বাঘের আতঙ্ক ছড়াল গোসাবার দয়াপুর গ্রামে। রবিবার রাতে উল্টো দিকের সুন্দরবনের সজনেখালি জঙ্গল থেকে গোমর নদী পেরিয়ে ওই গ্রামে হানা দিয়ে বাঘটি এক গ্রামবাসীর গোয়ালে ঢুকে একটি গরু মারে। তার পরে আর এক গ্রামবাসীর গোয়ালে ঢুকে ২টি ছাগল মারে। গ্রামবাসীরা বাঘের হানার কথা জানতে পেরে বন দফতরে খবর দেন। বনকর্মীরা ওই রাতেই গ্রামে আসেন। তত ক্ষণে গ্রামবাসীরা পটকা ফাটানো শুরু করে দেন। বাঘের পায়ের ছাপ দেখে বনকর্মীদের অনুমান, বাঘটি নদী সাঁতরে ফের জঙ্গলে চলে গিয়েছে। কিন্তু গ্রামে আতঙ্ক থাকায় বন দফতরের পক্ষ থেকে রাত-পাহারার ব্যবস্থা করা হয়। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর প্রশান্তকুমার পণ্ডিত বলেন, “রবিবার রাতে ওই গ্রামে একটি বাঘ ঢুকেছিল। একটি গরু ও ২টি ছাগল মারার কথা শুনেছি। তবে, পায়ের ছাপ দেখে অনুমান করা হচ্ছে বাঘটি জঙ্গলে ফিরে গিয়েছে।”
|
সুন্দরবনের পিরখালি-৬ জঙ্গলে একটি পূর্ণ বয়স্ক বাঘের মৃত্যু হয়েছে। বন দফতর সূত্রের খবর, মৃত্যুর কারণ, বার্ধক্য। প্রায় ১৮ বছর বয়স হয়েছিল বাঘটির। বন দফতরের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন এস বি মণ্ডল জানান, শনিবার সকালে বাঘটিকে পিরখালির জঙ্গলঘেঁষা নদী তিরে টলোমলো পায়ে হাঁটতে দেখে বন দফতরে খবর দেন কিছু পর্যটক। ঘটনাস্থলে যান বনকর্মী, চিকিৎসকেরা। দূর থেকে বাঘটির চিকিৎসা শুরু হয়। কিন্তু রাতেই মারা যায় বাঘটি। রবিবার দোবাঁকি ক্যাম্পে তার ময়না-তদন্ত হয়।
|
বাংলাদেশে পাচারের সময় বিএসএফ উদ্ধার করল ৭১টি গরু। ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে হলদিবাড়ি থানার সীমান্ত সংলগ্ন তিস্তা নদীতে ঘটনাটি ঘটেছে। এদিন ভোরে অন্ধকার এবং প্রবল বৃষ্টির সুযোগ নিয়ে গরুগুলি পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। বিএসএফ জওয়ানদের তাড়া খেয়ে অবশ্য পাচারকারীরা পালিয়ে যায়। পরে গরুগুলিকে বিএসএফের পক্ষ থেকে হলদিবাড়ির শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়। |