টুকরো খবর
চুঁচুড়া পুরসভার দু’বছর পূর্তি
—নিজস্ব চিত্র।
তৃণমূল পরিচালিত হুগলি-চুঁচুড়া পুরসভার নতুন বোর্ডের দু’বছর পূর্তি উৎসব পালিত হল শনিবার চুঁচুড়ার রবীন্দ্রভবনে। এ দিনের অনুষ্ঠানে পুরসভার পক্ষ থেকে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। ফুটবলার, ক্রিকেটার, সাহিত্যিক, হকি খেলোয়াড়, সমাজসেবী সহ বিশিষ্টজনকে সংবর্ধিত করা হয়। তা ছাড়া এবছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের প্রথম স্থানাধিকারি চুঁচুড়ার বাসিন্দা সুহার্ত মল্লিক এবং আনন্দ পুরস্কারপ্রাপ্ত পিনাকি ঠাকুরকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে চুঁচুড়া আবৃত্তি সংসদ রক্তকরবী নাটক মঞ্চস্থ করে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হুগলি-চুঁচুড়া পুরসভার প্রধান গৌরিকান্ত মুখোপাধ্যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরি, হুগলি-চুঁচুড়ার বিধায়ক তপন মজুমদার, বাঁশবেড়িয়ার বিধায়ক তপন দাশগুপ্ত প্রমুখ। সম্প্রতি তৃণমূল পরিচালিত রিষড়া পুরসভার দু’বছর পূর্তি এবং রাজ্য সরকারের এক বছর পূর্তি উৎসব পালিত হয় রিষড়ার রবীন্দ্রভবনে। নাচ, গান, আবৃত্তি ও নাটকের মধ্যে দিয়ে এক জমজমাট অনুষ্ঠান মঞ্চস্থ করেন স্থানীয় বাসিন্দারা।

দরজা ভেঙে চুরি গয়নার দোকানে
দরজা ভেঙে এবং তালা কেটে দোকানে ঢুকে সোনা-রূপোর গয়না হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে হুগলির পোলবা থানার ডুবির ভেড়ি তেমাথায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে শাটার, কোলাপসিবল গেট, গ্রিল এবং কাঠের দরজা ভেঙে ওই গয়নার দোকানে ঢোকে দুষ্কৃতীরা। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা দোকানের ওই অবস্থা দেখে মালিককে খবর দেন। পুলিশকে খবর দেওয়া হয়। দোকানের মালিক বিধান মিদ্দার দাবি, কয়েক লক্ষ টাকার গয়না হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। তিনি বলেন, “কয়েক বছর আগেও দু’বার চুরি হয়েছিল। কিন্তু পুলিশ কাউকে ধরতেই পারেনি।” সার্কেল ইনস্পেক্টর (সদর) সুবীর রায় বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে।”

দুর্ঘটনায় জখম ২৫
ট্রাকের সঙ্গে একটি বাসের মুখোমুখি ধাক্কায় আহত হলেন অন্তত ২৫ জন বাসযাত্রী। ঘটনাটি ঘটে শনিবার সকালে হুগলির গোঘাটের পাতুলসারা গ্রামে আরামবাগ-কামারপুকুর রোডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি পশ্চিম মেদিনীপুরের চমকাইতলা থেকে আরামবাগের দিকে যাচ্ছিল। বাসচালক-সহ আহত যাত্রীদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ১১ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টি আটক করেছে পুলিশ। ট্রাকের চালক পলাতক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.