শাস্তির দাবিতে কোর্টে জমায়েত |
পুলিশ জানিয়েছে, ১২ জুন রাতে মেদিনীপুর শহর-ঘেঁষা কালগাঙ এলাকায় স্ত্রী-র শীররে অ্যাসিড ছোড়ার অভিযোগ ওঠে মইদুলের বিরুদ্ধে। তার সঙ্গে মোক্তারা বিবির বিয়ে হয়েছিল কয়েকবছর আগে। প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় মোক্তারাকে দ্বিতীয় বার বিয়ে করেন মইদুল। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী-স্ত্রী’র মধ্যে বিবাদ শুরু হয়। মোক্তারা বিবির উপর শারীরিক নির্যাতন চালানো হত বলে অভিযোগ। ফলে মোক্তারা বিবি স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকতেন। দু’জনেরই অবশ্য কালগাঙ এলাকাতেই বাড়ি। ১২ জুন রাতে হঠাৎ মোক্তারা যখন ঘুমোচ্ছিলেন তখন তাঁর গায়ে অ্যাসিড ছোড়া হয়। চোখ, মুখ-সহ শরীরের বিভিন্ন অংশ অ্যাসিডে পুড়ে যায়। অ্যাসিড লাগে মোক্তারার ভাই ও বোনের শরীরেও। অভিযোগ, মইদুলই অ্যাসিড ছুড়েছিল। ঘটনার পরেই মইদুল পালিয়ে যায়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। তার পরে তার ঠাঁই হয় জেলে। সোমবার মইদুলের ফের আদালতে হাজিরার দিন ছিল। এ দিন কালগাঙের পুরুষ-মহিলারা মইদুলের শাস্তির দাবি জানাতে আদালতে হাজির হন। বেশিরভাগ মহিলার হাতে ছিল পোস্টার। স্থানীয় বাসিন্দা আশা জানা, অনিতা অধিকারী, রসিদা বিবি, হাজরা বেগমরা বলেন, “স্ত্রী’র গায়ে যে অ্যাসিড ছুড়তে পারে তার কঠোর শাস্তি হওয়া উচিত। এমন শাস্তি হোক যাতে এই ধরনের বর্বর কাজ অন্য কেউ করতে সাহস করবে না। সেই দাবি জানাতেই আদালতে হাজির হয়েছিলাম।” এ দিকে, মোক্তারা এখন খানিক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মইদুলের জেল-হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বেড়েছে। |