টুকরো খবর
ছাত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ
অ্যাসিড ঢেলে নবম শ্রেণির এক ছাত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল এক তরুণ-সহ কয়েকজনের বিরুদ্ধে। রবিবার সকালে ডায়মন্ড হারবারের হরিদেবপুর গ্রামের বাসিন্দা তারা শাবানা নামে ওই ছাত্রীকে সংজ্ঞাহীন এবং দগ্ধ অবস্থায় মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। তার বাবা শাজাহান মোল্লা পাশের কামারপোল দিঘিরপাড় গ্রামের বাসিন্দা ঈশা খান নামে ওই তরুণ-সহ ৪ জনের নামে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তেরা পলাতক।পুলিশের কাছে দায়ের করা অভিযোগে শাজাহান জানিয়েছেন, প্রায় আড়াই বছর ধরে তাঁর মেয়েকে উত্যক্ত করছিল ঈশা। তিনি বারণ করলেও শোনেনি। শনিবার বিকেলে মেয়ে গৃহশিক্ষকের কাছে পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে ফেরেনি। রবিবার সকালে অচেনা নম্বর থেকে ফোনে তিনি জানতে পারেন মেয়ে হাসপাতালে ভর্তি। এর পরেই তিনি ওই অভিযোগ দায়ের করেন।

জগদ্দলে মারপিট, ধৃত শিক্ষক-সহ ৩
পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রবিবার বিকেলে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার গুরুদাহ এলাকা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক মহিলার বিবাহবহির্ভূত সর্ম্পকের জেরে ওই এলাকায় দু’পক্ষের মধ্যে মারপিট বেধে যায়। উভয়পক্ষেরই অন্তত তিন জন জখম হন। এই ঘটনায় অরুণ ব্রহ্ম নামে এক শিক্ষক সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। যদিও জগদ্দল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জানান, এই ঘটনার দলের কোনও যোগ নেই। এটা একেবারেই পারিবারিক বিবাদ। তা ছাড়া অরুণ ব্রহ্ম তাদের দলের সদস্যই নন। দলের সাথে তার কোনও সম্পর্ক নেই।

স্ত্রীকে ‘অপহরণ’ করে খুন, ধৃত স্বামী
আদালতে যাওয়ার পথে নৌকা থেকে স্ত্রীকে ‘অপহরণ’ করে খুনের অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। অজয় দাস নামে ওই ব্যক্তিকে শনিবার আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার সন্দেশখালি থানার ভাঙাতুষখালি গ্রামের মালিপাড়ায় জয়শ্রী দাস নামে এক মহিলাকে নৌকা থেকে অপহরণ করে শ্বশুরবাড়ির সোকেরা। জয়শ্রীদেবীর বোন ঘটনার কথা পুলিশকে জানালে জয়শ্রীদেবীকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে অজয় পুলিশকে জানায়। কিন্তু তার পরে পুলিশ গ্রামে গিয়ে জয়শ্রীদেবীর মৃতদেহ উদ্ধার করে। তদেন্তে নেমে পুলিশ গত শুক্রবার অজয়কে গ্রেফতার করে।

অতিথিনিবাসের উদ্বোধন বসিরহাটে
বসিরহাটের বোটঘাটে ইছামতী নদীর ধারে পুরসভা পরিচালিত অতিথি নিবাস ‘অপরাজিত’র উদ্বোধন করলেন রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। শনিবার বিকালে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান কৃষ্ণা মজুমদার, উপপ্রধান অমিত দত্ত, অমিতাভ চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা। পুরসভার প্রাক্তন কাউন্সিলার তথা শতবর্ষ পার করা দেবময় ভট্টাচার্যকে সংবর্ধনা দেওয়া হয়।

মন্দিরের শিলান্যাস
পুরনো জরাজীর্ণ মন্দির ভেঙে নতুন মন্দির তৈরির কাজ শুরু হচ্ছে বনগাঁ পুরসভার ৩নং ওয়ার্ডের চামরাকুটি এলাকায়। মন্দিরটি তৈরি হবে শ্রীশ্রী হরিচাঁদ ও জগতমাতা শান্তিমাতা দেবীর নামে। রবিবার মতুয়া মহাসঙ্ঘের প্রধান উপদেষ্টা বীণাপানি ঠাকুর মন্দির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.