রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায়কে সমর্থনের ব্যাপারে আগামী ২১ জুন দিল্লিতে সিপিএমের পলিটব্যুরোর বৈঠক বসছে। সেখানেই ওই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রণববাবুকে সমর্থনের ব্যাপারে বামেরা এখনও কিছুটা দোলাচলে। যদিও সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য নেতৃত্ব দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাটকে জানিয়ে দিয়েছেন, প্রণববাবুর প্রতি তাঁদের পূর্ণ সমর্থন আছে।
পলিটব্যুরো বৈঠকের কথা আনুষ্ঠানিক ভাবে না-বললেও শনিবার আলিমুদ্দিনে সিপিএমের
রাজ্য সম্পাদক বিমান বসু বলেন, “আমরা বলেছিলাম আগে ইউপিএ তাদের প্রার্থীর নাম ঘোষণা করুক। তারপর আমরা তা নিয়ে আলোচনা করব। ইউপিএ প্রণববাবুর নাম ঘোষণা করেছে। ২১ জুন দিল্লিতে সিপিএম নেতৃত্ব নিজেদের মধ্যে বৈঠকে বসবে। তারপর চার বাম দলের বৈঠক হবে। সেখানেই আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।” বিমানবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন এবং সূর্যকান্ত মিশ্র বাংলা থেকে এই চার পলিটব্যুরোর সদস্যই প্রণববাবুকে সমর্থনের পক্ষে।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নাম না-করেও তৃণমূলকে ‘কটাক্ষ’ করে বিমানবাবু বলেন, “ইউপিএ কোনও প্রার্থীকে জেতানোর ব্যবস্থা করতে পারে। এনডিএ-ও কোনও প্রার্থীকে জেতানোর চেষ্টা করতে পারে। ইউপিএ প্রণববাবুর নাম প্রস্তাব করেছে। এনডিএ-র কিছু শরিক তাঁকে সমর্থন করার কথা বলছে। ইউপিএ-র বাইরের কিছু দলও তাঁকে সমর্থন করছে। অথচ, ইউপিএ-র এক শরিক অন্য একজনের নাম প্রস্তাব করছে। এ এক অদ্ভুত পরিস্থিতি!” বিমানবাবুর কথায় স্পষ্ট, পলিটব্যুরোয় বাংলার প্রতিনিধিরা প্রণববাবুর পক্ষেই মতামত দেবেন। বুদ্ধবাবু আগেই প্রণববাবুকে সমর্থনের ব্যাপারে তাঁর বক্তব্য কারাটকে জানিয়ে রেখেছেন। |