ্যমন্ত্রী এলে উন্নয়নের বিষয় নিয়ে জলপাইগুড়ি পুরসভার তরফেও প্রতিনিধিদল দেখা করতে যাবে।
|
দাদাকে খুনের চেষ্টার অভিযোগে ভাইকে ১০ বছরের কারাদন্ডের সাজা শোনাল আদালত। গত শনিবার কালিম্পংয়ের অতিরিক্ত জেলা সেশন জজ কমলেন্দু ভৌমিক ওই রায় দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, সাজাপ্রাপ্তের নাম স্টিফেন লেপচা। তার বাড়ি কালিম্পং থানার ইয়াংমাকুম এলাকায়। কালিম্পং আদালতের সরকারি আইনজীবী প্রেম প্রধান জানান, ২০১১ সালের জুন মাসে পারিবারিক বিবাদের জেরে রাত সাড়ে ৯টা নাগাদ স্টিফেন তার দাদা জেলবট লেপচাকে খুকরি দিয়ে এলোপাথারি কোপান। তার মাথায়, মুখে, হাতে চোট লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখমের বাবা মার্কেস লেপচার অভিযোগের ভিত্তিতে স্টিফেনের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক মামলা দায়ের করা হয়। ওই ঘটনার তদন্তকারী অফিসার কার্তিক বর্মন ২৯ দিনের মাথায় চার্জশিট জমা দেন। শনিবার আদালত অভিযুক্তকে ১০ বছরের সাজা শোনান। পাশাপাশি ছয় হাজার টাকা জরিমানা করেন।
|
পর্যাপ্ত জায়গা নেই। পাখা নেই। স্কুলছুট শিশুদের ভর্তিকরণ কর্মসূচির বৈঠকে অব্যবস্থার অভিযোগ তুলে সভা কক্ষ ছেড়ে চলে গেলেন শিলিগুড়ি পুরসভার কাউন্সিলর রুমা নাথ। সোমবার হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। সর্বশিক্ষা অভিযান এবং প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দফতরের তরফে এ দিন ওই বৈঠকের আয়োজন করা হয়। নকশালবাড়ি সার্কেলের অধীনে থাকা পুরসভার ১৮টি ওয়ার্ডের ওয়ার্ড এডুকেশন কমিটির সম্পাদক, সভাপতি ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। রুমা দেবী বলেন, “একটি ছোট কক্ষে বৈঠকের আয়োজন করা হয়। প্রত্যেকের বসার জায়গা নেই। পাখা নেই। ওই অব্যবস্থার প্রতিবাদ জানিয়ে সভা ছেড়ে চলে এসেছি।”
|
বাইকে থাকা শিশুদের মাথায় হেলমেট না থাকার কারণে ব্যবস্থা নিল শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। সোমবার সকাল ৭টা নাগাদ শহরের পানিট্যাঙ্কি মোড়ে অভিযান চালায় তারা। সাধারণত সকালে শিশুদের বাইকে বসিয়ে নিয়ে স্কুলে পৌঁছে দিতে যান অভিভাবকরা। ট্রাফিক পুলিশের অভিযোগ, অভিভাবকদের হেলমেট থাকে। কিন্তু শিশুদের থাকে না। এদিন সকালে বাইক আটকে অভিভাবকদের কাছে শিশুর মাথায় হেলমেট না রাখার কারণ জানতে চান ট্রাফিক কর্মীরা। সদুত্তর না পেয়ে ৪০টির বেশি বাইক চালকের বিরুদ্ধে মামলা করা হয়। কয়েকটি গাড়ির সঠিক কাগজ ছিল না। শিশুদের যাতে দেরি না হয় সে জন্য পুলিশের গাড়িতে স্কুলে পৌঁছে দেওয়া হয়।
|
জাতীয় সড়ক সংস্কারের দাবিতে মহকুমাশাসককে স্মারকলিপি দিল সিপিএম। সোমবার নকশালবাড়ি জোনাল কমিটির তরফে শিলিগুড়ি মহকুমাশাসককে স্মারকলিপি দেওয়া হয়। অভিযোগ, বাগডোগরা থেকে গলগলিয়া যাওয়ার ৩১ (সি) জাতীয় সড়ক দীর্ঘদিন ধরে বেহাল রয়েছে। |