পিকআপ ভ্যান উল্টে মৃত যুবক |
পিক-আপ ভ্যান উল্টে মৃত্যু হল এক যুবকের। আহত হয়েছেন আরও দু’জন। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ডেবরার শ্রীরামপুরে, ৬ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে পাঁশকুড়ার দিক থেকে ডেবরার দিকে আসছিল একটি যাত্রী-বোঝাই পিক-আপ ভ্যান। ভ্যানে যাঁরা ছিলেন, তাঁদের অধিকাংশই ফুল-চাষি। শ্রীরামপুরের কাছে এসে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পিক-আপ ভ্যানটি ডিভাইডারে ধাক্কা মারে। পরে উল্টে যায়। মৃত্যু হয় স্বপন মাঝি-র (৩২)। বাড়ি ডেবরা থানার হরিহরপুরে। আহত হন দু’জন। তাঁদের নাম গণেশ দাস, গৌর বেরা। গণেশ থাকেন ডেবরা থানার এলাকারই ধামতোড়ে। গৌরের বাড়ি কাঁকড়ায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে এই দু’জনকে প্রথমে ডেবরা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় পরে সেখান থেকে দু’জনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
|
কেশপুরে গোষ্ঠী-সংঘর্ষের ঘটনায় ১৪ জনের জেল |
রবিবার কেশপুরে তৃণমূলের গোষ্ঠী-সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার এদের মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করানো হয়। ধৃতদের মধ্যে ১৪ জনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। বাকি দু’জনের জামিনের আবেদন মঞ্জুর হয়েছে। রবিবার বিকালে কেশপুর বাজারে বিধানচন্দ্র রায়ের স্মরণে একটি সভার আয়োজন করেছিল তৃণমূল। এই সভাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় ও গোষ্ঠী-সংঘর্ষের ঘটনা ঘটে। রাতে দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ রাতে খেজুরবনি থেকে ১৪ জন তৃণমূল কর্মী সমর্থক ও আমড়াকুচি থেকে ২ জনকে গ্রেফতার করে। তল্লাশিতে গিয়ে খেজুরবনি থেকে কিছু বোমা, তির ও বোমা তৈরির উপকরণ উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
|
কালো টাকা, বিহিত চেয়ে স্বাক্ষর-সংগ্রহ |
বিদেশে থাকা কালো টাকা উদ্ধারের দাবি ও দুর্নীতির প্রতিবাদে তাদের আন্দোলনের ‘সমর্থনপত্রে’ সাংসদদের সই-সংগ্রহ শুরু করল পতঞ্জলি যোগ সমিতি। সোমবার বিকেলে সমিতির এক প্রতিনিধিদল মেদিনীপুরে সিপিআইয়ের জেলা কার্যালয়ে এসে সাংসদ প্রবোধ পণ্ডার হাতে সমর্থনপত্র তুলে দেন। সাংসদ সই করেন। সকালে সিপিএমের জেলা কার্যালয়ে গিয়ে সাংসদ পুলিনবিহারী বাস্কের জন্যও একটি সমর্থনপত্র দিয়ে আসেন প্রতিনিধিদলের সদস্যরা। সাংসদ তাঁদের আশ্বাস দেন, সমর্থনপত্রে তিনিও সই করবেন। জানা গিয়েছে, একেবারে গ্রামস্তর থেকে সাংসদ পর্যন্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের সই-সংগ্রহ করে একটি দাবিপত্র আগামী ৯ অগস্ট রাষ্ট্রপতির হাতে তুলে দেবে সমিতি। বিদেশে থাকা কালো টাকা উদ্ধারের দাবি ও দুর্নীতির প্রতিবাদেই এই কর্মসূচি।
|
মেদিনীপুর কলেজিয়েট স্কুলের (বালিকা) পরিচালন সমিতির নতুন সম্পাদক হলেন মধুসূদন গাঁতাইত। সোমবার সমিতির এক সভায় সর্বসম্মতিক্রমে তিনি সম্পাদক নির্বাচিত হন। সমিতির ১৩ জন সদস্যের মধ্যে এ দিন ১০ জন উপস্থিত ছিলেন। কলেজিয়েট স্কুলের (বালিকা) পরিচালন সমিতির সম্পাদক সর্বরঞ্জন পড়্যা প্রয়াত হওয়ায় সমিতির একটি সদস্যপদ শূন্য হয়। সেই পদ পূরণের জন্য নির্বাচন হয়েছিল গত সোমবার। নির্বাচনে অবাম শিক্ষক সংগঠনের দুই ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ৭-১ ভোটে শিক্ষানুরাগী সদস্য হিসাবে জয়ী হন মেদিনীপুর কলেজিয়েট (বালক) স্কুলের শিক্ষক মধুসূদনবাবু। এই স্কুলে এখনও মিডে-ডে মিল চালু হয়নি। পরিচালন সমিতির নতুন সম্পাদক বলেন, “শিক্ষার উন্নতির পাশাপাশি স্কুলে দ্রুত মিড-ডে মিল চালু করাই প্রাথমিক লক্ষ্য।”
|
রবিবার ১ জুলাই বিধানচন্দ্র রায়ের স্মরণে পুরস্কার বিতরণসভা হল খড়্গপুর আইআইটিতে। গত ২৮ জুন বিধানচন্দ্র রায় মেমোরিয়াল হল স্টুডেন্ট কাউন্সিলের উদ্যোগে বসে-আঁকো প্রতিযোগিতার আসর বসেছিল। ৮টি বিভাগে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ৪০০ জন ছাত্রছাত্রী তাতে যোগদান করে। রবিবার সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। চারটি বিভাগে প্রথম স্থানাধিকারী ছাত্রছাত্রীরা হলেন অনীক মণ্ডল, ঐন্দ্রিলা দত্ত, অনন্যা মণ্ডল ও প্রবীর নাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।
|
রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক বধূর। রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে খড়্গপুরের পুরী-গেটের কাছে। মৃতার নাম আর উমা (২৫)। বাড়ি শহরের চিত্তরঞ্জননগরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রকৃতির ডাকে সাড়া দিতে স্বামী আর দেবেন্দ্রর সঙ্গে ওই দিন রাতে রেললাইনের ধারে গিয়েছিলেন উমা। তখনই একটি ট্রেন তাঁদের ধাক্কা মারে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়ে উমা-র। দেবেন্দ্রও গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন চিকিৎসাধীন। |