বিক্ষোভ-ভাঙচুরের পরে এ বার মঞ্চ বেঁধে অনশন!
দাবি সেই একই, ফেল করা সত্ত্বেও পাশ করিয়ে দিতে হবে। |
ধানতলার দত্তফুলিয়া ইউনিয়ন অ্যাকাডেমির দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অকৃতকার্য ১৪০ জন ছাত্রী বেশ কিছু দিন ধরেই ‘আব্দার’ করে আসছে, তাদের পাশ করিয়ে দিতে হবে। এ নিয়ে স্কুলের শিক্ষিকাদের ঘেরাও, স্কুলে ভাঙচুর, রাস্তা অবরোধ, ছাত্রীরা বাদ দেয়নি কিছুই। ফেল করা সেই ছাত্রী-তালিকায় ছিল স্থানীয় তৃণমূল বিধায়ক তথা ওই স্কুলেরই পরিচালন সমিতির সম্পাদক সমীর পোদ্দারের মেয়ে শর্মীষ্ঠাও। সে দিন সমীরবাবু ওই ছাত্রীদের পাশেই দাঁড়িয়েছিলেন। স্কুলে এসে প্রধান শিক্ষিকাকে পাশ করিয়ে দেওয়ার জন্য তিনি ‘চাপ’ও দিয়েছিলেন বলে অভিযোগ। এ দিন অবশ্য কলকাতা থেকে সমীরবাবু টেলিফোনে বলেন, “বিধানসভা থেকে বেরিয়েই ছাত্রীদের অনশনের কথা জানতে পারি। তখনই লোক পাঠিয়ে জানিয়ে দিয়েছিলাম, এমন আব্দার করলে তো চলবে না। এ ব্যাপারে আলাপ আলোচনা চলতে পারে। তবে অনশনে বসায় সায় নেই আমাদের।” তাঁর মেয়েও এখন কলকাতায়। এ দিনের অনশন কর্মসূচিতে সে নেই বলেই জানান তিনি। |