টুকরো খবর
কাঁপল আফগানিস্তান, আশঙ্কা মৃত শতাধিক
ভূমিকম্পের কবলে পড়ল উত্তর আফগানিস্তানের বাঘলান প্রদেশ। আজ সকালের ওই ভূমিকম্পে অন্তত ১০০ জন মারা গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত দু’জন মহিলার দেহ পেয়েছে উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দারা জানান, ভূকম্পের ফলে ধসও নামে আফগানিস্তানের কিছু এলাকায়। ধসে চাপা পড়েছে প্রায় ৩০টি বাড়ি। যদিও অবস্থা প্রতিকূল হওয়ায় এখনও ক্ষতির পরিমাণ ঠিক ভাবে বোঝা যাচ্ছে না। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, হিন্দুকুশ পর্বতে আজ সকালে প্রথম ৫.৪ এবং পরে ৫.৭ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়।

মন্দার জেরে কোপ নোবেল পুরস্কারে
মন্দার ছায়া এ বার নোবেল পুরস্কারেও! আজ নোবেল ফাউন্ডেশন কমিটির বোর্ড অফ ডিরেক্টর্স-এর বৈঠকে পুরস্কারের অর্থ অন্যান্য বারের তুলনায় কুড়ি শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার প্রধান লারস হেনকেনস্টেন জানিয়েছেন, পুরস্কার-অর্থের জোগানে যথেষ্ট সমস্যা দেখা দেওয়ায় তাঁরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে এই পুরস্কার এতটাই সম্মানের যে, পুরস্কার প্রাপকদের কাছে অর্থমূল্যের থেকে সম্মানটাই অনেক বড় হবে বলে লারস আশা প্রকাশ করেছেন। সংস্থা সূত্রের খবর, পুরস্কারের জনক অ্যালফ্রেড নোবেল যে উইল রেখে গিয়েছেন তা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা হয়। সেই বিনিয়োগ থেকে যে সুদ পাওয়া যায় তা থেকেই পুরস্কার দেওয়া হয়। কিন্তু গত কয়েক বছর ধরে বিশ্ব বাজারে মন্দার জেরে বিনিয়োগ থেকে আগের মতো অর্থের জোগান আসছে না। তাই তাঁরা পুরস্কারের অর্থ কাটছাঁট করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান লারস।

শ্রীলঙ্কা সফরে ফ ব প্রতিনিধিদল
তামিল শরণার্থীদের সমস্যা খতিয়ে দেখতে শ্রীলঙ্কা সফরে গেল বাম শরিক ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিদল। রাজ্যসভার সাংসদ বরুণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ওই প্রতিনিধিদলে আছেন ফ ব-র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য জি দেবরাজন এবং তামিলনাড়ুর রাজ্য সম্পাদক তথা বিধায়ক কাথিরাবণ। চেন্নাই হয়ে সোমবার কলম্বো গিয়েছেন তাঁরা।

হাসপাতালে ভর্তি মেহদি হাসান
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের গজল শিল্পী মেহদি হাসান। আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। ফুসফুস, মূত্রনালী-সহ শিল্পীর শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে আরিফ হাসান। আরিফ বলেন, “১২ বছর ধরে বাবা অসুস্থ। গত এক মাসে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে।” ১৯২৭ সালে অবিভক্ত ভারতের রাজস্থানে জন্মেছিলেন মেহদি। ৪৭-এ দেশভাগের পর চলে যান পাকিস্তানে। মেহদি হাসানের গজলের অগণিত ভক্ত ছড়িয়ে রয়েছেন উপমহাদেশ জুড়ে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.