টুকরো খবর
বিমান জ্বালানির দাম কমলো ৫%
বিমান জ্বালানি (এটিএফ)-এর দাম ৫% কমানোর কথা জানাল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এপ্রিলের মাঝামাঝি থেকে এ নিয়ে টানা পাঁচ বার এটিএফের দাম কমালো সংস্থাগুলি। বিশ্ব বাজারে অশোধিত দেশের দাম কমার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা। এর ফলে নয়াদিল্লিতে কিলোলিটারে দাম কমল ৩,২৬০ টাকা। নতুন দর ৬২,৪১০ টাকা কিলোলিটার পিছু। আর মুম্বইয়ে দাম কিলোলিটার প্রতি ৬৬,৫৮৭.৯০ টাকা থেকে কমে হল ৬৩,১৭৮ টাকা। ২০১০-এর ফেব্রুয়ারির পর থেকে এত বেশি দাম কমায়নি সংস্থাগুলি। সেই সময়ে দাম কমেছিল ৫.৪৮%। এ দিকে, এ দিন পেট্রোলের দাম কমানোর সুযোগ থাকলেও, এ নিয়ে কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি তেল সংস্থাগুলি। গত দু’সপ্তাহে বিশ্ব বাজারে অশোধিত তেলের গড় দাম ব্যারেল পিছু কমে হয়েছে ১০৯ ডলারে। পাশাপাশি, ডলারে টাকার দামও পড়ে দাঁড়িয়েছে ৫৫.৫০ টাকায়। ফলে সব মিলিয়ে তেল সংস্থাগুলির কাছে সুযোগ ছিল পেট্রোলের দাম লিটারে ১.৬০ টাকা কমানোর। সংশ্লিষ্ট মহলের মতে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী জয়পাল রেড্ডি এবং রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যান আর এস বুটোলা বিদেশে থাকার কারণেই এই বিষয়ে শুক্রবার কোনও সিদ্ধান্ত নেয়নি সংস্থাগুলি।

কৃষি ও ক্ষুদ্র-মাঝারি শিল্প ঋণে সুদ কমাল স্টেট ব্যাঙ্ক
রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি পর্যালোচনার ঠিক আগেই মূলত কৃষি এবং ছোট ও মাঝারি শিল্পের জন্য ৫০ থেকে ৩৫০ বেসিস পয়েন্ট সুদ কমাল স্টেট ব্যাঙ্ক। তবে একই সঙ্গে তারা জানিয়েছে, এখনই গৃহ-ঋণ, গাড়ি-ঋণ এবং বিভিন্ন খুচরো ঋণের ক্ষেত্রে সুদ কমাচ্ছে না। অপরিবর্তিত থাকছে বেস রেটও। ফলে তা ১০ শতাংশেই থাকবে। প্রসঙ্গত, আগামী ১৮ জুন ঋণনীতি পর্যালোচনায় শীর্ষ ব্যাঙ্ক। সে দিন সুদ কমবে কিনা, তা নিয়ে দ্বিধাবিভক্ত বিভিন্ন মহল। এক পক্ষের মতে, বৃদ্ধি ত্বরান্বিত করতে সুদ কমাতে পারে শীর্ষ ব্যাঙ্ক। আবার উল্টো মত হল, মূল্যবৃদ্ধি চড়া থাকায় সেই সম্ভাবনা কম। স্টেট ব্যাঙ্কের কর্ণধার প্রতীপ চৌধুরি মনে করেন রেপো রেট এক শতাংশ কমলে উপকৃত হবে শিল্প ও দেশের অর্থনীতি।

গৃহঋণ আগাম শোধে জরিমানা নয়
বাণিজ্যিক ব্যাঙ্কগুলির পর এ বার গৃহঋণের ক্ষেত্রে মেয়াদ শেষের আগে টাকা ফেরত পেলে জরিমানা নিতে পারবে না সমবায় ব্যাঙ্কগুলিও। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করতে বলেছে রিজার্ভ ব্যাঙ্ক। পরিবর্তনশীল সুদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। শীর্ষ ব্যাঙ্কের দাবি, সুদ কমলে গ্রাহক যাতে তার সুবিধা নিতে পারে, সে জন্যই এই নির্দেশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.