শিক্ষার প্রসারের জন্য বেসরকারি বিনিয়োগের দরজা খুলে দেওয়ার সময় এসেছে বলে মনে করছে রাজ্য সরকার। শনিবার শিক্ষামেলা ‘এডুকোয়েস্ট’-এর উদ্বোধন করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “এ রাজ্যের একটা বৌদ্ধিক এবং শিক্ষার পরম্পরা আছে। সেই পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এমন বেসরকারি বিনিয়োগকারীদের শিক্ষাজগতের সঙ্গে যুক্ত করা গেলে রাজ্যের শিক্ষাক্ষেত্রের উন্নতি হবে। তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া যাবে।”
এ দিন তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্ধারিত জমি নীতি মেনে যদি কেউ রাজ্যের শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করতে চান, তাঁকে স্বাগত জানানো হবে। কিন্তু রাজ্যের ঐতিহ্য বজায় রাখার দিকে খেয়াল রাখতে হবে ওই বিনিয়োগকারীকে। |
কিছু দিন আগে একটি অনুষ্ঠানে ব্রাত্যবাবু জানিয়েছিলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য রাজ্যের দরজা খুলে দিতে চায় সরকার। এ দিনও ফের সে কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল তৈরির কাজ চলছে। রাজ্যের জমি নীতির সঙ্গে সঙ্গতি রেখেই এই কাজ হচ্ছে।” তবে শুধু সরকারের নীতি বদলালেই হবে না, এ জন্য সকলেরই মানসিকতায় পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন ব্রাত্যবাবু। |
তিন দিনের ওই শিক্ষামেলা এ দিন শুরু হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এই মেলা থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং প্রযুক্তির বিভিন্ন শাখায় পড়াশোনার ব্যাপারে তথ্য সংগ্রহ করতে পারেন ছাত্রছাত্রীরা। মেলায় যোগ দিয়েছে গোটা দেশের অনেকগুলি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা। শিক্ষার ব্যাপারে নিজেদের ভাবনাচিন্তা আদানপ্রদানের জন্য বিভিন্ন ক্ষেত্রের মানুষের কাছে এই মেলা যথেষ্ট সহায়ক বলে মনে করেন শিক্ষামন্ত্রী। |