সপ্তাহের শেষ লেনদেনের দিনে আবার উত্থানের মুখ দেখল শেয়ার বাজার। শুক্রবার প্রায় ২৭২ পয়েন্ট উঠল সেনসেক্স। আর সেই দৌলতে তা ফের পৌঁছে গেল ১৭ হাজারের দোরগোড়ায়। দিনের শেষে সেনসেক্স থিতু হল ১৬,৯৪৯.৮৩ অঙ্কে। গত দেড় মাসে যা সর্বোচ্চ।
শেয়ার বাজারের পাশাপাশি এই দিন বেড়েছে টাকা এবং সোনার দামও। ডলারে টাকার দাম বেড়েছে ৪০ পয়সা। প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৫৫.৪০ টাকা। গত কয়েক দিনের মতোই উর্ধ্বমুখী থেকেছে সোনার দামও। কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৩০,৪৬৫ টাকায়। নয়াদিল্লিতে তা রেকর্ড ৩০,৫৭০ টাকা। এক দিকে বিশ্ব বাজারে দাম বৃদ্ধি। অন্য দিকে দেশে বিয়ের মরসুম শুরু হওয়ায় তুঙ্গে চাহিদা। ফলে লাফিয়ে বাড়ছে সোনার দাম।
এ দিন শেয়ার বাজার অবশ্য চাঙ্গা ছিল মূলত সুদ কমার আশায়। দেশের শিল্পসূচক তলানিতে ঠেকায় আগামী ১৮ জুন ঋণনীতিতে রিজার্ভ ব্যাঙ্ক সুদ কমাবে বলে আশা অনেকের। তেমনটা হলে মূলধন জোগাড়ের খরচ কমবে। চাঙ্গা হবে শিল্প। এই আশাতে ভর করেই এ দিন উঠেছে শেয়ার বাজার।
বাজারের উত্থানে ইন্ধন জুগিয়েছে এশিয়া-সহ আন্তর্জাতিক বাজারের তেজী ভাবও। আগামী দিনে বিশ্বের অর্থনীতি কোন পথে গড়াবে তা বুঝতে সকলেরই চোখ এখন রবিবারে গ্রিসের নির্বাচনের দিকে। তবে অনেকেরই ধারণা, ভোটের ফল যা-ই হোক শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেবে গ্রিস। নতুন সমস্যা হবে না ইউরোপে। এই আশা চাঙ্গা করেছে বিশ্ব বাজারকে। যার প্রভাব পড়েছে ভারতেও। তা ছাড়া অনেকের ধারণা, প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হলে, অর্থনীতির হাল ধরতে পারেন খোদ প্রধানমন্ত্রীই। সে ক্ষেত্রে থমকে যাওয়া সংস্কার ফের গতি পাবে, আশা বাজারের।
তবে বাজারের উত্থান কতটা স্থায়ী হবে, তা নিয়ে নিশ্চিত নন বিশেষজ্ঞরা। যেমন, বিশেষজ্ঞ অজিত দে বলেন, “এখনই জোর দিয়ে বলা মুশকিল। কিছু ক্ষেত্র থেকে পাওয়া তথ্য আশাজনক। তা আগামী দিনে বাজারে ভাল প্রভাব ফেলার সম্ভাবনা।”
টাটা মোটরসে অংশীদারি বাড়ালেন রতন টাটা। বৃহস্পতিবার ৯.৯৪ কোটি টাকায় টাটা মোটরসের ৪.২৫ লক্ষ শেয়ার কিনেছেন রতন টাটা। সংস্থায় তাঁর অংশীদারি এখন ০.০৫%। শুক্রবার প্রায় ৬% বেড়েছে সংস্থার শেয়ার দর। |