ধারা পাল্টাচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রের |
আগামী বছর থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রশ্নপত্রের ধরণে কিছুটা পরিবর্তন আনার সিদ্ধান্ত নিল রাজ্য শিক্ষামন্ত্রক। এই বিষয়ে আজ পর্ষদ ও সংসদের সভাপতিদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। বৈঠকে স্থির হয়েছে, আগামী বছর থেকে ৫০ শতাংশ অবজেকটিভ প্রশ্ন থাকবে। তার মধ্যে ৩০ শতাংশ থাকবে মাল্টিপল চয়েস বা এমসিকিউ ধরণের প্রশ্ন। আর বাকী ৫০ শতাংশ থাকবে বিশ্লেষণাত্মক প্রশ্ন। ফলে একই সঙ্গে ছাত্রছাত্রীদের ধারণাভিত্তিক ও বিশ্লেষণাত্মক প্রশ্নের উত্তর করার ক্ষমতা বাড়বে। আজ বৈঠক শেষে উচ্চমাধ্যমিকের সংসদ সভাপতি মুক্তিনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, অন্যান্য বোর্ডের সঙ্গে পাল্লা দিতেই এই সিদ্ধান্ত। দেখা গেছে, সিবিএসই ও আইসিএসই বোর্ডের ছাত্রদের তুলনায় বেঙ্গল বোর্ডের ছাত্র-ছাত্রীরা নম্বরের দিক থেকে পিছিয়ে পড়ছে। ফলে অনেক সময় ভর্তির ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। তাই রাজ্যের অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে তারতম্য কমিয়ে আনার জন্য আইএসসি অথবা সিবিএসই বোর্ডের সঙ্গে বসে নমুনা প্রশ্নপত্র তৈরি করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে উচ্চমাধ্যমিক স্তরে এসে বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীদের ঐ ধরণের প্রশ্নের সঙ্গে পরিচিতি ঘটে। এই প্রশ্নগুলিতে কোনও রকম নেগেটিভ মার্কিং থাকবে না এবং প্রশ্ন এমনভাবে করা হবে যাতে মানের কোনও অবনতি না হয়।
|
জাল লাইসেন্স চক্রে ধৃত পিভিডি অফিসার |
এক পাবলিক ভেহিক্যালসের অফিসারকে আজ বারাসত থেকে গ্রেফতার করল সিআইডি। ধৃতের নাম রঞ্জন সেন। গোয়েন্দা সূত্রে খবর, বহুদিন ধরেই এই অফিসারের বিরুদ্ধে টাকার বিনিময়ে জাল লাইসেন্স বানানোর অভিযোগ আসছিল। তারই ভিত্তিতে তদন্ত শুরু করে গোয়েন্দারা। ওই অফিসারের বিরুদ্ধে ওঠা এই অভিযোগও প্রমাণিত হয়। ধৃতকে তদন্তের স্বার্থে আরও জেরা করা হতে পারে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে গোয়েন্দাদের পক্ষ থেকে। আজ রঞ্জনকে বারাসত আদালতে তোলা হবে।
|
সেন্ট্রালে লাইনে ফাটল, জরুরি ভিত্তিতে মেরামত |
ফের মেট্রো পরিষেবা ব্যাহত শহরে। আজ সকাল ১০.২০ নাগাদ সেন্ট্রাল মেট্রো স্টেশনের ডাউন লাইনে বড়সড় ফাটল ধরা পড়ে। ফাটল চিহ্নিত করেন রেলকর্মীরা। আপাতত দমদম থেকে গিরীশ পার্ক এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত ডাউন ট্রেন চলাচল করছে। সুরক্ষার স্বার্থে গিরীশ পার্ক থেকে ময়দান পর্যন্ত ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। আপ ট্রেন চলাচলে কোনও রকম বিঘ্ন এখনও পর্যন্ত ঘটেনি। তবে কিছু ক্ষণের মধ্যে আপ লাইনে রেকের সংখ্যা কমে যাওয়ার কারণে আপ ট্রেন চলাচলও নিয়ন্ত্রিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মেট্রোর তরফ থেকে প্রথমে জানানো হয়েছিল পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হতে দুপুর গড়িয়ে যেতে পারে। কিন্তু ১১.১৫ নাগাদ মেট্রো রেলের ডিজিএম প্রত্যুষ ঘোষ জানিয়েছেন, ‘‘ফাটল খুব একটা বড় না থাকায় আপাতত সেখানে জরুরি ভিত্তিতে মেরামতের কাজ চলছে। আমরা আশা করছি আগামী ১০ মিনিটের মধ্য মেট্রো চলাচল স্বাভাবিক হবে। তবে ওই বিশেষ জায়গায় মেট্রোর গতি নিয়ন্ত্রণ করে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে চালানো হবে।’’
|
দিঘায় পর্যটকের দেহ উদ্ধার |
আজ সকালে এক পর্যটকের দেহ মিলল দিঘার সমুদ্রে। মৃত পর্যটকের নাম সুরজিত্ পাত্র। তিনি সিঙ্গুরের বলরামপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, গতকাল বিকেলে সুরজিত্ বাবু ও তাঁর এক বন্ধু খনিকা ঘাটে স্নান করতে নেমেছিলেন। তখনই তলিয়ে যান তিনি। সুরজিৎবাবুর বন্ধু পুলিশের কাছে সমগ্র বিষয়টি জানান। গতকাল খোঁজাখুজির পর তাঁর দেহ পাওয়া যায়নি। সকালে সমুদ্রে ঢেউ বেশি থাকার কারণে দেহটি পাওয়া গেছে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যোগাযোগের চেষ্টা করা হচ্ছে সুরজিৎবাবুর বাড়ির লোকদের সঙ্গে।
|
জলপাইগুড়ির চা বাগানে হাতির হানা |
আজ সকালে জলপাইগুড়ির গুড হোপ চা বাগানে একদল হাতি হঠাত্ই ঢুকে পড়ে। এই দলে মোট ১২টি হাতি আছে বলে জানা গেছে। এদের মধ্যে রয়েছে ৯টি শাবক। অন্য দিকে, এই চা বাগানের কিছুটা দূরে চাকলা বস্তিতেও বেশ কিছু হাতি ঢুকে তাণ্ডব চালানোয় চা বাগানের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এই এলাকা দিয়ে এনজিপি-আলিপুরদুয়ারের রেললাইন গেছে এবং দিনে ৩৫-৩৬টি ট্রেন চলাচল করে। তাই বনকর্মীদের আশঙ্কা, রেললাইন পেরোতে গিয়ে হাতির দল দুর্ঘটনার কবলে পড়তে পারে। তাই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে হাতিদের অন্য কোনও সুরক্ষিত পথ দিয়ে তাড়িয়ে নিয়ে যাওয়া যায়।
|