বাজার বাড়াতে পরিকল্পনা রেমন্ডের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দেশে বিক্রি বাড়ানোর জন্য বড় মাপের পরিকল্পনা হাতে নিয়েছে রেমন্ড। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে স্যুটিং এবং সার্টিং-এর কাপড় তৈরির অগ্রণী সংস্থাটি চলতি অর্থবর্ষের মধ্যেই সমস্ত রাজ্যে বিপণন কেন্দ্র চালু করতে চলেছে বলে জানান রেমন্ডের টেক্সটাইলস বিভাগের প্রেসিডেন্ট অনিরুদ্ধ দেশমুখ। জামা এবং ট্রাউজার তৈরির দক্ষ কারিগর প্রশিক্ষণেও উদ্যোগী হয়েছে সংস্থা। ভাইস প্রেসিডেন্ট রাম ভাটনগর বলেন, “বিহারে ‘রেমন্ড টেলারিং অ্যকাডেমি’ শীর্ষক একটি প্রশিক্ষণ কেন্দ্র ইতিমধ্যেই চালু করেছি। সেখানে ৬ মাসের টেলারিং কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আরও বেশ কিছু রাজ্যে ওই ধরনের কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে।”বর্তমানে সারা দেশে ১১,৫০০টি মাল্টি ব্র্যান্ড বিপণন কেন্দ্র চালু আছে রেমন্ডের। ৬ বছরের মধ্যে ৬০ হাজার কেন্দ্র চালুর পরিকল্পনা আছে বলে জানান দেশমুখ। ওই সব কেন্দ্রের মাধ্যমে প্রধানত রেমন্ডের ‘মেকার্স’ ব্র্যান্ডের সার্টিং এবং স্যুটিংয়ের কাপড়ই বিক্রি করা হবে। তুলনামুলক ভাবে কম দামের কাপড় বিপণনে মেকার্স ব্র্যান্ড-নামটি ব্যবহার করাই তাঁদের লক্ষ্য বলে জানান দেশমুখ। এ দিকে মেকার্স ব্র্যান্ড-নামের কাপড় বিক্রি করবে এমন দোকান মালিক এবং তাঁদের কর্মীদের জন্য দুর্ঘটনা বিমা চালু করেছে রেমন্ড।
|
ভিন্ দেশের সঙ্গে খাদ্য, পর্যটন উৎসব নভেম্বরে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
লাতিন আমেরিকার দেশগুলির সঙ্গে এ বার যৌথ ভাবে পর্যটন ও খাদ্য উৎসব করবে রাজ্য সরকার। আগামী নভেম্বরে কলকাতায় এই উৎসব হওয়ার কথা। শনিবার দক্ষিণ আমেরিকার ৯টি দেশের প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্থমন্ত্রী অমিত মিত্র। বৈঠকের পরে মুখ্যমন্ত্রী বলেন, “ওঁদের অনুরোধ করেছি, উৎসব চলাকালীন আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ের মতো লাতিন আমেরিকার ফুটবল দলগুলিকে নিয়ে এখানে প্রদর্শনী ম্যাচের আয়োজন করতে।” রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে এ দিন মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ৯টি দেশের প্রতিনিধিরা। দলে ছিলেন ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে, পেরু, পানামা, কোস্টারিকা, এল সালভাদর, চিলি, ইকুয়েডরের রাষ্ট্রদূতেরা। মমতা জানান, ওই প্রতিনিধিরা পশ্চিমবঙ্গে পর্যটন, খাদ্য প্রক্রিয়াকরণ, খনি, তথ্যপ্রযুক্তি-সহ কয়েকটি ক্ষেত্রে বিনিয়োগে উৎসাহী। ভিন্ দেশি প্রতিনিধিরা জানান, এ রাজ্যের সঙ্গে আর্থিক এবং সাংস্কৃতিক সম্পর্ক মজবুত করতে আগামী ২ নভেম্বর থেকে দশ দিনের উৎসবের আয়োজন করা হচ্ছে।
|
দেশের তীর্থস্থানগুলিতে বিপুল ব্যবসায়িক সম্ভাবনার টানে হোটেল শিল্পে পা রাখছে নয়া সংস্থা ডাইউইক। সংস্থার কর্তা দেবাশিস ঘোষাল জানান, তীর্থস্থানগুলিতে বাৎসরিক ১৫ শতাংশ হারে বাড়ছে পর্যটকের সংখ্যা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই রয়েছে পরিকাঠামোর অভাব। যার মধ্যে অন্যতম হল ভাল হোটেলের সংখ্যা। চাহিদা ও জোগানের এই ফারাকের দিকে নজর রেখেই প্রথম দফায় রামেশ্বরম, বারাণসী, দ্বারকা, তিরুপতি ও কাটরায় হোটেল তৈরি করবে সংস্থা। সব মিলিয়ে বিনিয়োগের পরিমাণ ১৮০ কোটি টাকা। আগামী ৩০ মাসে হোটেলগুলি চালু হয়ে যাবে বলে দেবাশিসবাবুর দাবি। পরবর্তী দু’বছরে আরও ১৫টি তীর্থস্থানে হোটেল তৈরি করবে সংস্থা। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের তারাপীঠ।
|
চলতি অর্থবর্ষের প্রথম দু’মাসে (এপ্রিল-মে) পণ্য পরিবহণ বাড়াল পূর্ব রেল। গত বছরের থেকে তা ১৪.১৯% বেড়ে হয়েছে ১.০৬ কোটি টন। কয়লা পরিবহণ বাড়ার (১৮.৮১%) হাত ধরেই এই বৃদ্ধি বলে জানিয়েছে তারা। পণ্য পরিবহণে মোট আয় বেড়েছে প্রায় ৩৫%। দাঁড়িয়েছে ৭৯৪.০২ কোটি টাকায়। যাত্রী পরিবহণ থেকে আয় ২৪৯.৯৩ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ২৬৮.৯৫ কোটি। যাত্রী সংখ্যাও প্রায় ২০ কোটি ছুঁয়েছে। সব মিলিয়ে দু’মাসে পূর্ব রেলের মোট আয় হয়েছে ১,১০১.৮১ কোটি টাকা। আগের বছরের থেকে যা ২৬.১৪% বেশি।
|
কেন্টাকি ফ্রায়েড চিকেন বা কেএফসি-র জন্মদাতা কর্নেল হারল্যান্ড স্যান্ডার্স-এর আত্মজীবনী, ‘দ্য অটোবায়োগ্রাফি অফ দ্য অরিজিনাল সেলিব্রিটি শেফ’ প্রকাশ করল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। ১৯৬৬-তে লেখা স্যান্ডার্সের আত্মজীবনীর খসড়া ৪০ বছর পর আচমকাই আবিষ্কৃত হয়েছে। তাঁর নিজস্ব ৩৩টি খাবার তৈরির প্রণালী-সমেত ওই লেখাটি বইয়ের আকারে শুধু ফেসবুকেই পাওয়া যাচ্ছে। সাইটটি-র কেএফসি পেজ (http://www.facebook.com/KFCinIndia) থেকে যে কেউ বিনামূল্যে সম্পূর্ণ বইটি ডাউনলোড করতে পারবেন।
|
গত অর্থবর্ষে বিদ্যুৎ উৎপাদন মাত্র ২% বাড়াল সিইএসসি। সংস্থা জানিয়েছে, চাহিদা কমার কারণেই সামান্য বেড়েছে উৎপাদন। তবে এই সময়ে সংস্থার নিট বিক্রি ১২% বেড়ে হয়েছে ৪,৬০৫ কোটি টাকা। আর নিট মুনাফাও ১৩.৫% বেড়ে দাঁড়িয়েছে ৫৫৪ কোটি টাকায়। দেশে কয়লার চড়া দাম এবং তা পরিবহণের মাসুল বাড়ায় বেড়েছে জ্বালানি খাতে খরচও।
|
বাড়িতে ব্যবহারের জন্য নতুন জলশোধক আনল এম আই হেলথকেয়ার প্রোডাক্টস। সংস্থার দাবি, বিশেষ প্রযুক্তিতে তৈরি এই পরিশোধকগুলিতে ১০ লিটার জল ধরে। এগুলি সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে কাজ করে। সংস্থার দাবি, গ্রাহক সুবিধার্থে বিনামূল্যে ৩ বার পরিষেবা মিলবে।
|
• রমেশ রামনাথন মাইন্ড ট্রি-র পর্ষদে স্বাধীন ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন।
• রবি শঙ্কর সংস্থাটির এগ্জিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ পিপ্ল অফিসার হয়েছেন।
• গ্রেগ ব্লাউন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ইউএস স্ট্র্যাটেজিক অ্যাকাউন্টস বিভাগের প্রধান হয়েছেন। |