|
|
|
|
স্মার্ট ফোনের বাজারে ৬০% দখলের লক্ষ্য স্যামসাঙের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
চলতি বছরের মধ্যেই ভারতে স্মার্ট ফোন বাজারের অন্তত ৬০% পকেটে পুরতে চায় স্যামস্যাং। অ্যাপল-কে কড়া চ্যালেঞ্জ ছুড়ে সাড়া ফেলতে চায় ইউরোপ, আমেরিকা-সহ সারা দুনিয়ায়। আর এই লক্ষ্যে সফল হতে তাদের বড় বাজি এ বার গ্যালাক্সি-এস৩।
সম্প্রতি গ্যালাক্সি ব্র্যান্ডের আওতায় অ্যান্ড্রয়েড প্রযুক্তির এই নতুন স্মার্ট ফোন ভারতের বাজারে আনার কথা ঘোষণা করেছে স্যামসাং। নয়াদিল্লিতে সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ কোরীয় বহুজাতিকটির প্রেসিডেন্ট এবং সিইও (দক্ষিণ-পশ্চিম এশিয়া) বি ডি পার্কের দাবি, এই নয়া মডেলের ছিমছাম নকশা এবং আধুনিক প্রযুক্তি ক্রেতাদের নজর কাড়বে। মন জয় করবে এই ফোনের বিশেষ কয়েকটি সুবিধা।
যেমন, অনেক ক্ষেত্রে কথার মাধ্যমে এই ফোনকে বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া যাবে। আবার কোনও সময় ব্যবহারকারীর নড়া-চড়া ‘দেখে’ মোবাইল-ই বুঝে নেবে আসলে কী চাইছেন তিনি। কাউকে এসএমএস করার সময় ফোন কানের কাছে নিয়ে গেলে, আপনিই সেই নম্বরে কল করতে শুরু করবে মোবাইল। একবারও না-ছুঁয়ে পর্দায় চোখ রেখে ঘণ্টার পর ঘণ্টা ‘ই-বুক’ পড়লেও অন্ধকার হবে না পর্দা (স্ক্রিন)। অথচ ঘুমিয়ে পড়লে, সামনের ক্যামেরায় তা ধরা পড়ার কারণে নিজের থেকেই কমে আসবে পর্দার আলো। পছন্দের মুহূর্ত একেবারে ‘নির্ভুল ভাবে’ তুলে রাখতে চাইলে, কয়েক সেকেন্ডের মধ্যে নাগাড়ে ২০টি ছবি তুলে ফেলবে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। আবার চাইলে সেরা ছবিটিও বেছে দেবে মোবাইল-ই। এসএমএস বা ই-মেল করার সময় বন্ধ করতে হবে না সিনেমা দেখা। বরং পছন্দের ভিডিও দেখতে দেখতেই উত্তর দেওয়া যাবে অফিসের ই-মেলের। সব মিলিয়ে সংস্থার দাবি, ব্যবহারকারীকে আক্ষরিক অর্থেই শুনবে, বুঝবে এবং উত্তর দেবে এই ফোন। এর ১৬ জিবি-র ‘ইন্টারনাল মেমরি’র সঙ্গে জোড়া যাবে আরও ৬৪জিবি পর্যন্ত ‘মেমরি-কার্ড। এ দেশের বাজারে সর্বোচ্চ বিক্রয় মূল্য ৪৩,১৮০ টাকা।
সংস্থার শীর্ষ কর্তাদের মতে, বিশ্বের প্রথম তিন গুরুত্বপূর্ণ বাজারের মধ্যে রয়েছে ভারত। আগামী দিনে প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে তাই এই বাজারকেই পাখির চোখ করছেন তাঁরা। |
|
|
|
|
|