টুকরো খবর
ঝড়ে গাছ পড়ে ব্যাহত ট্রেন চলাচল
তীব্র দাবদাহের পরে বৃহস্পতিবার দুপুরে প্রায় এক ঘণ্টা বৃষ্টিতে স্বস্তি ফিরলেও বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে পুরুলিয়ায়। অন্য দিকে, দক্ষিণ-পূর্ব রেলের পিয়ারডোবা ও বগড়ি রোড স্টেশনে ট্রেনের তারের উপর গাছ পড়ে যাওয়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। অনেক রাত পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে।দুর্ভোগের স্বীকার হন যাত্রীরা। স্থানীয় সূত্রে খবর, এ দিন দুপুরে ঝালদায় বাজ পড়ে অনিলচন্দ্র মাহাতো নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বাসিন্দারা জানান, ঝালদার গুড়িডি গ্রামের বাসিন্দা অনিলবাবু গ্রামের মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক ছিলেন। দুপুরে তিনি পুকুরে স্নান করতে গিয়েছিলেন। সেই সময়েই বাজ পড়ে আহত হন। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়ে দেন। এ ছাড়া, ঝড়ে গাছ পড়ে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে আদ্রা ডিভিশনের আদ্রা-মেদিনীপুর ও আদ্রা-পুরুলিয়া শাখায়। অন্য দিকে, বিকেল সাড়ে ৪টে নাগাদ দক্ষিণ-পূর্ব রেলের পিয়ারডোবা ও বগড়ি রোড স্টেশনে ট্রেনের তারের উপর গাছ পড়ে যাওয়ায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। এরফলে ৩ ঘন্টা ধরে প্রথমে বাঁকুড়ায় ও পরে বিষ্ণুপুর স্টেশনে আটকে রাখা হয়েছে হাওড়াগামী রূপসী বাংলা এক্সপ্রেসকে। একই সঙ্গে গড়বেতাগামী গড়বেতা লোকালটি আটকে আছে ওন্দা স্টেশনে। বিষ্ণুপুর স্টেশনের ডেপুটি স্টেশন ম্যানেজার দীপক দত্ত বলেন, “আদ্রা থেকে টাওয়ার কার এনে তার থেকে গাছ কেটে সরানোর কাজ শুরু হয়েছে। গাছ কাটার কাজ শেষ হলেও তার ছিঁড়ে যাওয়ায় মেরামতিতে দেরি হচ্ছে। আমরা চেষ্টা করছি ডাউন লাইন দিয়ে রূপসী বাংলাকে পার করে দেওয়ার।”

কাশীবাবুর ‘অপমান’, সরব সূর্যও
বাঁকুড়ার উপনির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজগ্রামে সভা ছিল শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের।
সভা চলাকালীন ঝড় ওঠে। ছাতা উল্টে গেলেও সভা চালিয়ে যান পার্থবাবু। ছবি: অভিজিৎ সিংহ
তিনি নেই। তবু, তিনিই আছেন। প্রচারে তো আছেনই। আছেন দলের নেতাদের কথায়। আছেন বিরোধী দলের নেতৃত্বের বক্তৃতাতেও। যাঁর মৃত্যুতে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন, সেই প্রয়াত তৃণমূল বিধায়ক কাশীনাথ মিশ্রেরই দীর্ঘ ‘ছায়া’ জড়িয়ে থাকছে এই ভোটের পরতে পরতে। সে জন্যই বোধহয় প্রচারে এসে কাশীবাবুর নাম করেই সহানুভূতি আদায়ের পথে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা, সিপিএমের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্রও। গত বছরের মে মাসে নতুন রাজ্য সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে আনলেন তিনি। বৃহস্পতিবার বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের মাঠে সূর্যবাবু অভিযোগ করেন, “কাশীবাবুকে রাজভবনে শপথগ্রহণের অনুষ্ঠানে ডেকে শপথ না দিয়ে অপমান করা হয়েছে। এত বড় অপমান না করা হলে উনি হয়ত আরও কিছু দিন বাঁচতেন।” স্বাভাবিক ভাবেই এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল। রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এটা এক ধরনের মানসিক বিকৃতির পরিচয়। কাশীবাবু এই ঘৃণ্য রাজনীতি অপছন্দ করতেন। আমরাও করি।” এ দিন সন্ধ্যায় ঝড়-বৃষ্টির মধ্যেও নতুনগ্রাম ও রাজগ্রামে সভা করেন শিল্পমন্ত্রী। জেলার হস্তশিল্পের উন্নয়নে তাঁদের সরকার উদ্যোগ নিয়েছে বলে শিল্পমন্ত্রী জানান। ধলডাঙায় জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, “কাশীবাবুর স্বপ্ন ছিল বাঁকুড়ার জলসমস্যা মেটাবেন। কেন্দ্রীয় সরকারের সাহায্যে সেই সমস্যা মেটানোর কাজ শুরু হচ্ছে।” ‘ছায়া’ সেই কাশীবাবুরই!

ধর্ষণের ‘চেষ্টা’, যুবক গ্রেফতার
বাড়িতে ঢুকে এক বধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পাত্রসায়র থানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, দীনবন্ধু ঘোষ নামে ওই যুবককে বুধবার ভোরে গ্রেফতার করে বিষ্ণুপুর আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানায়, ওই বধূ থানায় অভিযোগ জানিয়েছেন, গত ১৭ মে দুপুরে বাড়িতে ঢুকে দীনবন্ধু তাঁকে ধর্ষণের চেষ্টা করে। গলার হার ছিনিয়ে নিয়ে পালায় ওই যুবক। সালিসি সভায় বিষয়টি মিটমাট না হওয়ায় তিনি ২১ মে থানায় অভিযোগ করেন। ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

বধূ নির্যাতনে ধৃত ২
বধূ নির্যাতনের অভিযোগে শ্বশুর ও দেওরকে গ্রেফতার করল পুলিশ। বুধবার মেজিয়া থানার নাগরডাঙা থেকে পুলিশ বধূটির শ্বশুর রূপময় ভাণ্ডারি ও দেওর উত্তম ভাণ্ডারীকে গ্রেফতার করে। ওই বধূ পুষ্প ভাণ্ডারির পুলিশের কাছে অভিযোগ করেন, পণের টাকা বাকি থাকায় তাঁর উপরে শ্বশুরবাড়ির লোকেরা নির্যাতন শুরু করে। তাঁকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। শুক্রবার শ্বশুরবাড়িতে ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়।

সংঘর্ষে জখম ৩
গ্রাম্য বিবাদের জেরে সংঘর্ষে জখম হলেন তিন জন। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার হুড়া থানার শ্যামপুর গ্রামের ঘটনা। আহতদের মধ্যে দু’জনকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। মাথায় ধারাল অস্ত্রের আঘাত থাকা এক ব্যক্তিকে পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

ট্রাকের ধাক্কায় মৃত্যু
পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল প্রৌঢ়ের। বাঁকুড়ার হিড়বাঁধ থানার বহড়ামুড়ি গ্রামে, বাঁকুড়া-খাতড়া রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম অলঙ্গ বাউরি (৫৫)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.