পরপর দু’রাত ধরে বিদ্যুৎ বিভ্রাটের জেরে দফতরের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বাসিন্দাদের একাংশ। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে মালদহের চাঁচল বিদ্যুৎ বন্টন কোম্পানির অফিসে। শনিবার রাতভর অন্ধকারে ছিল মহকুমা সদর। শুক্রবার রাতেও চাঁচলের একাংশে বিদ্যুৎ ছিল না। অভিযোগ, দফতরের কর্মীদের গাফিলতির জন্য বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। নর্থ মালদহের ডিভিশনাল ম্যানেজার বরুণ বিশ্বাস বলেন, “সবে দায়িত্ব নিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” বিদ্যুৎ বন্টন কোম্পানির কর্মীরা দাবি করেছেন, যান্ত্রিক ত্রুটির জন্য বিদ্যুৎ সরবরাহ ঠিক থাকছে না। বাসিন্দাদের অভিযোগ, মাঝে মধ্যেই চাঁচলে বিদ্যুৎ থাকছে না। হালকা ঝড়-বৃষ্টি হলেই বিদ্যুৎ থাকছে না। কোম্পানির নতুন নিয়মে অভিযোগ জানানোর সময় বিপাকে পড়তে হচ্ছে গ্রাহকদের। নতুন নিয়মে বহরমপুরে টোল ফ্রি নম্বরে অভিযোগ জানাতে হয়। সংযোগ পেতে ঘাম ছুটে যায়। রাত সাড়ে ন’টার পর অভিযোগ জানিয়েও ফল হয় না। রাত ১০টার পর আর পরিষেবা মেলে না বলে অভিযোগ। অধিকাংশ ক্ষেত্রে রাতে বিপর্যয়ের ঘটনা হয়। গ্রাহকরা জানান, চাঁচলের তরল তলা, আমলা পাড়া, ট্যান্ডেল পাড়া, থানা পাড়া-সহ কিছু পাড়ায় ৫ বছর ধরে লাগাতার বিদ্যুৎ বিভ্রাট চলছে। প্রায়ই রাত সাড়ে ৯টা থেকে ১০টার দিকে বিদ্যুৎ চলে যায়। পরদিন সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। বন্টন কোম্পানির স্টেশন ম্যানেজার লিটন পাল জানান, বিদ্যুৎ সরবরাহের বিষয়টি তাঁর দেখার নয়।
|
দার্জিলিং পাহাড়ের দুই মহকুমাশাসকের নিরাপত্তারক্ষী পুনর্বহাল করল পুলিশ। প্রায় সাত দিন ওই দুই এসডিও’র কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না। শনিবার রাতেই কালিম্পংয়ের এসডিও লাকপা নরবু ভুটিয়াকে রক্ষী দেওয়া হয়। রবিবার দার্জিলিং সদরের ভারপ্রাপ্ত এসডিও সামদেন ডুকপা’কে রক্ষী দেওয়া হয়। দার্জিলিং জেলা পুলিশ সুপার কুণাল অগ্রবাল এ দিন বলেন, “অনেকের রুটিন বদলি হয়েছে। তাঁদের মধ্যে ওই নিরাপত্তারক্ষীরাও ছিলেন।” দুই এসডিওর নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া নিয়ে পুলিশ-প্রশাসনের মধ্যে দূরত্ব তৈরির আশঙ্কা করেছিল ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ) অফিসার্স অ্যাসোসিয়েশন। এ দিন সংগঠনের রাজ্য কমিটির সহ সভাপতি ভীষ্মদেব দাশগুপ্ত বলেন, “জিটিএ ভোটের মুখে পুলিশ-প্রশাসনের মধ্যে কোনও সংঘাত তৈরি হোক এটা আমরা চাই না। বিষয়টি মিটে যাওয়ায় আমরা খুশি।”
|
সিপিএমের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে এক দিনমজুরের থেকে হুমকি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের তুরতুরি গ্রাম পঞ্চায়েতের নূরপুর গ্রামে। অভিযুক্ত প্রাক্তন প্রধানের নাম অনিতা বিশ্বাস। ওই গ্রামের বাসিন্দা মহাদেব বিশ্বাস নামে এক দিনমজুর শামুকতলা থানায় অনিতা বিশ্বাসের নামে হুমকি দিয়ে টাকা তোলা এবং লিটন বিশ্বাস নামে তাঁর দূর সম্পর্কে ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ জমা দেন। শামুকতলার ওসি প্রবীণ প্রধান জানান, মহাদেববাবুর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। তাঁর অভিযোগ, কিছুদিন আগে তিনি ইন্দিরা আবাসন প্রকল্পে ঘর তৈরির জন্য ২২৫০০ টাকার চেক পান। এর পর অনিতা ও লিটন বিশ্বাস বাড়িতে গিয়ে ১০ হাজার টাকা দাবি করেন। জোর করে ২০০০ টাকা নেওয়া হয়।
|
ব্লক কৃষি দফতরের উদ্যোগে শনিবার ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতি সভাকক্ষে চাষিদের নিয়ে এক আলোচনা সভা হয়। নতুন প্রযুক্তির মাধ্যমে শস্য উৎপাদন বাড়ানোর কলাকৌশল শেখানো ছাড়াও চাষিদের চাষাবাদে বিভিন্ন সমস্যা নিয়ে নানা মত বিনিময় করেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই বিশেষজ্ঞ পীযূষ সরকার ও দর্শন চক্রবর্তী। প্রায় ৬০ জনের মতো চাষি হাজির ছিলেন। ফাঁসিদেওয়ার কৃষি আধিকারিক মেহফুজ আহমেদ জানান, মূলত এই সবুজ বিপ্লবের মাধ্যমে আমন ধানের উপর বিশেষ আলোচনা করা হয়।
|
১৯৫৫ সালের ২৫ জুন মার্গারেট হোপ চা বাগানে পুলিশের গুলিতে নিহত ৬ চা শ্রমিকদের স্মরণে দার্জিলিঙে সভা করল সিটু। রবিবার সিটুর চিয়া কামান মজদুর ইউনিয়নের উদ্যোগে রবিবার দার্জিলিঙের গোর্খা দুঃখ নিবারণী মঞ্চে ওই সভা হয়। বক্তৃতা দেন সিপিএমের দার্জিলিং জেলার ভারপ্রাপ্ত সম্পাদক জীবেশ সরকার, রাজ্যসভার প্রাক্তন সাংসদ সমন পাঠক, সিটু নেতা গৌতম ঘোষ-সহ অন্যান্যরা। জীবেশবাবু বলেন, “জিটিএ নিয়ে আমাদের বেশ কিছু ক্ষেত্রে আপত্তি থাকলেও পাহাড়ে শান্তি চাই বলেই সমর্থন করেছি।”
|
ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিলিগুড়ি ও জলপাইগুড়ি জেলার প্রান্তিক কৃষকদের আধুনিক চাষ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হল। শনিবার শিলিগুড়ির শালবাড়িতে এবং রবিবার নকশালবাড়ির তারাবাড়ি ও রাজগঞ্জে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ দেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কাজল সেনগুপ্ত এবং শান্তনু ঝা। সংস্থার শিলিগুড়ির প্রজেক্ট ডিরেক্টর তরুণ মাইতি জানান, প্রান্তিক কৃষকদের আধুনিক জৈব চাষে নানা ভাবে সাহায্য করা হচ্ছে।
|
শিলিগুড়ি ট্যাক্সেশন বার অ্যাসোসিয়েশনের নয়া কমিটি গঠিত হল। শনিবার বার্ষিক সাধারণ সভা হয়। সভাপতি ও সম্পাদক মনোনীত হয়েছেন আর জি মন্ত্রী ও কল্যাণ সাহা। সহ সভাপতি হয়েছেন অরুণ ঘোষ ও করণ সিংহ জৈন।
|
শিলিগুড়ির শিবমন্দির এলাকার নরসিংহ বিদ্যাপীঠ স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে সব আসনেই জয়ী হল জাতীয়তাবাদী শিক্ষা মঞ্চের প্রার্থীরা। রবিবার ওই নির্বাচন হয়। |