এক ঝলকে...
পৃথিবী
দামাস্কাস বেজিং কায়রো ইয়াঙ্গন ডেনভার
• গত মার্চ থেকে এ পর্যন্ত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে সিরিয়ায় অন্তত দশ হাজার মানুষের মৃত্যু হয়েছে। রাষ্ট্রপুঞ্জ ও আরব লিগের উদ্যোগে মাসখানেক যুদ্ধবিরতি হয়। কিন্তু গত দশ দিনে হোমস সহ বিভিন্ন এলাকায় ব্যাপক লড়াই, বহু মানুষ নিহত, শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করায় প্রচুর শিশুরও মৃত্যু (ছবিতে কফিনের সারি)। আমেরিকা বলছে, মস্কো এখনও আসাদকে মদত দিচ্ছে। রাশিয়া বলছে, সিরিয়ায় সরকার পরিবর্তনে তারা শরিক হবে না। সুতরাং অন্তহীন গৃহযুদ্ধ।

• মিশরে প্রেসিডেন্ট নির্বাচন হল শনিবার। উৎখাত প্রেসিডেন্ট হোসনি মুবারকের উত্তরসূরি কে হবেন? দুই প্রতিদ্বন্দ্বী মুসলিম ব্রাদারহুড-এর প্রার্থী মহম্মদ মোরসি বনাম মুবারকের সঙ্গী আহমেদ শফিক। যিনিই জিতুন, গত বছরের বিপ্লবীদের অধিকাংশই ভগ্নহৃদয় হবেন, কেননা এক জন মুসলিম মৌলবাদী এবং অন্য জন মুবারকের মতোই কতৃর্ত্ববাদী। নাগরিক স্বাধীনতায় বিশ্বাস রাখেন না।

• মায়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে, বাংলাদেশ সীমান্ত এলাকায়, বৌদ্ধ জনগোষ্ঠী এবং রোহিঙ্গা মুসলিমদের তীব্র সংঘর্ষ। অনেক বছর পর এত রক্তাক্ত দাঙ্গা সে দেশে। হাজার হাজার মানুষ গৃহহারা।

• আমেরিকার দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল। কলোরাডো ও নিউ মেক্সিকো প্রদেশ দুটি বিশেষ ক্ষতিগ্রস্ত। আকাশ থেকে জল ঢালা সত্ত্বেও প্রভূত ক্ষয়ক্ষতি।

• মহাকাশে প্রথম মহিলা নভশ্চারীকে পাঠাল চিন, শনিবার। লিউ ইয়াং বিমান বাহিনীতে মালবাহী প্লেন চালান। এক বার তাঁর প্লেন মাঝ আকাশে পাখির ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়লেও রীতিমত দক্ষতার সঙ্গে সেটিকে অবতরণ করান লিউ। তার পরই তাঁর মহাকাশ-যাত্রার ডাক। এক সন্তানের মা লিউ যথেষ্ট আশাবাদী, তাঁদের মিশন সফল হবেই।
আথেন্স
অ্যালেক্সিস সিপ্রাস (ছবি) গ্রিসের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, সে সম্ভাবনা কতটা? আজই দেশ জুড়ে এই প্রশ্নের উত্তর ব্যালট বাক্সে জমা হচ্ছে। মে মাসের গোড়ায় অনুষ্ঠিত নির্বাচনে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দ্বিতীয় দফা নির্বাচনের ব্যবস্থা করতেই হয়েছে। যে প্রশ্নদুটিকে কেন্দ্র করে গ্রিসের রাজনীতি আবর্তিত হচ্ছে, তা হল এক, গ্রিস তার দেনা শোধ করবে কি না; দুই, গ্রিস আদৌ ইউরো অঞ্চলে থাকবে কি না। নিউ ডেমোক্র্যাটরা ঋণ শোধের পক্ষে, সিপ্রাসের সিরিজা পার্টি ঋণ শোধে নারাজ। বাকি দলগুলো বহুমত, তবে কমিউনিস্ট পার্টি ছাড়া আর কেউই ইউরো অঞ্চল ছাড়তে চায় না। কিন্তু, ঋণ শোধ না করে ইউরোয় টেকা কার্যত অসম্ভব। আবার গ্রিস ঋণ না মেটালে গোটা দুনিয়ার অর্থনীতি বিপাকে পড়বে।
টিউনিস
বিদ্রোহ দমনে ব্যর্থ হয়ে টিউনিসিয়ার স্বৈরতন্ত্রী প্রেসিডেন্ট জিনে আল-আবিদিন বেন-আলি (ছবি) সৌদি আরবে আশ্রয় নেন গত বছর জানুয়ারিতেই। নয়া জমানায় বিচার চলছিল তাঁর। তাঁর নির্দেশে পুলিশ তেইশ জন প্রতিবাদীকে গুলি করে মারে, অভিযোগ। গত সপ্তাহে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়েছে। আশ্রয়দাতা সৌদি আরব সরকার অবশ্য জানিয়েছে, বেন আলির প্রত্যর্পণ নিয়ে কোনও আলোচনাতেই রাজি নয়। টিউনিসিয়ার শাসকরাও নাকি তাঁকে ফেরত পেতে খুব উৎসাহী নন। তাঁদের আশঙ্কা, প্রাক্তন রাষ্ট্রনেতাকে কেন্দ্র করে যদি আবার পাল্টা বিদ্রোহ দানা বেঁধে ওঠে?
কলম্বো
গত মাসে জেল থেকে ছাড়া পেয়েছেন শ্রীলঙ্কার ভূতপূর্ব সেনাধ্যক্ষ, এবং প্রেসিডেন্ট মহেন্দ্র রাজাপক্ষের প্রতিদ্বন্দ্বী সরথ ফনসেকা। কিন্তু সাত বছর ভোটে দাঁড়াতে পারবেন না, এই শর্তেই তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। তার মানে কি রাজনৈতিক সন্ন্যাস? দূর অস্ৎ! ফনসেকা সম্পূর্ণ অন্য ধাতুতে গড়া। গত সপ্তাহে তিনি ঘোষণা করেছেন, বিরোধী রাজনীতিকদের সঙ্গে জোট বেঁধে রাজাপক্ষের সরকারকে উৎখাত করাই তাঁর কাজ, কারণ এই সরকার দুরাচারী, দেশে দুরাচারের প্রকোপ কমাতে চাইলে আগে সরকারকে তাড়াতে হবে। এই ঘোষণার পরেও তাঁকে কত দিন জেলের বাইরে রাখা হবে, সেটাই প্রশ্ন।

ওয়াশিংটন ডি সি
টিভি-র পর্দায় প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ-এর কাটা মুণ্ডু! ‘গেম অব থ্রোনস’ নামে টিভি সিরিজের সাজানো কাণ্ড। গত বছর সম্প্রসারিত একটি পর্বে এক সেকেন্ডের জন্য দেখানো হয়োছিল। তাতেই সে দেশে হইহই। চ্যানেল কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে জানিয়েছে, এর সঙ্গে প্রেসিডেন্ট বুশের কোনও সম্পর্ক নেই। অনুষ্ঠানটির জন্য প্রচুর দেহাংশ প্রয়োজন। পাইকারি হিসাবে ভাড়া নেওয়া হয়। সে রকম ভাড়া নেওয়া একটা মাথার সঙ্গে বুশের মিলের ফলেই এই কাণ্ড।

শেষ পাত
লন্ডনের এক পাবে খেতে গিয়েছিলেন এক দম্পতি, তাঁদের আট বছরের মেয়েকে নিয়ে। খাওয়া শেষ করে স্বামী-স্ত্রী গল্প করতে করতে বাড়ি চলে গেলেন। তার পর খেয়াল হল, আরে! মেয়েটাকে তো ফেলে এসেছি! ঘটনাটি পারিবারিক হাসির গল্প হয়েই থাকত, যদি না বাচ্চার বাবার নাম হত ডেভিড ক্যামেরন। হ্যাঁ, ব্রিটেনের প্রধানমন্ত্রীই এই কাণ্ড ঘটিয়েছেন। স্বভাবতই দেশ জুড়ে তোলপাড়। দুষ্টু লোকে বলছে, ব্রিটেনের অর্থনীতিকে বাঁচাবে কে। যে দেশের প্রধানমন্ত্রী তিন অবধিই গুনতে জানেন না, তাঁর হাতেই অর্থনীতির রাশ! যাকে বলে, কাকে দিয়েছে রাজার পার্ট! আক্ষরিক অর্থেই।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.