নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
অলিম্পিক যত এগিয়ে আসছে, ততই নিজের ফর্মের চুড়োর দিকে এগোচ্ছেন সাইনা নেহওয়াল। ২০১২-র প্রথম পাঁচ মাসে শুধু সুইস ওপেন জয়ী বিশ্বের পাঁচ নম্বর ভারতীয় ব্যাডমিন্টন-কন্যা শেষ পনেরো দিনের মধ্যে তাইল্যান্ড ওপেন জেতার পর ইন্দোনেশিয়া সুপার সিরিজের ফাইনালে। তবে পুরুষ সেমিফাইনালে পি কাশ্যপ হেরে গিয়েছেন। সাইনা আজ সেমিফাইনালে কোরিয়ার হুয়ান সাং-কে স্ট্রেট গেমে হারালেন। ২২-২০, ২১-১৮। রবিবার ফাইনালে সাইনা বিশ্ব ব্যাডমিন্টনে তাঁর সবচেয়ে বড় প্রতিপক্ষ দেশ চিনের এক মেয়ের সামনে ফের এক বার। তিনি জুরুই লি এ দিন অন্য সেমিফাইনালে স্বদেশীয় শীর্ষ বাছাই ইয়ান ওয়াং-কে হারিয়ে সাইনার আগেই বিপদ সঙ্কেত দিয়ে রাখলেন। |
ফাইনালে ওঠার পথে সাইনা। শনিবার ইন্দোনেশিয়ায়। ছবি: এপি |
তা সত্ত্বেও ফাইনালে ভারতীয় মেয়েই ফেভারিট। যেহেতু ইন্দোনেশিয়া সুপার সিরিজ সাইনার পয়মন্ত টুর্নামেন্ট। এ বার নিয়ে টানা চার বার বছর বাইশের হায়দরাবাদি এই টুর্নামেন্টের ফাইনালে উঠলেন। ২০০৯ ও ২০১০-এর চ্যাম্পিয়ন সাইনার ইন্দোনেশিয়া ওপেনই হল জীবনের প্রথম সুপার সিরিজ খেতাব। তিন বছর আগে যা জেতার পরেই তিনি বিশ্ব ব্যাডমিন্টনে মহাতারকার মর্যাদা পেতে শুরু করেন। আবার এ বারের ফাইনালের প্রতিপক্ষ পরিসংখ্যানের দিক দিয়ে সাইনার কাছে যথেষ্ট বিপজ্জনক। পাঁচ বার লি-র সঙ্গে খেলে মাত্র এক বার সাইনা জিতেছেন। রবিবার দেখার, নিজের পয়মন্ত টুর্নামেন্টে সাইনা লি-এর গাঁট পেরোতে পারেন কি না। তা হলে লন্ডন অলিম্পিকে সাইনাকে ঘিরে পদকের আশা আরও বাড়বে ভারতীয় ক্রীড়ামহলের। |