|
|
|
|
গুরুঙ্গের পাশে শিবু সোরেন |
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে আশাবাদী মোর্চা |
নিজস্ব সংবাদদাতা • দার্জিলিং ও শিলিগুড়ি |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হবে, এই আশা নিয়েই কলকাতা রওনা হলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা। আজ, শনিবার বিকাল সাড়ে ৪টেয় মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে মোর্চার ২১ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক। সেখানে তাঁরা ফের শ্যামল সেনের রিপোর্ট বাতিল করার দাবি করবেন বলে জানান মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। শুক্রবার নিউ জলপাইগুড়ি স্টেশনে তিনি বলেন, “শ্যামল সেন কমিটির রিপোর্ট বাতিল করার দাবি মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। সে দাবি আমরা বৈঠকেও জানাব। বৈঠক থেকে সদর্থক কিছু হবে বলেই আশা করছি। যদিও এখন বল পুরোপুরি মুখ্যমন্ত্রীর কোর্টে। তিনি চাইলে সমস্যার সমাধান হবে।” তিনি বলেন, “আমরা তরাই ডুয়ার্সের ৩৯৬টি মৌজা চেয়েছিলাম। তার মধ্যে ১৫০টি মৌজা দেওয়া হলেও তার একটা অর্থ হত। এখন আমরা ৩৯৬টি মৌজাই দাবি করব।” |
|
দার্জিলিঙে শিবু সোরেনের সঙ্গে মোর্চার বৈঠক। ছবি: রবিন রাই। |
এই দিন মুখ্যমন্ত্রীর উপর চাপ বাড়াতে ঝাড়খন্ড মুক্তি মোর্চার সঙ্গে যৌথ আন্দোলনে যাওয়ার কথাও সেই সঙ্গে ঘোষণা করেছে মোর্চা নেতৃত্ব। এদিন দার্জিলিংয়ের ম্যাল রোডের একটি রিসর্টে জেএমএম সভাপতি শিবু সোরেনের সঙ্গে বৈঠক করেন মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ। সেখানে আদিবাসী বিকাশ পরিষদ থেকে ‘বহিষ্কৃৃত’ নেতা জন বার্লা, ঝাড়খন্ডের উপ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত মুর্মু এবং মোর্চার সাধারণ সম্পাদকও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিমল গুরুঙ্গ বলেন, “শ্যামল সেন কমিটির রিপোর্ট আমরা মানি না। মুখ্যমন্ত্রীকে তরাই ও ডুয়ার্সের মৌজা নিয়ে আমরা দাবি জানাব। সে দাবি মানা না হলে ঝাড়খন্ড মুক্তি মোর্চার সঙ্গে আমরা গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলনে নামব।” শিবু সোরেনও মোর্চার আন্দোলনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “জমি নিয়ে আমরাও আন্দোলন করেছি। এটা খুব কঠিন আন্দোলন। পাহাড়-তরাই-ডুয়ার্স সবাই একসঙ্গে রাস্তায় নামলে তা সফল হতে পারে। আমরা সহযোগিতা করব।” তাঁর কথায়, “দিল্লি, কলকাতায় আমরা মোর্চার হয়ে প্রয়োজনে দরবার করব। এ ছাড়া আদিবাসীদের বোঝাতে আমি ডুয়ার্সে যাব। সবাইকে গুরুঙ্গের পাশে থাকতে অনুরোধ করব।” শ্যামল সেন কমিটির রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ঘরে-বাইরে চাপের মুখে পড়ে মোর্চা নেতৃত্ব। একদিকে, মোর্চা এবং মোর্চা বিরোধী সংগঠনের বেশ কিছু নেতা-কর্মীকে সঙ্গে পেয়ে দার্জিলিং পাহাড়ে নিজেদের শক্তি বাড়িয়েছে তৃণমূল। গোর্খা লিগ নেতৃত্বের সঙ্গে পাহাড়ের উন্নয়ন নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবও। অন্য দিকে, জিএনএলএফ নেতা সুবাস ঘিসিং ‘জিটিএ’ নিয়ে উচ্চ আদালতে মামলা করেছেন। তা নিয়েও অস্বস্তিতে রয়েছে মোর্চা। এই পরিস্থিতিতে, কর্মীদের আন্দোলনে নামাতে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে মোর্চা। |
|
|
|
|
|