এ বার সংস্থার বিরুদ্ধে আনা সমস্ত মামলা এক আদালতের অধীনে আনার অনুরোধ জানাতে চলেছে ফেসবুক। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক ও তার কর্ণধার মার্ক জুকেরবার্গ এবং সংস্থার শেয়ার ছাড়ার সঙ্গে যুক্ত ব্যাঙ্কগুলির বিরুদ্ধে প্রায় ৩০টি মামলা করেছেন শেয়ারহোল্ডাররা। মূলত ক্যালিফোর্নিয়া এবং ম্যানহাটনের জেলা আদালতে এই মামলাগুলি করা হয়েছে। এ বার সেই সমস্ত মামলা ম্যানহাটনেরই জেলা আদালতে অধীনে আনতে অনুরোধ জানাবে ফেসবুক এবং মর্গান স্ট্যানলি ও অন্যান্য ব্যাঙ্ক। পাশাপাশি, ফেসবুকের শেয়ার বাজারে ছাড়ার দিন যান্ত্রিক ত্রুটির কারণে ফেসবুক ও লগ্নিকারী সংস্থাগুলির যে ক্ষতি হয়েছে, তার জন্য ন্যাসডাকের বিরুদ্ধেও তারা অভিযোগ জানাতে পারে বলে খবর। এই আবেদন জানানো হলে, এই প্রথম সংস্থার বিরুদ্ধে হওয়া মামলাগুলি নিয়ে সবার সামনে মুখ খুলবে ফেসবুক।
গত ১৮ মে ফেসবুকের শেয়ার বাজারে আসার আগে সংস্থার চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক এবং পুরো অর্থবর্ষের ফলের পূর্বাভাস কমিয়েছিল মর্গান স্ট্যানলি ও অন্যান্য ব্যাঙ্ক। কিন্তু সংস্থার ঘনিষ্ঠ কিছু বড় সংস্থা বা শেয়ারহোল্ডার ছাড়া, সাধারণ মানুষের কাছে থেকে সেই তথ্য লুকিয়ে রাখা হয়েছিল। শেয়ার বাজারে আসার পর থেকে তার দর পড়েছে প্রায় ২৫%। এর ফলে হওয়া ক্ষতির জন্য সংস্থাকেই দায়ী করেছেন তাঁরা।
অন্য দিকে, শেয়ার বাজারে আসার দিন যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দেড় ঘন্টা লেনদেন বা তার জন্য আবেদন করা যায়নি। প্রবল চাহিদার মখে ভেঙে পড়ে ন্যাসডাকের ওয়েবসাইটটিও। ফলে ইন্টারনেটের মাধ্যমেও শেয়ার কিনতে পারেননি অনেক লগ্নিকারীই। এর পরই সিটিগ্রুপ, নাইট ক্যাপিটাল-সহ বিভিন্ন সংস্থা ক্ষতিপূরণের দাবি জানায়। যার কিছুটা হলেও পুষিয়ে দিতে রাজি হয়েছে ন্যাসডাক। ফেসবুকের শেয়ার ছাড়া নিয়ে মার্কিন স্টক এক্সচেঞ্জের গতিবিধির দিকে নজর রাখছে বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-ও। সংশ্লিষ্ট সূত্রে খবর, মার্কিন সেনেট ব্যাঙ্কিং কমিটি এবং হাউজ ফিনান্সিয়াল সার্ভিস কমিটি আলাদা ভাবে তদন্তের জন্য ফেসবুক-সহ শেয়ার ছাড়ার সঙ্গে যুক্ত ব্যাঙ্কগুলি এবং বাজার নিয়ন্ত্রক সংস্থার বক্তব্যও চেয়ে পাঠিয়েছে। |