টুকরো খবর
ত্রিপল নিয়ে বিবাদ রতুয়ায়
ব্লকের বিলি করা ত্রাণের ত্রিপলকে কেন্দ্র করে বিবাদে জড়াল কংগ্রেস ও তৃণমূল। ওই বিবাদে জড়িয়েছে আরএসপিও। মালদহের রতুয়া-১ ব্লক অফিসের সামনে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে। কংগ্রেসিরা ত্রিপল পাচার করছে বলে তৃণমূল সমর্থকেরা হইচই শুরু করায় ওই বিবাদ বাধে। বিবাদের সময় এক তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠছে কংগ্রেস ও আরএসপির বিরুদ্ধে। শুক্রবার দুপুরে ৪ কংগ্রেস ও ৩ জন আরএসপি সমর্থকের বিরুদ্ধে তৃণমূলের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়। তৃণমূলের অভিযোগ, জখম নেতা মোজাফ্ফর হোসেন রতুয়া-১ অঞ্চল কমিটির সভাপতি। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয় তাঁর। মারধরের অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস ও আরএসপি। রতুয়া-১ ব্লকের বিডিও পার্থ দে বলেন, “প্রধান অসুস্থ থাকায় ভাদো গ্রাম পঞ্চায়েতের জন্য বরাদ্দ ওই ত্রিপল বৃহস্পতিবার ব্লক অফিস থেকে সংগ্রহ করেন পঞ্চায়েত সমিতির স্থানীয় সদস্য কামরুল ইসলাম। তারপর বাইরে কী ঘটেছে জানি না।” মারধরের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বিধায়ক তথা আরএসপি নেতা আব্দুর রহিম বক্সিও।

‘অপহরণ’ রুখতে গিয়ে জখম তিন
প্রেমে প্রত্যাখ্যাত হয়ে পড়শির বাড়িতে হামলা চালিয়ে এক কিশোরীকে অপহরণের চেষ্টা রুখতে গিয়ে দুষ্কৃতীদের ধারাল অস্ত্রের আঘাতে ৩ ব্যক্তি জখম হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের চরবাখর গ্রামের সন্ন্যাসী কলোনিতে ঘটনাটি ঘটেছে। তিন জনকেই বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ১০ যুবককে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত হয়েছে একটি বাইক, রামদা সহ বেশ কয়েকটি ধারাল অস্ত্র। তবে ঘটনার মূল অভিযুক্ত খুদু মোহান্তকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এদিন বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত দিয়েছেন। দক্ষিণ দিনাজপুরের পুলিশ চিরন্তন নাগ বলেন,“খুদুর খোঁজে তল্লাশি চলছে। ওর বিরুদ্ধে আগের একাধিক মামলা রয়েছে। এলাকায় দাদাগিরির যে অভিযোগ উঠেছে তাও খতিয়ে দেখে পুলিশ ব্যবস্থা নেবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কলোনিতে কিশোরীটির মাসির বাড়ি। আদতে নবদ্বীপের বাসিন্দা কিশোরীটি কিছুদিন আগে মাসির বাড়িতে আশ্রয় নেয়। কিশোরীর মাসতুতো দাদা বিশ্বজিৎ মাহাতোর অভিযোগ, গোড়া থেকেই বোনকে উত্যক্ত করত খুদু। কিন্তু সাড়া না-পেয়ে খুদু মাঝেমধ্যেই কিশোরীটিকে তুলে নিয়ে যাওয়ার হুমি দিত বলে অভিযোগ। ওই রাতে ১০টা নাগাদ আচমকা খুদু বাড়িতে চড়াও হয়ে জবরদস্তি তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ। তখন বাসিন্দাদের প্রতিবাদে খুদু পালায়। কিন্তু পরে আবার দলবল নিয়ে এসে হামলা করে বলে অভিযোগ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা কাছেই একটি মাঠে জড়ো হয়। পুলিশ তাড়া করে ১০ জনকে ধরতে পারলেও খুদু পালিয়ে যায় বলে অভিযোগ।

বর্ষব্যাপী অনুষ্ঠান শুরু
ছবি: হিমাংশুরঞ্জন দেব।
আচার্য ব্রজেন্দ্রনাথ শীল কলেজের ১২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠান শুরু হল কোচবিহারে। শুক্রবার সকালে শোভাযাত্রার মাধ্যমে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রায় কলেজের বর্তমান, প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষকদের পাশপাশি বিপুল সংখ্যক শিক্ষানুরাগী যোগ দেন। পরে কলেজের মুক্তমঞ্চে আনুষ্ঠানিক ভাবে বর্ষব্যাপী ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলাশাসক মোহন গাঁধী। জয়গাঁ ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মিহির গোস্বামী, সদর মহকুমাশাসক সুপর্ণ চৌধুরী-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কলেজের অধ্যক্ষ তথা অনুষ্ঠান কমিটির কার্য্যকরী সভাপতি দেবনারায়ণ রায় বলেন, “বর্ষব্যাপী অনুষ্ঠান মোট চারটি পর্বে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেপ্টেম্বর, ডিসেম্বর ও পরের বছর জুন মাসে পর্যায়ক্রমে অনুষ্ঠান হবে।”

মহিলার মৃত্যু
মালদহের চাঁচলের গোবিন্দপুরে শুক্রবার দুপুরে বাজার করে বাড়ি ফেরার সময় যন্ত্রচালিত ভ্যান দুর্ঘটনায় মৃত্যু হল ফেনসি বিবি (৩০) নামে এক মহিলার। বাড়ি সাহাবাজপুরে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.