|
|
|
|
গুলিবিদ্ধ নিরাপত্তারক্ষী |
নিজস্ব সংবাদাতা • রায়গঞ্জ |
উত্তর দিনাজপুরের জেলাশাসকের নিরাপত্তারক্ষীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকালে রায়গঞ্জের কর্ণজোড়ায় সরকারি আবাসন থেকে উত্তম সিংহ রায় নামে ওই কনস্টেবলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন পরিবারে লোকজন। পুলিশ গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। রায়গঞ্জ জেলা হালপাতালের ভারপ্রাপ্ত সুপার সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, “উত্তমবাবুর মাথার ডানদিকে গুলির আঘাতের চিহ্ন মিলেছে।” অতিরিক্ত পুলিশ সুপার ডেভিড ইভান লেপচা বলেন, “নিজের সার্ভিস রিভলবার থেকে মাথায় গুলি করে ওই পুলিশ কর্মী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করলেন তা স্পষ্ট নয়। বিষয়টি দেখা হচ্ছে।” পুলিশ জানাচ্ছে, গত বুধবার রাতে ডিউটি শেষ করে উত্তমবাবু সার্ভিস রিভলবারটি পুলিশ লাইনে জমা না করে আবাসনে নিয়ে যান। এদিন সকালে স্ত্রী অনিতাদেবী আবাসনের ছাদে ফুল তুলতে গিয়েছিলেন। তাঁর মেয়ে আবাসনের অন্য একটি ঘরে ছিলেন। গুলির শব্দ পেয়ে মেয়ে ছুটে এসে বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। আবাসনের অন্য বাসিন্দারা। উত্তমবাবুর ছেলে রক্তিমবাবু বলেন, “আমাদের পরিবারে কোনও সমস্যা নেই। বাবা কেনও এমন করলেন তা বুঝতে পারছি না।” জেলাশাসক পাশাং নরবু ভুটিয়া বলেন, “বুধবার রাত ৯টা নাগাদ দফতরের পর আমাকে বাড়িতে পৌঁছে উত্তমবাবু নিজের আবাসনে চলে যান। এদিন সকালে ১০টার মধ্যে আসতে বলি। কী কারণে এমন হল তা পরিষ্কার নয়। পুলিশকে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি।” ২০০১ সালে তিনি জলপাইগুড়ি থেকে বদলি হয়ে রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা পুলিশ লাইনে কাজে যোগ দেন উত্তমবাবু যোগ দেন। |
|
|
|
|
|