জামিনে মুক্তি পেল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনায় ধৃত পাঁচ ছাত্র। শনিবার শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় বিচারকের এজলাসে তাদের হাজির করানো হয়। সরকারি আইনজীবী সোমা বিশ্বাস জামিনের বিরোধিতা করলেও তা খারিজ হয়ে যায়। গত ১২ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং তাঁর সচিবের ঘরে এবং কনফারেন্স রুমে হামলা চালায় তৃণমূল ছাত্র পরিষদের এক দল সমর্থক। ভেঙে ফেলা হয় কাচের দরজা, মাইক্রোফোন, সিসিটিভি-ও। বাধা দিতে গিয়ে প্রহৃত হন কর্মীরাও। ওই ঘটনার পরই টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অলিউর মণ্ডল এবং আসিকুর রহমান, ধীমান শীল, শশীভানু সরকার ও রাজা সাহা নামে আরও চার ছাত্রকে গ্রেফতার করে সিঁথি থানার পুলিশ। ১৩ জুন তাদের আদালতে হাজির করানো হলে বিচারক শনিবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
অভিযুক্ত পক্ষের আইনজীবী শেখ দৌলত এ দিন বলেন, “অভিযুক্তেরা পুলিশি হেফাজতে থাকার পরেও তদন্তের কোনও অগ্রগতি হয়নি। আমি এ বিষয়টি বিচারকের নজরে এনেছিলাম।” পুলিশ অবশ্য এ দিন অভিযুক্তদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানায়নি। ডিসি (নর্থ) গৌরব শর্মা অবশ্য এ বিষয়ে সরাসরি জবাব এড়িয়ে গিয়েছেন। তাঁর কথায়, “আদালতে কী হয়েছে, সে বিষয়ে মন্তব্য করব না। তদন্তের বিষয়েও এখনই কিছু জানানো যাবে না।” |