সীমান্ত উন্নয়ন তহবিলের বরাদ্দে এলাকায় বিদ্যুদয়নের কাজ শুরুর দাবিতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করল দক্ষিণ বেরুবাড়ি পঞ্চায়েত কর্তৃপক্ষ। দক্ষিণ বেরুবারি পঞ্চায়েত প্রধান সারদা প্রসাদ দাস বলেন, “গ্রামগুলির বাসিন্দারা দীর্ঘদিন ধরে আশা করে আছেন। তাদের আশা এখন হতাশায় পরিণত হয়েছে। চিঠি দিয়ে এলাকার সমস্যার কথা জেলাশাসককে জানিয়েছি। অবিলম্বে কাজ শুরু করা হোক।” রাজীব গাঁধী বিদ্যুদয়ন প্রকল্পের জলপাইগুড়ি জেলার প্রজেক্ট ম্যানেজার আশিস বিশ্বাস বলেন, “যে সংস্থাকে কাজ দেওয়া হয়েছিল, তাদের দেরি হচ্ছে। দ্রুত তা শুরুর চেষ্টা হচ্ছে।” সীমান্ত উন্নয়ন তহবিলের টাকায় ১৬টি লিঙ্ক রোড পাকা করা, এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নতি, পানীয় জলের ব্যবস্থা করা এবং কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখন্ডে কিসান শেড নির্মাণ করা সমেত বেশ কয়েকটি প্রকল্পের কাজও আটকে রয়েছে।
|
ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নিগ্রহের অভিযোগ উঠল স্বাস্থ্যকর্মীদের এক সংগঠনের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে বালুরঘাটের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, স্টেট গর্ভমেন্ট এমপ্লয়িজ (ইউনিফায়েড) ইউনিয়নের সদস্যরা তরফে বিকাল ৫টা নাগাদ ভারপ্রাপ্ত মুখ্যস্বাস্থ্য আধিকারিক গৌরব রায়ের সঙ্গে দেখা করেন। দফতরের আসবাব ও কম্পিউটার কেনা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে তাঁরা বিক্ষোভ দেখান। সেই সময় গৌরববাবুকে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। তিনি পুলিশের অভিযোগ দায়ের করার পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকে বিষয়টি জানিয়েছেন। ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, “ঘরে ঢুকেই কর্মীরা মারমুখী হয়ে ওঠেন।” বালুরঘাট থানার আইসি মনোজ চক্রবর্তী বলেন, “মুখ্য স্বাস্থ্য আধিকারিক ৪ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। পাল্টা অভিযোগও জমা পড়েছে।”
|
পৃথক রাজ্যের দাবিতে জনসভার ডাক দিল গ্রেটার কোচবিহার পিপলস পার্টি। আজ, শুক্রবার দিনহাটার ভেটাগুড়িতে ওই জনসভা হবে। |