গত সেপ্টেম্বরেই মিলেছে পুর নির্বাচনে মেয়েদের ভোট দেওয়ায় অধিকার। এ বার গাড়ি চালানোর দাবিতে সরব হলেন সৌদি আরবের মহিলারা। গত বছরই প্রথম বার এই দাবি উঠেছিল। আগামী রবিবার সেই আন্দোলনের বর্ষপূর্তিতে রাজা আবদুল্লা বিন আব্দুল আজিজের কাছে প্রায় ছশো মহিলার স্বাক্ষর করা এক স্মারকলিপি জমা দেবেন তাঁরা। বিশ্বের অন্যত্র মেয়েরা যে আনন্দ উপভোগ করেন, সেই আনন্দ পেতে চান তাঁরাও। তবে আইন ভাঙা যে তাঁদের উদ্দেশ্য নয়, সে কথাও স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছেন ওই মহিলারা। গাড়ি চালানো শেখার স্কুল খুলতেও রাজাকে অনুরোধ করবেন বলে জানিয়েছেন তাঁরা।
|
এক মাসের মধ্যে মণিপুরি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযানে তৃতীয় সাফল্য পেল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কেসিপির অর্থ সচিব, পিএলএ সংগঠনের বিদেশ সচিবের পরে এ বার ইউপিপিকে সংগঠনের সাধারণ সম্পাদক নিংথৌজাম শান্তিকে গ্রেফতার করল এনআইএ। মণিপুর পুলিশ সূত্রে খবর, কাঠমান্ডু থেকে শান্তিকে গ্রেফতার করা হয়। তিনি আদতে সাগোলবাঁধ ওয়াহেংবাম লেইকাইর বাসিন্দা। শান্তির কাছ থেকে ৩ দেশের পাসপোর্ট মিলেছে। |