টুকরো খবর
পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে অভিযোগ
পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ তুলে বাদুড়িয়ার বিডিওকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল সিপিএম। প্রাক্তন বিধায়ক মহম্মদ সেলিম, জেলা কমিটির সদস্য মৃণাল চক্রবর্তী-সহ সেখানে হাজির ছিলেন সিপিএমের একাধিক নেতা। ঘণ্টা দু’য়েক বিক্ষোভ চলার পরে স্মারকলিপি দেওয়া হয় বিডিও তারক মণ্ডলকে। বিষয়গুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিডিও। বাদুড়িয়া পঞ্চায়েত সমিতি কংগ্রেসের দখলে। সিপিএমের দাবি, একশো দিনের কাজের প্রকল্প, বার্ধক্য ও বিধবা ভাতা, ইন্দিরা আবাসে ঘর তৈরি-সহ নানা প্রকল্পে দুর্নীতি ও স্বজনপোষণ করছে পঞ্চায়েত সমিতি। মহম্মদ সেলিম বলেন, “বেছে বেছে সিপিএম কর্মী-সমর্থকদের ইন্দিরা আবাসের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। সিপিএম করায় অন্যান্য সরকারি ভাতা থেকেও বঞ্চিত করা হচ্ছে তাঁদের। বিডিওকে জানিয়েও সমস্যার সুরাহা হচ্ছে না।” এ বিষয়ে প্রশাসন পদক্ষেপ না করলে ‘বৃহত্তর’ আন্দোলনের হুমকি দিয়েছেন সিপিএম নেতারা। পঞ্চায়েত সমিতির তরফে অবশ্য এই সমস্ত অভিযোগই অস্বীকার করা হয়েছে।

গরু পাচার, ধৃত ৬
উত্তর ২৪ পরগনার সীমান্ত দিয়ে বাংলাদেশ গরু পাচার রুখতে পুলিশ এবং বিএসএফ যৌথ ভাবে কড়া নজরদারি শুরু করেছে। বুধবার রাতে জেলার দু’টি এলাকা থেকে ৬ জন গরু পাচারকারীকে ধরা হয়। আটক করা হয় ২৩টি গরু। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার শেষ রাতে গাইঘাটার সীমান্তবর্তী তিলির মাঠ এলাকা থেকে ট্রাকে করে গরু পাচারের সময়ে ৫ গরু পাচারকারীকে ধরা হয়। আটক করা হয় ১৬টি গরু। অভিযানে সামিল হয়েছিলেন এসডিপিও (বনগাঁ) জয়ন্ত মুখোপাধ্যায়। বিএসএফের ৩৬ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অনিল কুমার সিংহ বলেন, “গরুর পাশাপাশি ট্রাকটিকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ১২ লক্ষ ৯৯ হাজার টাকা। ধৃতদের বাড়ি গোপালনগর এবং বনগাঁ এলাকায়। তাদের মধ্যে এক জন দলের পাণ্ডা। সীমান্ত দিয়ে গরু পাচার রুখতে ব্যবস্থা নেওয়া হয়েছে।” ধৃতদের বৃহস্পতিবার দুপুরে গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্বরূপনগরের তেঁতুলিয়ায় মঙ্গলবার চেকপোস্ট বসানো হয়েছে। বুধবার ৭টি গরু সমেত একটি ম্যাটাডর আটক করা হয়। গ্রেফতার করা হয় এক পাচারকারীকে।

তৃণমূল কর্মীদের বাড়িতে ঢুকে মারধর, কাঠগড়ায় সিপিএম
সিপিএম কলকাতার শহরতলিতেই তৃণমূলের কর্মী-সমর্থকদের বাড়িতে ঢুকে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করলেন বিধানসভার ডেপুটি স্পিকার সোনালী গুহ। বৃহস্পতিবার সকালে দক্ষিণ শহরতলির বিষ্ণুপুরে কয়েক জন তৃণমূলকর্মীকে মারধর করা হয়। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সিপিএমের কর্মী-সমর্থকেরাই হামলা চালিয়েছে। তৃণমূলের কর্মী-সমর্থকদের বাড়িতে ইট-বোমা মেরেছে। সিপিএমের হামলায় পাঁচ জন আহত হয়েছেন বলেও জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পুলিশ জানিয়েছে, তৃণমূলের অভিযোগের ভিত্তিতে ভুলে সর্দার নামে এক সিপিএম সমর্থককে গ্রেফতার করা হয়েছে। এ দিন বিকেলেই ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক এবং বিধানসভার ডেপুটি স্পিকার সোনালীদেবী। তাঁর অভিযোগ, “সিপিএমের কর্মী-সমর্থকেরা এলাকায় সন্ত্রাস কায়েম করার জন্য মারধর করছে।” এ বিষয়ে প্রশ্ন করা হলে সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তী বলেন, “কী হয়েছে জানি না। স্থানীয় নেতৃত্বের কাছে খোঁজ নিতে হবে।”

দুর্ঘটনায় মৃত্যু অ্যাম্বুল্যান্স চালকের
ম্যাটাডরের সঙ্গে অ্যাম্বুল্যান্সের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক জনের। তিনি অ্যাম্বুল্যান্সের চালক। বুধবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে গাইঘাটার কুলপুকুর এলাকায় যশোহর রোডে। মৃতের নাম গোপাল সাঁতরা (৩০)। বাড়ি বনগাঁর চালকি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপাল বনগাঁ পুরসভার অ্যাম্বুল্যান্স চালাতেন। বুধবার রাতে রোগী নিয়ে তিনি কলকাতার হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে গ্যাস সিলিন্ডার বোঝাই ম্যাটাডরটির সঙ্গে সংঘর্ষ হয়। ম্যাটাডারটি পাশের নয়ানজুলিতে উল্টে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোপালের। বৃহস্পতিবারই তাঁর নতুন বাড়িতে ‘গৃহপ্রবেশ’-এর কথা ছিল। এ দিন বনগাঁর অ্যাম্বুল্যান্স-চালকেরা গোপালের দেহ নিয়ে শহরে শোক-মিছিল করেন। পুলিশ ম্যাটাডরটি আটক করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ম্যাটাডরে করে গ্যাস সিলিন্ডার পাচার করা হচ্ছিল। পুলিশ ৪০টি গ্যাস সিলিন্ডার আটক করেছে। পুলিশ জানায়, ম্যাটাডরের চালক-খালাসি পলাতক।

তরুণ ক্রিকেটারের মৃত্যু
এক তরুণ ক্রিকেটারের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গলায় শাড়ির ফাঁস লাগানো অবস্থায় বৃহস্পতিবার ভোরে হাবরার কামারথুবা এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাস (১৯) নামে ওই তরুণকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। প্রসেনজিৎ কলকাতার বাটা স্পোর্টস ক্লাবের নিয়মিত ক্রিকেটার ছিলেন। জেলার বিভিন্ন ক্লাবের হয়েও খেলেছেন। হাবরা শ্রীচৈতন্য কলেজের বিএ প্রথম বর্ষে পড়তেন। দিন কয়েক আগে সোদপুরে মাসির বাড়ি বেড়াতে যান। সেখান থেকে বুধবার ফেরেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্লুইস গেট মেরামত করার আশ্বাস মন্ত্রীর
জমি অধিগ্রহণের কাজ শেষ না হওয়ায় সুন্দরবনের নদীবাঁধ তৈরিতে দেরি হচ্ছে বলে ফের জানালেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্যামল মণ্ডল। তবে বর্ষা আসার আগেই স্লুইস গেটগুলি মেরামত করতে সংশ্লিষ্ট দফতরকে বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বুধবার বিকেলে সন্দেশখালির রাজবাড়ি স্কুলমাঠে একটি রাস্তার শিলান্যাস করতে এসেছিলেন মন্ত্রী। সেখানে ছিলেন উত্তর ২৪ পরগনার জেলা সভাধিপতি ভরত দাস, মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল-সহ প্রশাসনের আধিকারিকেরা। মহকুমা প্রশাসন সূত্রের খবর, প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে সন্দেশখালির কানমারি থেকে রাজবাড়ি হাসপাতাল পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে। রাস্তাটি শেষ হলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন।”

পথ দুর্ঘটনায় মৃত্যু
মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন এক সাইকেল আরোহী। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উস্তির শ্রীচন্দ্রা বাসমোড়ের কাছে। পুলিশ জানায়, মৃতের নাম রামশঙ্কর চক্রবর্তী (৪৩)। বাড়ি ওই এলাকাতেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামশঙ্করবাবু এ দিন শিরাখোলের দিক থেকে উস্তির দিকে ফিরছিলেন। একই দিকে যাওয়া একটি বাস পিছন থেকে তাঁকে ধাক্কা মারে। জখম অবস্থায় ডায়মন্ড হারবার হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। চালকে গ্রেফতার করেছে পুলিশ।

দু’টি নৌকোর ধাক্কায় মৃত মহিলা
যন্ত্রচালিত দু’টি নৌকোর ধাক্কা লেগে মৃত্যু হল এক মহিলা যাত্রীর। জখম হয়েছেন তিন জন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে সন্দেশখালির রায়মঙ্গল নদীতে। পুলিশ জানায়, মৃতার নাম শিবানী মাহাতো (৪৯)। পূর্ব আতাপুর গ্রামের ওই মহিলা নৌকোয় যাচ্ছিলেন ধামাখালির দিকে। উল্টো দিক থেকে ন্যাজাটের দিকে আসছিল আর একটি যাত্রিবাহী নৌকো। আতাপুরের গোপালের ঘাটে যাত্রী নামানোর সময়ে দু’টি নৌকোর ধাক্কা লাগে। তিন জখম যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। খুলনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান শিবানীদেবী। ঘাটের উপরে পড়ে মাথায় চোট পেয়েছিলেন তিনি। পুলিশ দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য পাঠায়।

দুষ্কৃতী গ্রেফতার
১০ কেজি গাঁজা-সহ এক দুষ্কৃতীকে ধরল পুলিশ। বুধবার বিকেলে হাসনাবাদ স্টেশনে দাঁড়িয়ে ছিল জলসেরিয়া গ্রামের বাসিন্দা মনসুর আলি গাজি নামে ওই ব্যক্তি। পুলিশ তাকে ধরে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.