টুকরো খবর
জঙ্গি ডেরা থেকে উদ্ধার অপহৃত, গ্রেফতার পাঁচ
হাফলং শহর থেকে অপহৃত বেসরকারি একটি সংস্থার ম্যানেজার নিরঞ্জন মালাকারকে কাল রাতে অপহরণকারীদের ডেরা থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অপহরণকাণ্ডে জড়িত আরও চারজনের সন্ধান করছে সেনা ও পুলিশ। নিরঞ্জনবাবু হাফলং শহরে গাড়ির যন্ত্রাংশ বিক্রির একটি প্রতিষ্ঠানের ম্যনেজার-পদে কর্মরত।ডিমা হাসাও জেলার অতিরিক্ত পুলিস সুপার এস এস পানিসর জানান, বৃহস্পতিবার অপহৃত ওই ব্যক্তিকে কাল রাতে বাগেটার লোদিবস্তির একটি ঘরে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেন সেনা ও পুলিশকর্মীরা। পানিসরের দাবি, অপহরণকারীরা মার ও নাগা জনগোষ্ঠীর। সংঘর্ষবিরতি মেনে চলা মার পিপলস কনভেনশন (ডেমোক্রাটিক)-এর দলছুট একটি গোষ্ঠী কিছু নাগা তরুণের সঙ্গে হাত মিলিয়ে ওই অপহরণ ঘটায়। এরা মার ও নাগা গোষ্ঠীর হলেও নিজেদের পরিচয় দিচ্ছে ডিএনআরএফ নামে এক নয়া জঙ্গি সংগঠনের সদস্য হিসাবে।

বৃষ্টি-ধসে বিচ্ছিন্ন দিবাং উপত্যকা
বৃষ্টি ও ধসের জেরে গত তিন দিন ধরে বাকি রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে অরুণাচল প্রদেশের আনিনি। দিবাং-এর জেলা সদর আনিনি। কেবল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াই নয়, আনিনিতে বিদ্যুৎ সংযোগ ও টেলিফোন সংযোগও নেই। দিবাং-এর জেলাশাসক আবু তায়েং জানান, এন্ডোলিন নালার কাছে ধস নেমে সড়কপথ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। টানা বৃষ্টির ফলে ধস সরিয়ে রাস্তা সারানোর কাজও করা যাচ্ছে না। এ দিকে, বিদ্যুৎ সংযোগকারী তার ছিঁড়ে যাওয়ায় গোটা আনিন বিকেলের পর থেকে অন্ধকারে ডুবে যাচ্ছে। আগামী দু’দিনের মধ্যে রাস্তা চালু না হলে দিবাং উপত্যকায় খাদ্য সংকট দেখা দেবে বলে প্রশাসনের আশঙ্কা।

বিমানবন্দরে অসুস্থ হয়ে যাত্রীর মৃত্যু
গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দরে আজ বেলা দেড়টা নাগাদ এক যাত্রীর মৃত্যু হল। পুলিশ এবং বিমানবন্দর সূত্রে খবর, ইম্ফল থেকে গুয়াহাটি বিমানবন্দরে আসেন ব্যবসায়ী নরেন্দ্রকুমার সাহা। ২টো ৪৫ মিনিটের মুম্বইগামী স্পাইস জেটের বিমানে তাঁর ওঠার কথা ছিল। কিন্তু বিমানবন্দরের লাউঞ্জেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সংজ্ঞা হারান। চিকিৎসা করার চেষ্টা করলেও লাভ হয়নি। আজারা হাসপাতালে নিয়ে গেলে নরেন্দ্রবাবুকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের ধারণা, সম্ভবত রক্তচাপ জনিত কারণেই হৃদযন্ত্র বিকল হয়ে নরেন্দ্রবাবুর মৃত্যু হয়েছে।

মণিপুরে বিস্ফোরণের চেষ্টা করল জঙ্গিরা
যাত্রীবাহী গাড়িতে আগুন লাগানোর পাশাপাশি মণিপুরের বিষ্ণুপুর জেলার দু’টি বাড়িতে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করল জঙ্গিরা। পুলিশ জানায়, গত কাল বিকেলে ফুবালামাখা লেইকাই এলাকায় একটি গাড়ি থেকে চালক ও যাত্রীদের নামিয়ে কেসিপি জঙ্গিরা আগুন লাগিয়ে দেয়। পাশাপাশি, ওই এলাকার হাওরুংবাম রোমেও নামে এক ব্যক্তির বাড়িতে বোমা রেখে দেওয়া হয়। মোইরাং ফিউয়াংবাম লেইকাই এলাকায় নগাংবাম রঞ্জন নামে এক ব্যক্তির বাড়িতে রাখা অটোর মধ্যেও গ্রেনেড রাখে তারা। তবে সেগুলি ফাটেনি। পুলিশ বোমা ও গ্রেনেড উদ্ধার করে। তার পরে তা নিষ্ক্রিয় করা হয়।

কাজে ফিরলেন দয়া নাইক
সাড়ে ছ’বছর পরে কাজে যোগ দিলেন মুম্বই পুলিশের বিতর্কিত ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ দয়া নাইক। আজ সশস্ত্র পুলিশের একটি দফতরে যোগ দেন তিনি। মুম্বই পুলিশের দক্ষ কর্মী হিসেবে পরিচিত ছিলেন নাইক। অপরাধ জগতের বিরুদ্ধে বহু দুঃসাহসিক অভিযানে যোগ দিয়েছিলেন তিনি। পরে নানা বিতর্কে জড়িয়ে পড়েন। বেআইনি সম্পত্তির একটি মামলায় জড়ানোয় সাসপেন্ড হন তিনি। প্রমাণের অভাবে সেই মামলা থেকে মুক্তি পেয়েছেন। মুম্বই পুলিশের বক্তব্য, এখন তাঁর বিরুদ্ধে কোনও মামলা নেই। ফলে কাজে যোগ দিতেও বাধা নেই।

চরে আটকাল লঞ্চ
চরে আটকে গেল লঞ্চ। ঘটনাটি ঘটেছে অসমের বিলাসিপাড়ার হাতিপোতা এলাকায়। পুলিশ জানায়, প্রায় ৮০ জন যাত্রী নিয়ে লঞ্চটি আসছিল। পাড়ের কাছাকাছি এসে লঞ্চটির তলদেশ চড়ায় আটকে যায়। স্থানীয় বাসিন্দারাই মহিলা ও শিশুসহ ৮০ জন যাত্রীকে উদ্ধার করেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.