টুকরো খবর |
আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়ি ছিনতাই |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
চালককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে গাড়ি নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ধুবুলিয়ার বাহাদুরপুর জঙ্গলে শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মিথ্যা পরিচয় দিয়ে শনিবার কালনা থেকে এক যুবক-যুবতী গাড়িটি ভাড়া করে। তারা গাড়ি নিয়ে মায়াপুরে আসে ওই দিনই। সন্ধ্যায় এক আত্মীয়ের বাড়ি যাওয়ার নাম করে তারা গাড়ি নিয়ে বাহাদুরপুরে যায়। বাহাদুরপুরের জঙ্গলের পাশের একটি মাটির রাস্তা দিয়ে যাওয়ার সময়ে দু’জন একটি মোটর বাইক নিয়ে গাড়িটি ধাওয়া করে। গাড়ি থামিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা চালককে গাড়ি থেকে টেনে বেরও করে।
গাড়ির চালক বাবান অধিকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাবান জেরায় জানিয়েছেন, মাথায় অস্ত্র ঠেকিয়ে তাঁকে জঙ্গলে নিয়ে যায় ওই দুই যুবক। বসিয়ে রাখে কিছুক্ষণ। মিনিট খানেক পরে তারা জঙ্গল থেকে বেরিয়েও আসে।
জেরায় বাবান জানান, গাড়ির আওয়াজে জঙ্গল থেকে বেরিয়ে এসে তিনি দেখেন গাড়ি নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, কালনা থেকে ওই যুবক যুবতী মিথ্যা পরিচয় দিয়ে গাড়ি ভাড়া করে। এই ঘটনার সঙ্গে তারাও যুক্ত কী না খতিয়ে দেখছে পুলিশ। এর পিছনে গাড়ি চুরির কোনও চক্রের জড়িত থাকার সম্ভবনাও খতিয়ে দেখছেন তদন্তকারী পুলিশকর্তারা।
|
পড়ুয়াদের বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
নিয়মিত ক্লাসের দাবিতে সোমবার স্কুলের দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। চাপড়ার বহিরগাছি-বাগমারা হাইস্কুলের ওই ছাত্রছাত্রীদের অভিযোগ, স্কুলে নিয়মিত ক্লাস হয় না। নেই পানীয় জলের ব্যবস্থা। ক্লাসঘরে পাখা নেই। ফলে এই গরমে ক্লাস করতে সমস্যা হয়। দ্বাদশ শ্রেণির চিরঞ্জিৎ পাল বলেন, “পাখার জন্য স্কুল কর্তৃপক্ষকে বহুবার বলা হয়েছে। কোনও কাজ হয়নি। স্কুলে নিয়মিত ক্লাসও নেন না শিক্ষকেরা।” এ দিন স্কুলে এসে কোনও ক্লাস না হওয়ায় তারা দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। এ দিন স্কুলের বিভিন্ন পরীক্ষাও এই বিক্ষোভ আন্দোলনের জেরে বন্ধ হয়ে যায়। চাপড়া থানার পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষোভ উঠে যায়। স্কুলের পরিচালন সমিতির সম্পাদক জয়নাম মালিথা বলেন, “একসঙ্গে এত পাখা লাগানোর টাকা আমাদের নেই। আমরা ওদের কাছে সময় চেয়েছি। কিন্তু ওরা কোনও কথা শুনছে না। আজই পরিচালন সমিতির সভা ডাকা হয়েছে। দেখছি কী ব্যবস্থা করা যায়।”
|
তৃণমূলের বিক্ষোভ স্কুলে |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
মিড-ডে মিলের জন্য স্বনির্ভর গোষ্ঠী নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে সোমবার স্কুলে বিক্ষোভ দেখায় তৃণমূল। কোতোয়ালির ভালুকা শান্তিভূষণ বালিকা বিদ্যালয়ের এসে প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে তৃণমূলের ভালুকা পঞ্চায়েতের তৃণমূল প্রধান হাবিনুল মণ্ডলের নেতৃত্বে বিক্ষোভ দেখান বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর শ’খানেক মহিলা। প্রধান শিক্ষিকা তাপসী দফতরির সঙ্গে তাঁদের বৈঠকও হয়। কৃষ্ণনগর-১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তৃণমূলের হেমন্ত পণ্ডিত বলেন, “নিয়মবিরুদ্ধ ভাবে একটি স্বনির্ভর গোষ্ঠীকে স্কুলে রান্নার জন্য নির্বাচন করা হয়েছে। আমরা চাই যোগ্য গোষ্ঠীকেই স্কুলে কাজ দেওয়া হোক।” তাপসীদেবী বলেন, “এখনও পর্যন্ত আমরা মিড-ডে মিলের রান্নার জন্য কোনও স্বনির্ভর গোষ্ঠীকে নিয়োগ করিনি। যা হবে সব নিয়ম মেনেই করা হবে।”
|
মিটল বিদ্যুৎ নিয়ে বিবাদ |
নিজস্ব সংবাদদাতা • রানিতলা |
ভগবানগোলা-২ ব্লকের নসিপুর পশ্চিম ও পাড়সাহেবনগর গ্রামের বাসিন্দাদের গণ্ডগোলের জেরে থমকে ছিল বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ। সমস্যা এড়াতে সোমবার সকালে রানিতলার দুটি গ্রামের বাসিন্দাদের পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন ব্লক প্রশাসনের কর্তারা। বিডিও কৌশিক মুখোপাধ্যায় বলেন, “মূলত পাড়সাহেবনগরের জমির উপর দিয়ে নসিপুর পশ্চিমগ্রামে বিদ্যুতের তার টানা নিয়ে যে জটিলতা ছিল, এ দিনের বৈঠকে তা মিটে গিয়েছে। সাধারণ গ্রামবাসীদের স্বার্থে সব পক্ষই বৈঠকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিষয়টি মেনে নেন।” রাজীব গাঁধী গ্রামীণ বৈদ্যুতিকরণ যোজনা প্রকল্পের আওতায় রানিতলা থানার ওই দুটি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া নিতেই গত ছ-মাস ধরে সমস্যা চলছে। সাময়িক ভাবে সমস্যা এড়ানো সম্ভব হলেও শনিবার ফের ওই বিদুৎ সংযোগ দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ওই দুই গ্রামের লোদজন। গ্রামবাসীদের সংঘর্ষে জখম হয়েছিলেন ৪ জন।
|
সীমান্তের উন্নয়নে বৈঠক |
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
মহকুমার উন্নয়ন ও সীমান্তের সমস্যা মেটাতে বৈঠক করলেন জেলাশাসক ও প্রশাসনিক আধিকরিকেরা। সোমবার মহকুমা প্রশাসনিক ভাবনের ওই বৈঠকে হাজির ছিলেন জেলাশাসক রাজীব কুমার-সহ চার অতিরিক্ত জেলাশাসক। ছিলেন চার বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি, মহকুমার পঞ্চায়েতের প্রধানেরাও। জল সমস্যা, ১০০ দিনের কাজ, সর্বশিক্ষা মিশন, মিড-ডে মিলের বিষয়ে ওই বৈঠকে আলোচনা হয়। ডোমকলের মহকুমাশাসক প্রশান্ত অধিকারী বলেন, “ডোমকল আর্সেনিক প্রবন এলাকা। মহকুমার বিভিন্ন এলাকা থেকে সরকারি ভাবে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। এ ছাড়াও এলাকার জলাধারগুলির অবস্থা দেখে মানচিত্র-সহ একটি রিপোর্ট জেলাশাসকের কাছে পাঠানো হবে।”
|
বচসার জেরে বোমাবাজি, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
চায়ের দোকানে বচসার জেরে রবিবার রাতে বোমাবাজি হয় কৃষ্ণনগরের মোংলাপাড়ায়। ভাঙচুর হয় একাধিক দোকানে ওই রাতেই বড় পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় বাগানপাড়ার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, একটি চায়ের দোকানের সঙ্গে স্থানীয় কয়েক জন যুবকের গণ্ডগোল হয়। তার জেরেই বোমাবাজি হয় বলে জানায় পুলিশ।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে করিম শেখ (৫৭) নামে এক ব্যক্তির। জখম হয়েছেন সোলজার শেখ ও রেন্টু শেখ আরও দু’জন। তাঁদের খড়গ্রাম ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিন সকালে সোলজার ও রেন্টু খেতে বিদ্যুতের খুঁটিতে কাজ করছিল। আচমকা খুঁটি ভেঙে পড়ে। তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মারা যান করিম। |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে পলি খাতুন (২৫) নামে এক শিক্ষিকার। সোমবার তেহট্টের বারুইপাড়ায় বাপের বাড়িতে অগ্নিদগ্ধ হন তিনি। পলিকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মারা যান তিনি। পলির শ্বশুরবাড়ি বারুইপাড়াতেই। তাঁর স্বামী পলির সঙ্গেই একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। তাঁর বাপের বাড়ির তরফে তেহট্ট থানায় স্বামী-সহ ৮ জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত হচ্ছে। অভিযুক্তেরা পলাতক।
|
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে বেলডাঙা পুরসভার এক কর্মী মাধব রায় মজুমদারের (৫০)। সোমবার একটি মাঠ থেকে তাঁর অগ্নিদগ্ধ দেহটি মেলে। পুলিশের অনুমান, মাধববাবু গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর পরিবারের তরফে জানা গিয়েছে, তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন।
|
দেহ উদ্ধার |
পতিত পবন রায় (৫৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে রানাঘাটের নোকারি পূর্বপাড়ায় তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। |
|