টুকরো খবর
শীঘ্রই পস্কোকে ২,০০০ একর দেবে ওড়িশা
শীঘ্রই দক্ষিণ কোরীয় ইস্পাত সংস্থা পস্কোর হাতে প্রায় ২,০০০ একর জমি তুলে দেওয়া হবে বলে জানাল ওড়িশা সরকার। যাতে তারা প্রথম দফায়, বছরে ৮০ লক্ষ টন ইস্পাত উৎপাদন ক্ষমতার কারখানা তৈরির কাজ শুরু করে দিতে পারে। তবে এই পর্বে মোট ২,৭০০ একর জমি লাগবে। সে ক্ষেত্রে বাকি ৭০০ একরও দ্রুত অধিগ্রহণ করে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রাজ্য। ওড়িশার খনিমন্ত্রী রঘুনাথ মোহান্তি বলেন, “২,০০০ একর জমি পস্কোর জন্য অধিগ্রহণ করেছি। হস্তান্তর প্রক্রিয়া শুরুও হয়েছে। শীঘ্রই পুরোটা পেয়ে যাবে সংস্থা।” জগৎসিংহপুরে পস্কো প্রস্তাবিত ৫২ হাজার কোটি টাকার প্রকল্প আটকে আছে সাত বছর ধরে। সেখানে তৈরি হওয়ার কথা বছরে ১.২০ কোটি টনের ইস্পাত কারখানা। যার জন্য দরকার ৪,০০৪ একর জমি। তবে সংশোধিত প্রকল্প অনুযায়ী, প্রথম দফায় ৮০ লক্ষ টনের কারখানা তৈরির লক্ষ্য নিয়েছে পস্কো। পরে তা ১.২০ কোটি পর্যন্ত বাড়বে। গত মাসেই পস্কো জানিয়েছিল অক্টোবরের মধ্যে কাজ শুরু করার কথা। প্রকল্প গড়তে পস্কোর সঙ্গে রাজ্যের চুক্তির নবীকরণও শীঘ্রই হবে বলে জানান মোহান্তি।

ব্রিটেনে ইন্ডিয়া সেন্টার গড়ার পরিকল্পনা সহারার
পূর্ব লন্ডনে একটি ‘ইন্ডিয়া সেন্টার’ তৈরির পরিকল্পনা করেছে ভারতের সহারা গোষ্ঠী। যা গড়ে উঠবে চার একর জমির উপর। সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন-এর সঙ্গে, লন্ডনে তাঁর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবনে, দেখা করে এই পরিকল্পনার কথা জানান সহারা কর্ণধার সুব্রত রায়। এই উদ্যোগকে স্বাগত জানান ক্যামেরন। ব্রিটেনে সহারার ব্যবসার অন্যান্য সুযোগ নিয়েও তাঁদের কথা হয়েছে, জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সে দেশে ব্যবসার সুযোগ খতিয়ে দেখতে একটি ‘থিঙ্ক ট্যাঙ্ক’ তৈরির প্রস্তাবও দেন সুব্রতবাবু। ক্যামেরন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সুব্রতবাবুকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

অ্যামওয়ের ব্যবসা
চলতি ২০১২ সালের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি থেকে মে) পশ্চিমবঙ্গে অ্যামওয়ের ব্যবসা বাড়ল ৪৩%। পাশাপাশি, ২০১১ সালে অ্যামওয়ে ইন্ডিয়া-র ব্যবসা দাঁড়িয়েছে ২২৩০ কোটি টাকা। যা ১৯৯৮-এর তুলনায় ২০ গুণ বেশি। ২০১২ সালে ২,৫০০ কোটি টাকারও বেশি ব্যবসা হবে বলে লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থা। রাজ্য সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তাদের ধারণা। এই লক্ষ্যে ইতিমধ্যেই বাজারে নতুন পণ্য এনেছে অ্যামওয়ে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.