শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হলেন রজত গুপ্ত। শুক্রবার মার্কিন আদালতের এই রায়ের পর ২৫ বছর পর্যন্ত জেল হতে পারে প্রাক্তন ম্যাকিনসে কর্ণধারের। ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক গোল্ডম্যান স্যাক্সের পরিচালন পর্ষদে থাকাকালীন গোপন তথ্য পাচারের জন্যই মূলত তাঁকে দোষী বলে চিহ্নিত করেছে আদালত। ১৮ অক্টোবর এ জন্য শাস্তি ঘোষণা করবে তারা। যদিও অভিযুক্ত পক্ষের আইনজীবীর দাবি, প্রয়োজনে ফের আদালতে আবেদন করবেন তাঁরা।
প্রত্যাশিত ভাবেই রায় নিয়ে এ দিন মুখ খুলতে চাননি রজতবাবু। তবে আদালত চত্বরে দৃশ্যতই ভেঙে পড়েছিল তাঁর পরিবার। স্ত্রী, চার কন্যা। রূপকথার মতো কেরিয়ারে বরাবরই রজতবাবুকে সাফল্যের শিখরে দেখে এসেছেন যাঁরা। সান্ত্বনা দিতে নিজেই তাঁদের কাছে টেনে নেন মার্কিন কর্পোরেট দুনিয়ায় ভারতীয়দের এই ‘পোস্টার বয়’। প্রায় সাড়ে তিন দশকের বর্ণময় কেরিয়ারে কর্পোরেট দুনিয়ার বহু সাফল্য করায়ত্ত করেছেন রজতবাবু। ছাত্রজীবনেও ‘মানিকতলার ছেলে’র সাফল্য চোখ ধাঁধানোর মতো। স্কুল পেরিয়ে আইআইটি-দিল্লি। তার পর হার্ভার্ড বিজনেস স্কুলের ক্লাসরুমে। তাক লাগানো সাফল্যে পড়াশোনা শেষের পর কর্মজীবন শুরু দুনিয়ার অন্যতম সেরা উপদেষ্টা সংস্থা ম্যাকিনসে-তে। পরে দীর্ঘ সময় ওই সংস্থার কর্ণধার ছিলেন তিনি।
উপদেষ্টা সংস্থার শীর্ষ পদে থাকার পাশাপাশি গোল্ডম্যান স্যাক্স, প্রোক্টর অ্যান্ড গ্যাম্বল-সহ বেশ কয়েকটি বহুজাতিকে পরিচালন পর্ষদের সদস্য ছিলেন রজতবাবু। ছিলেন প্রাক্তন রাষ্ট্রপুঞ্জ প্রধান কোফি আন্নান এবং আমেরিকার একাধিক প্রেসিডেন্টের অন্যতম পরামর্শদাতা। যুক্ত ছিলেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস্ ফাউন্ডেশনের সঙ্গে। এ দেশে ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসের অন্যতম প্রতিষ্ঠাতাও তিনি। এই পর্যন্ত একেবারে মসৃণ ছিল তাঁর কেরিয়ার। সমাজের উঁচু মহলে পরিচিতি ছিল ‘পারফেক্ট জেন্টলম্যান’ হিসেবে।
কিন্তু সেই হিসেব ওলটপালট হওয়ার শুরু এক বছর আগে। গ্যালিয়ন-কাণ্ডে নাম জড়ানোর পর। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গোল্ডম্যান স্যাক্সের গোপন তথ্য গ্যালিয়নের প্রতিষ্ঠাতা-কর্ণধার রাজ রাজারত্নমকে আগাম জানান তিনি। যা কাজে লাগিয়ে বিপুল মুনাফা করেছে ওই হেজ ফান্ড। তার জেরেই জালিয়াতি এবং ষড়যন্ত্রের চার অভিযোগে জেল-যাত্রার সম্ভাবনা তৈরি হল তাঁর।
|