টুকরো খবর |
বিহার নিয়ে মোদীর মন্তব্যে ক্ষুব্ধ নীতীশ |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
নরেন্দ্র মোদীকে নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গত কালই এক দলীয় সভায় ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, বিহারের জাতপাতের কারবারি রাজনৈতিক নেতারা বিহারকে আর্থিকভাবে অনগ্রসর করে রেখেছে। মোদীর এই মন্তব্যে বেজায় চটেছেন এনডিএ জোটে মোদীর প্রবল বিরোধী, শরিক নেতা নীতীশ কুমার। আজ সকালে পটনা মুখ্যমন্ত্রীর জনতা দরবারে নীতীশ সাংবাদিকদের বলেন, “বিহার পর টিপ্পনি করনে ওয়ালোঁ কো আপনে হালত কে বারে মে শোচনা চাহিয়ে।” মোদীর নাম না করে নীতীশ বলেন, “নিজের দলের মধ্যে ও জনজীবনে নিজের অবস্থান কী সে সম্পর্কে প্রত্যেকেরই সম্যক জ্ঞান থাকা উচিত। যাঁদের আছে তাঁরা অন্যের ছিদ্র খুঁজতে যান না।” তাঁর বক্তব্যকে ব্যাখ্যা করার জন্য সাংবাদিকরা অনুরোধ করলে নীতীশের বক্তব্য, “যা বলেছি, ঢের বলেছি। এর ব্যাখ্যা সাংবাদিকরাই করুন।”উল্লেখ্য, নরেন্দ্র মোদীর সঙ্গে নীতীশের সম্পর্ক জাতীয় রাজনীতিতে স্বচ্ছ। এনডিএ-র কোনও অনুষ্ঠানে মোদী থাকলে তা এড়িয়ে যান নীতীশ। এনডিএ জোট শরিক জেডিইউ-এর এই নেতাকে সন্তুষ্ট করতে দলের একাধিক অনুষ্ঠানে নীতীশকে হাজির করাতে মোদীকে দূরে রেখেছেন বিজেপি নেতৃত্বও। এই পরিস্থিতিতে মোদীর বক্তব্যে নীতীশের এই তীক্ষ্ন প্রতিক্রিয়া প্রত্যাশিতই ছিল।
|
মুখ্য নির্বাচন কমিশনার হলেন সম্পৎ |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন ভীরাভাল্লি সুন্দরম সম্পৎ। ১৮-তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে আজ এস ওয়াই কুরেশির জায়গায় এলেন তিনি। এর আগে অন্ধ্রপ্রদেশ ও দিল্লিতে বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন সম্পৎ। কেন্দ্রে শক্তি মন্ত্রকের সচিবও হন। ২০০৯ সালের এপ্রিলে তিনি নির্বাচন কমিশনার হন। মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে ২০১৫ সালের জুলাই মাস পর্যন্ত ক্ষমতায় থাকবেন সম্পৎ। ২০১৪ সালের লোকসভা নির্বাচন হবে তাঁরই তত্ত্বাবধানে। সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। খুব শীঘ্রই তার সূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। এ দিকে, আদর্শ নির্বাচনী আচরণবিধিকে বিধিসম্মত করার যে প্রস্তাব সম্প্রতি উঠেছিল, তাকে গুরুত্ব দিতে রাজি নন সম্পৎ। বর্তমানে আচরণবিধি যে অবস্থায় রয়েছে তা যথেষ্ট শক্তিশালী ও কার্যকরী বলেই মনে করছেন তিনি। এর উপর সাংবিধানিক তকমা লাগানোর প্রয়োজন তিনি দেখছেন না।
|
অপহরণকারীদের মতান্তরের সুযোগ নিয়ে পালাল অপহৃত |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের আগেই নিজেদের মধ্যে মারপিট করে মারা গেল এক অপহরণকারী। জখম হল অন্যজন। আর সেই ফাঁকে পালালেন অপহৃত ব্যবসায়ী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে শোণিতপুরের রাঙাপাড়া এলাকায়। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ী অশোক দাস কাজ সেরে বাড়ি ফেরার পথে তিন বড়ো যুবক তাঁকে অপহরণ করে। নিজেদের উগ্রপন্থী পরিচয় দিয়ে অশোকবাবুর বাড়িতে ফোন করে মুক্তিপণ চায় তারা। শেষ অবধি তিন লক্ষ টাকায় রফা হয়। অশোকবাবুর পরিবার পুলিশকে খবর দেয়নি। আজ টাকা হস্তান্তরের কথা ছিল। কিন্তু গত কাল রাতে টাকার ভাগ ও একে অন্যকে প্রতারণার করার অভিযোগ তুলে তিন অপহরণকারী নিজেদের মধ্যেই মারামারি শুরু করে। বিবাদ চলাকালীন রুকমবীর মহিলারি ও পবিত্র বসুমাতারি নামে দুই অপহরণকারী একে অন্যকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। অশোকবাবুও জখম হন। মারামারি চলার সময়, সুযোগ বুঝে অশোকবাবু পালান। আজ ভোরে পুলিশ অশোকবাবুকে নিয়ে ঘটনাস্থলে আসে। সেখান থেকে পবিত্রর মৃতদেহ উদ্ধার হয়। জখম অবস্থায় রুকমবীরকেও গ্রেফতার করা হয়েছে। এনডিএফবির রঞ্জনপন্থী গোষ্ঠীর তরফে বি নাইজাং জানিয়েছেন, এই ঘটনায় এনডিএফবি জড়িত নয়। অপহরণকারীরা সাধারণ দুষ্কৃতী।
|
উত্তর-পূর্বের যাত্রী ট্রেন বন্ধ পাহাড় লাইনে |
নিজস্ব সংবাদদাতা • শিলচর ও গুয়াহাটি |
বৃষ্টির জেরে পাহাড়ে ধস নামার ফলে উত্তর-পূর্ব সীমান্ত রেলের বেশ কিছু অংশে এখনও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। ৩ জুন থেকে বদরপুর- হাফলং শাখায় যাত্রিবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। প্রবল বর্ষণের ফলে হারাঙ্গাজাও-মাইলংদিসা স্টেশনের মাঝে রেললাইনের তলা থেকে মাটি সরে যায়। ক্ষতিগ্রস্ত হয় লাইনটি। বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। পরে দু’দফায় ‘ট্র্যাক সার্টিফিকেট’ মিললেও দু’দিনই পরীক্ষামূলক ভাবে মালগাড়ি চালাতে গিয়ে ঘটে দুর্ঘটনা। একদিন খালি ওয়াগনের চাকা পিছলে যায়। অন্য দিন লাইনচ্যুত হয় পণ্যবাহী মালগাড়ি। শনিবার থেকে অবশ্য মালগাড়ি মোটামুটি নির্বিঘ্নেই চলাচল করছে। রেল সূত্রে জানা গিয়েছে, আজও মালগাড়ি চলেছে ওই শাখায়। আশ্বাস দেওয়া হয়েছে, ক’ দিন মালগাড়ি ঠিকঠাক চললে তারপর চালানো হবে যাত্রিবাহী ট্রেনও। যাত্রী ট্রেন বন্ধ থাকায় সঙ্কটে পড়েছেন ত্রিপুরা, মিজোরাম, মণিপুর ও দক্ষিণ অসমের মানুষজন। কয়েকদিন মালগাড়ি বন্ধ থাকায় টান পড়ে রসদেও। রেলকর্তারা সরেজমিনে লাইন মেরামতির কাজ তদারক করছেন। এ দিকে বদরপুর-শিলং জাতীয় সড়কও তিন দিন ধরে বন্ধ। কাছাড়ের কাটিগড়ায় বরাক নদীর উপরে গ্যামন সেতুর বিয়ারিং ক্ষয়ে গিয়ে রেলিং ভেঙে পড়েছে। শিলচর-হাফলং জাতীয় সড়কেও জোরে বৃষ্টি হলেই যানবাহন চলাচল বন্ধ রাখতে হয়। সব মিলিয়ে কার্যত অবরূদ্ধ অবস্থায় বরাক উপত্যকা, মিজোরাম ও ত্রিপুরা।
|
কার্বি আংলঙে ৭ নির্মাণকর্মী অপহৃত |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
জলবিদুৎ প্রকল্পে কর্মরত সাত কর্মীকে অপহরণ করল জঙ্গিরা। কার্বি আংলং জেলার এই ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে: গত কাল বিকেলে লুংনিত ক্ষুদ্র জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণস্থলে ১০ জন সশস্ত্র কেপিএলটি জঙ্গি হাজির হয়। ঝটিকা হানায় তারা সুপারভাইজার ও ছয় শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। জেলা সদর দিফু থেকে জায়গাটি প্রায় ৫০ কিলোমিটার দূরে, লুংনিত নদীর ধারে। কার্বি আংলঙের পুলিশ সুপার বি বি ছেত্রী জানান, গত কাল ১২ জন কর্মী নির্মাণস্থলে ছিলেন বলে জানা গিয়েছে। প্রকল্প নির্মাণের দায়িত্বে রয়েছে একটি বেসরকারি নির্মাণ সংস্থা। পুলিশের ধারণা, মুক্তিপণ আদায়ের উদ্দেশেই কেপিএলটি এই অপহরণ কাণ্ড ঘটিয়েছে। তবে কত টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে সে ব্যাপারে পুলিশ কোন ভাবেই মুখ খোলেনি। গত তিন মাসের মধ্যে এই নিয়ে তিন বার বিভিন্ন নির্মাণস্থল থেকে শ্রমিক অপহরণ করল কেপিএলটি।
|
২৬ বিধানসভা, এক লোকসভায় ভোট আজ |
নিজস্ব প্রতিবেদন |
পশ্চিমবঙ্গে পশ্চিম মেদিনীপুরের দাসপুর ও বাঁকুড়া-সহ ৮ রাজ্যের ২৬টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন আগামিকাল। ভোট হবে অন্ধ্রপ্রদেশের নেল্লোর লোকসভা আসনেও। ২৬টির মধ্যে ১৮টি বিধানসভা আসনই এই রাজ্যে। ২০১৪-র বিধানসভা ভোটের আগে এতগুলি আসনে উপনির্বাচনেই প্রথম জমি পরীক্ষায় নেমেছে জগন্মোহন রেড্ডির দল ওয়াইএসআর কংগ্রেস। বর্তমানে দেশের একমাত্র বাম-শাসিত রাজ্য ত্রিপুরার নলছড় বিধানসভা আসনে ভোট হবে কাল। আর যে সব বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে সেগুলি হল, মধ্যপ্রদেশের মহেশ্বর, উত্তরপ্রদেশের মন্ত, তামিলনাড়ুর পুদুকোট্টাই, মহারাষ্ট্রের কাইজ ও ঝাড়খণ্ডের হাটিয়া। ভোটগণনা শুক্রবার। গত বিধানসভা ভোটে হাটিয়া কেন্দ্রে ২৫ ভোটে কংগ্রেসের কাছে হেরে যায় বিজেপি। বিধায়কের মৃত্যুতে আসনটি খালি হয়। ঝাড়খণ্ড বিকাশ মোর্চা, অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন-সহ মোট ২৯ জন প্রার্থী থাকলেও হাটিয়া তাই কংগ্রেস-বিজেপির কাছে মর্যাদার লড়াই। গোলমালের আশঙ্কায় প্রতিটি বুথে থাকছে সশস্ত্র পুলিশ। ৪২৫টি বুথের মধ্যে ৩২৭টিই অতিসংবেদনশীল ও ৯৮টিকে সংবেদনশীল চিহ্নিত করা হয়েছে।
|
‘গরম’ বলে রেজ্জাক এড়ালেন কৃষক সভাও |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিপিএমের রাজ্য কমিটির পরে এ বার কৃষক সভার বৈঠকও এড়িয়ে গেলেন আব্দুর রেজ্জাক মোল্লা। গরমের ‘দোহাই’ দিয়ে দিল্লিতে সোমবার থেকে কেন্দ্রীয় কিষাণ কাউন্সিলের দু’দিনের বৈঠকে যাননি প্রাক্তন ভূমিমন্ত্রী। তবে রাজ্য বিধানসভায় নিজের কাজে গিয়েছিলেন। দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে কৃষক সভার নেতা সঞ্জয় পূততুণ্ডের মাধ্যমে রেজ্জাক সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা পাঠিয়েছেন, দিল্লির প্রবল গরমের জন্য তিনি বৈঠকে যাচ্ছেন না। রেজ্জাক এ দিন বলেন, “এই গরমে কেউ দিল্লিতে বৈঠক করতে যায়? এর জন্য আমি যাতায়াতের কুপন খরচা করতে যাব কেন?” প্রসঙ্গত, ট্রেন বা বিমান সফরের জন্য কুপন পান বিধায়কেরা। বিভিন্ন সংগঠনের বৈঠক এড়িয়ে গিয়ে রেজ্জাক প্রকৃতপক্ষে চাইছেন দলীয় নেতৃত্বকে ‘বার্তা’ পাঠাতে। পঞ্চায়েত ভোট পর্যন্ত তিনি যে এই ভাবেই চালিয়ে যেতে চান, সেই ইঙ্গিতও ধরা পড়েছে তাঁর মনোভাবে। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, এখন গরমের জন্য বৈঠকে যাচ্ছেন না। এর পরে পশ্চিমী ঝঞ্ঝার জন্য যাবেন না। তার পরে মৌসুমী বায়ুর জন্য যাবেন না। এই করতে করতেই পঞ্চায়েত ভোট এসে যাবে। তখন ভোট নিয়ে ‘ব্যস্ত’ হয়ে পড়বেন। রেজ্জাকের বক্তব্য, এই আচরণের জন্য দল তাঁর জবাবদিহি চাইলে তাঁরও অনেক কিছু বলার আছে।
|
ভিন্ন সুরে বিজেপি সভাপতি |
সংবাদসংস্থা • মুম্বই |
নিছক সমালোচনার জন্য সমালোচনা নয়, দেশের জন্য বিরোধীদের গঠনগত ভূমিকা নেওয়া উচিত বলে আজ মন্তব্য করলেন নিতিন গডকড়ী। মুম্বইয়ে তিনি বলেন, “আমরা বিরোধীরা নানা বিষয়ে সরকারি নীতির সমালোচনা করি। কিন্তু ওই সব নীতির পরিবর্ত হিসেবে কোনও সমাধান সূত্র দিই না। আমরা সকলেই খুব সংকীর্ণ হয়ে পড়েছি।” তাঁর মতে, রাজনীতিতে সব সময়ই ভোটের কথা ভেবে প্রার্থী বাছাই করা হয়। এ জন্য অনেক সময়ই যোগ্যতার সঙ্গে আপস করতে হয়। তাঁর কথায়, “এই অবক্ষয় শুধু রাজনীতিতেই নয়। প্রশাসনিক ক্ষেত্রেও আমরা এই সমস্যার মুখোমুখি হই।”
|
সমালোচক গডকড়ী |
সংবাদসংস্থা • মুম্বই |
নিছক সমালোচনার জন্য সমালোচনা নয়, দেশের জন্য বিরোধীদের গঠনগত ভূমিকা নেওয়া উচিত বলে আজ মন্তব্য করলেন নিতিন গডকড়ী। একটি অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা বিরোধীরা নানা বিষয়ে সরকারি নীতির সমালোচনা করি। কিন্তু ওই সব নীতির পরিবর্ত হিসেবে কোনও সমাধান সূত্র দিই না। আমরা সকলেই খুব সংকীর্ণ হয়ে পড়েছি।” তাঁর মতে, রাজনীতিতে সব সময়ই ভোটের কথা ভেবে প্রার্থী বাছাই করা হয়। এ জন্য অনেক সময়ই যোগ্যতার সঙ্গে আপস করতে হয়। তাঁর কথায়, “এই অবক্ষয় শুধু রাজনীতিতেই নয়। প্রশাসনিক ক্ষেত্রেও আমরা এই সমস্যার মুখোমুখি হই।”
|
বিজেপি সাংসদের নির্বাচন বাতিল |
সংবাদসংস্থা • বেঙ্গালুরু |
বল্লারি আসনের সাংসদ জে শান্তার নির্বাচন বাতিল করে দিল কর্নাটক হাইকোর্ট। গণনার সময়ে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছিলেন কংগ্রেস কর্মী এম চন্দ্রগৌড়া। ওই কেন্দ্রে পুনর্গণনার নির্দেশ দিয়েছে আদালত। |
|