|
|
|
|
যুবককে বিষ খাইয়ে খুনের অভিযোগ, ধৃত |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
এক যুবককে মারধর করে মুখে বিষ ঢেলে খুন করার অভিযোগে এক ব্যক্তিকে রবিবার গ্রেফতার করল পুলিশ। ধৃত রামকৃষ্ণ নস্করের বাড়ি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের হেমনগর গ্রামে। তার বিরুদ্ধে যে যুবককে খুনের অভিযোগ উঠেছে, জয়ন্ত বাইন (২২)-এর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মোল্লাখালির সাতজেলিয়া গ্রামে। গত শনিবার সকালে হিঙ্গলগঞ্জের হেমনগরে স্কুলের মাঠ থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের পাশ থেকে একটি কীটনাশকের শিশি ও মোবাইল ফোন পাওয়া যায়।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কাজের সূত্রে বাগুইআটিতে যাতায়াত করতেন জয়ন্ত। ওই সময় এক মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তী কালে হেমনগরের বাসিন্দা ওই মহিলার সঙ্গে বিয়ে হয় রামকৃষ্ণ নস্করের। কিন্তু জয়ন্ত তাঁর পুরনো প্রেমিকাকে ভুলতে পারেননি। মাঝেমধ্যেই তিনি হেমনগরে গিয়ে ওই মহিলার সঙ্গে দেখা করতেন। তাঁদের মধ্যে বিবাহ বহির্ভূত সংম্পর্কও গড়ে উঠেছিল। সম্প্রতি রামকৃষ্ণ সে কথা জানতে পারায় স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। তারপর থেকে ওই মহিলা জয়ন্তর সঙ্গে আর সম্পর্ক রাখতে চাননি। এতে মানসিক অবসাদে ভুগছিলেন জয়ন্ত। জয়ন্তর মৃতদেহের পাশে কীটনাশকের শিশি মেলায় পুলিশ ভেবেছিল মানসিক অবসাদে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন তিনি। কিন্তু ওই দিন সন্থ্যায় জয়ন্তবাবুর বাবা মনোরঞ্জন বাইন ছেলেকে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে পুলিশের কাছে রামকৃষ্ণর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে রবিবার দুপুরে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত জয়ন্তর মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয় বলে হেমনগর উপকূলবর্তী থানার ওসি অলোকেশ বালা জানান। |
|
|
|
|
|