৭ লাল রঙের পদ্ম।
৮ নীচে ফেলা।
৯ খুঁটি-নাটি সমস্ত তথ্য।
১০ নাকে পরার ঝুলন্ত অলংকার।
১২ ময়ূরপুচ্ছ।
১৩ ঢোলের মতো বাদ্যযন্ত্রবিশেষ।
১৪ বড়, উদার।
১৫ পাকা আমের রস রোদে
শুকিয়ে এটি প্রস্তুত হয়।
১৭ হামেশা, প্রায়ই।
১৮ ভূগর্ভের গুপ্ত গৃহ।
২০ বহু লোকের সমাবেশ।
২১ অলংকার।
২২ বেলফুল।
২৩ জবাব লেখার জন্য প্রদত্ত।
২৪ এতে সোনা যাচাই করা হয়।
২৬ চাঁদের মতো সুন্দর মুখ বিশিষ্টা।
২৭ আটক, আবদ্ধ।
২৯ এর জন্য নাকি স্বভাব নষ্ট হয়।
৩০ দয়া, অনুগ্রহ।
৩১ যার পর্বতে জন্ম।
৩৩ চুল কালো করার রং।
৩৫ চার ভাগ।
৩৬ বিদ্যালাভে আগ্রহী।
৩৭ শিক্ষকের কাছে ছাত্রের পাঠ্য
বিষয় শিখে নেওয়া। |
|
১ গৃহকোণ ছেড়ে নড়তে চায় না এমন।
২ যা আশা করা যায়নি।
৩ আলতা বা লাক্ষারস।
৪ মানুষের শ্রদ্ধা ও প্রীতি।
৫ মনসাদেবীর মাহাত্ম্য ও কাহিনি
বিষয়ক কাব্য।
৬ বজ্র দিয়ে পর্বতছেদনকারী ইন্দ্র।
৮ পড়াশোনা নিয়ে পরিচিন্তন।
৯ নৈকট্য বা সন্নিধান।
১১ ভূষণ, শ্রেষ্ঠ বস্তু।
১৫ আশা জাগায় এমন।
১৬ ব্যবসায়ীর যা থাকা উচিত।
১৮ রামায়ণে ভরত নিজে সিংহাসনে
না বসে যা বসিয়েছিলেন।
১৯ প্রথার সঙ্গে বিরোধ।
২১ ভারী ধ্বনিযুক্ত।
২২ মনোনয়ন লাভ করতে ইচ্ছুক।
২৩ মুসলমানদের সম্মানসূচক সম্বোধন।
২৫ শ্রীকৃষ্ণ।
২৬ পাদপদ্ম।
২৮ সুকুমার রায়ের হযবরল-তে
যা বেড়াল হয়ে গিয়েছিল।
২৯ সময় বা অর্থের যা করতে নেই।
৩০ পাঁশুটে বা মেটে রং।
৩২ মেধাবী ছাত্রের বৃত্তি।
৩৩ হাত ধরা।
৩৪ বিবাহ। |