নগদ টাকা, মোবাইল-সহ একটি মোটরবাইক চুরির অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পূর্বস্থলীর ডাঙাপাড়া লিচুবাগান এলাকার ঘটনা। ধৃতদের নাম আবু হাসান শেখ ও জসীমুদ্দিন শেখ। বাড়ি পূর্বস্থলী ২ ব্লকের ফলেয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, জসীমুদ্দিন এলাকার কাষ্ঠশালী নিভাননী উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র। রবিবার এদের কালনা মহকুমা আদালতে তোলা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। শুক্রবার সন্ধ্যায় ওই এলাকা দিয়ে মোটরবাইকে আসছিলেন ইউনিস শেখ নামে এক ব্যক্তি। অভিযোগ, তখনই ধৃত দু’জন-সহ আরও কয়েকজন মিলে তার মাথায় ও শরীরে লাঠির আঘাত করে। পড়ে গিয়ে জখম হন ইউনিস শেখ। তাঁর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও মোটরবাইক নিয়ে পারলায় দুষ্কৃতীরা। পরে স্থানীয়রা তাঁকে নিকটবর্তী পূর্বস্থলী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। শনিবার সকালে ইউনিস শেখ পুলিশের কাছে এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ফলেয়া স্টেশন এলাকায় দুষ্কৃতীদের দু’জন রয়েছে। শনিবার রাতে সেখান থেকেই এই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। এদের কাছ থেকে দুটি পাইপগান ও এক রাউন্ড গুলি পাওয়া গিয়েছে বলেও পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, বেশ কিছু দিন আগে মোটরবাইক পাচারকারী একটি দল এই এলাকায় সক্রিয় ছিল। কিন্তু তাদের ধরে ফেলে পুলিশ। পুলিশের অনুমান, এখন নতুন করে একটি দল আবার সক্রিয় হচ্ছে। যারা কমবয়সী ছেলেদের এই চুরির কাজে লাগাচ্ছে। মহকুমা পুলিশের এক আধিকারিক বলেন, “ধৃতদের কাছ থেকে আরও কয়েকজনের খোঁজ পাওয়া গিয়েছে। তল্লাশি চলছে।”
|
এক রেলকর্মীর বাড়িতে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। পূর্বস্থলীর স্টেশন বাজার এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, অমিত ঠাকুর নামে ওই ব্যক্তি গত তিন দিন বাড়িতে ছিলেন না। রবিবার বিকেলে পূর্বস্থলীর রেল আবাসনের বাড়িতে ফিরে তিনি দেখেন ঘর লন্ডভন্ড। ভাঙচুরেরও চিহ্ন রয়েছে। কয়েক ভরি সোনা, নগদ প্রায় ২০ হাজার টাকা, সাইকেল, হোম থিয়েটার-সহ ঘরের বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। পূর্বস্থলীর স্টেশন ম্যানেজার অবনীভূষণ বালা বলেন, “ঘটনাটা উদ্বেগের। এই আবাসনে অনেক রেলকর্মী থাকেন। দোষীদের দ্রুত ধরার ব্যাপারে পুলিশকে বলা হয়েছে।”
|
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। রবিবার সকালে মন্তেশ্বরের কুসুমগ্রাম বাজারের ঘটনা। মৃতের নাম পবিত্র গুপ্ত (৩৫)। বাড়ি মন্তেশ্বরের সাহাপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কলকাতায় বড়বাজারে একটি দোকানে কাজ করতেন পবিত্রবাবু। প্রতি শনিবার বাড়ি ফেরার পথে মালপত্র এনে স্থানীয় দোকানেও সরবরাহ করতেন। এ দিন এক দোকানে কিছু মালপত্র পৌছে দিয়ে বাড়ি ফেরার পথে একটি দুধ নিয়ে যাওয়া গাড়ি পিছন থেকে ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। |