দার্জিলিং থেকে ফেরার পথে বাগডোগরার কাছে বাস উল্টে হাওড়ার উলুবেরিয়ার ৬২ জন জখম হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। জখমদের মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে অবশ্য ৩৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ওয়াকার রাজা বলেন, “কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।” |
জখমদের দেখতে মেডিক্যাল কলেজ হাসপাতালে যান শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য। তিনি বলেন, “জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান, এক্সরে সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসার ক্ষেত্রে কোনও অসুবিধে হবে না।”
গত সোমবার হাওড়ার উলুবেরিয়া থেকে ৬২ জনের একটি পর্যটক দল দার্জিলিংয়ে ঘুরতে যান। এ দিন দার্জিলিং থেকে তাঁরা শিলিগুড়িতে আসেন। বিকেলে শিলিগুড়ি থেকে বাসটি হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়। বাগডোগরার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। গাড়িটিকে রাস্তার পাশে পড়ে যেতে দেখে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে নামেন। ঘটনাস্থল থেকে সামান্য দূরেই থানা। সেখান থেকে পুলিশ কর্মীরা ছুটে যান। ৬২ জন যাত্রীকেই বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সবাইকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২৭ জনের মাথায়, পায়ে এবং শরীরের বিভিন্ন চোট গুরুতর হওয়ায় তাঁদের ভর্তি করানো হয়। গাড়িটিকে আটক করেছে পুলিশ। |