টুকরো খবর
খানাকুলে গোষ্ঠীদ্বন্দ্ব, প্রহৃত তৃণমূলকর্মী
তৃণমূলের এক কর্মীকে ঘর তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল দলেরই কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে। তাঁর স্ত্রীর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে খানাকুলের রায়বার গ্রামে। গ্রাম-সংলগ্ন একটি পুকুর পাড় থেকে শেখ আনসার আলি নামে ওই জখম তৃণমূল কর্মীকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তাঁকে পাঠানো হয় আরামবাগ মহকুমা হাসপাতালে। বৃহস্পতিবার বিকেলে তাঁর স্ত্রী রেমিজা বেগম পুলিশের কাছে স্থানীয় তৃণমূল নেতা মঈনূল হক ওরফে রাঙা-সহ ১৩ জনের নামে অভিযোগ দায়ের করেন। রেমিজার দাবি, স্বামীকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার সময়ে বাধা দিতে গেলে আক্রমণকারীরা তাঁর শ্লীলতাহানিও করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তেরা পলাতক। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন মঈনূল। তাঁর বক্তব্য, “ঘটনার সঙ্গে তাঁর বা তাঁর দলের কোনও সম্পর্ক নেই। গোষ্ঠীদ্বন্দ্বেরও ব্যাপার নয়। জমিজমাকে কেন্দ্র করে পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা।” তবে গ্রামেরই অন্য এক তৃণমূল নেতা সাহাজামাল মল্লিক ওরফে লাল্টুর বক্তব্য, “তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব লুকোনোর আর কোনও জায়গা নেই। আমার ঘনিষ্ঠ বলে পরিচিত কর্মীদের মারধর চলছেই। রাঙা ও তার সঙ্গীদের বেআইনি কাজকর্মের প্রতিবাদ করাতেই এমনটা ঘটছে। ওরা খুনের হুমকি দিচ্ছে। খুনের চেষ্টাও করছে।” দলের একাংশ ও স্থানীয় সূত্রের খবর, দুই নেতার গোলমালের জেরে ওই এলাকায় প্রায়ই অশান্তি হচ্ছে। আনসার মাস দু’য়েক আগেও মঈনূলের সঙ্গে মেলামেশা করতেন। ইদানীং তিনি সাহাজামালের ‘ঘনিষ্ঠ’ হয়ে উঠেছিলেন। হাসপাতালের বিছানায় শুয়ে আনসার বলেন, “আমি অনেক সময়ে অন্যায়, জুলুমের প্রতিবাদ করি বলেই ওরা আমাকে মেরে ফেলতে চাইছিল।”

স্বস্তির বৃষ্টি দুই জেলায়

তীব্র গরমের হাত থেকে কিছুটা হলেও রেহাই পেলেন মেদিনীপুরবাসী। বৃহস্পতিবার বিকেলে দুই মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ ধরেই বৃষ্টি চলে। স্বস্তির বৃ্ষ্টিতে তাপমাত্রার পারদ নামে বেশ কিছুটা। যদিও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গরমে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তীব্র গরমই তাঁদের মৃত্যুর কারণ। পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমাতে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। রামনগর থানার কালিন্দী গ্রাম পঞ্চায়েতের সুবেড়িয়া গ্রামের সূর্যকান্ত জানা (৭০) মঙ্গলবার বিকালের দিকে তীব্র গরমে জ্ঞান হারান। সন্ধ্যায় তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তিনি মারা যান। মহকুমা হাসপাতাল সূত্রে বলা হয়েছে তীব্র দাবদাহে বার্ধক্য জনিত কারণেই জ্ঞান হারিয়ে মারা যান তিনি। বৃহস্পতিবার দুপুরে মাঠে কাজ করছিলেন পটাশপুর থানা এলাকার সাহাপুর গ্রামের মধুসূদন দাস (৬২)। সে সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান তিনি। পশ্চিম মেদিনীপুরেও কয়েকজনের মৃত্যুর খবর এসেছে। সারাদিন ফেরি করে বুধবার বিকেলে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন সহদেব পাণ্ডে (৪৫) নামে এক ব্যক্তি। বাড়ি বেলিয়াবেড়া থানার গোয়ালমারায়। সাইকেলে করে বাড়ি ফেরার পথে জামবনি থানার চিচিড়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাঁর মৃত্যু হয়। বৃহস্পতিবার ময়নাতদন্তে জানা যায়, গরমে অসুস্থ হয়েই এই ব্যক্তির মৃত্যু হয়েছে। শালবনি থানার পিড়াকাটায় বুধবার দুপুরে অসুস্থ হয়ে পড়েছিলেন রতন মণ্ডল (৪০) নামে এত বনকর্মী। পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ভর্তির ফর্ম বিলি নিয়ে গণ্ডগোল
কলেজে ভর্তির ফর্ম বিলি করতে চেয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) পরিচালিত ছাত্র সংসদ। ‘অবৈধ’ এই আবদারে সায় ছিল না কলেজ কর্তৃপক্ষের। গণ্ডগোলের জেরে শেষমেশ ফর্ম বিলিই বন্ধ হয়ে গিয়েছে হলদিয়ার রামপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে। কলেজ কর্তৃপক্ষ বুধবার থেকে শনিবার পর্যন্ত ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করলেও বৃহস্পতিবার টিএমসিপি-র ছেলেরা ফর্ম বিলি করে। হেস্তনেস্ত করতে শনিবার পরিচালন সমিতির বৈঠক ডেকেছেন কলেজ কর্তৃপক্ষ। অন্য বছরের মতোই এ বারও কলেজের অফিস থেকে ফর্ম বিলির কাজ চলছিল। বুধবার ছাত্রসংসদ অফিস থেকে ফর্ম বিলি করার দাবি জানান টিএমসিপির সদস্যরা। কলেজ কর্তৃপক্ষ তাতে রাজি না হলে টিএমসিপি-র সদস্যরা আলমারি ভেঙে ফর্ম নিয়ে চলে যান বলে অভিযোগ। এ দিকে, কলেজের অধ্যক্ষ মণিশঙ্কর মাইতি ছুটিতে থাকায় বিপাকে পড়েন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। বিতর্কের মধ্যে না গিয়ে তিনি কলেজের ফর্ম বিলির প্রক্রিয়া শনিবার পর্যন্ত স্থগিত রাখার বিজ্ঞপ্তি জারি করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভয়পদ মণ্ডল বলেন, “আমরা ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখলেও টিএমসিপি-র ছেলেরা জোর করে ফর্ম নিয়ে গিয়ে বিলি করছে।” এ দিকে ফর্ম বিলির নামে টিএমসিপি অতিরিক্ত টাকা তুলছে বলে অভিযোগ এসএফআইয়ের। সংগঠনের জেলা সম্পাদক পরিতোষ পট্টনায়েক বলেন, “টিএমসিপি-র ছেলেরা নিজেদের মতো জোর করে ফর্ম বিক্রি করছে। অতিরিক্ত টাকা নিচ্ছে ভর্তি হতে আসা ছাত্রছাত্রীদের থেকে। এর বিরোধিতা করলে মারধর করে আমাদের।” অভিযোগ অস্বীকার করে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি সুব্রত জানার দাবি, “সমস্ত কলেজে ছাত্রসংসদ থেকেই ফর্ম বিলি করা হয়। এতে অসুবিধা কোথায়? অতিরিক্ত টাকা নেওয়া হয়নি। ওরা নিজেরা এসেই দেখে যাক। কলেজ কর্তৃপক্ষ বরাবর এসএফআইয়ের পক্ষ নিয়ে কথা বলে।”

অভিযুক্ত টিএমসিপি

কলেজে ভর্তির ফর্মের সঙ্গে জোর করে দলীয় সদস্যপদের ফি বাবদ টাকা তোলার অভিযোগ উঠল দাসপুরের নাড়াজোল রাজ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। এই ভাবে জোর করে টিএমসিপি-র সদ্যপদের জন্য টাকা নেওয়ায় ক্ষুব্ধ ছাত্রছাত্রী ও অভিভাবকদের একাংশ। ভয়ে কেউ প্রকাশ্যে অভিযোগ করছেন না অবশ্য। কলেজের অধ্যক্ষ দেবব্রত পাহাড়ি বলেন, “কলেজের ভিতরে তৃণমূলের ছাত্র সংগঠন টাকা নিচ্ছে বলে আমি শুনেছি। বিষয়টি খোঁজ নিচ্ছি।” এদিকে সংগঠনের সরাসরি দায়িত্বে না থাকলেও এখন কলেজের ইউনিয়নের পুরো দায়িত্ব সামলাচ্ছেন প্রয়াত তৃণমূল বিধায়ক অজিত ভুঁইয়ার ছেলে কুমারেশ। তিনি বলেন, “টাকা নেওয়া হচ্ছে বলে আমিও শুনেছি। এর বেশি কিছু বলব না।” নাড়াজোল কলেজে ইতিমধ্যেই সাতশোর বেশি ফর্ম বিক্রিও হয়ে গিয়েছে। অভিযোগ, ফর্ম তোলার সময় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সংগঠনের সদস্য ফি বাবদ ১০ টাকার রসিদ ধরিয়ে দিচ্ছেন। আগে টাকা দিলে তবেই মিলছে ফর্ম। এসএফআই নেতা সমর মাহাতো বলেন, “ছাত্র-ছাত্রীদের কাছ থেকে জোর করে টাকা নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে দ্রুত আমরা আন্দোলনে নামব”

কংগ্রেসের সম্মেলন

রামনগর ২ ব্লকের বালিসাইতে বুধবার ব্লক কংগ্রেসের সম্মেলন হল। কাঁথি মহকুমা কংগ্রেস সভাপতি গঙ্গারাম মিশ্র, প্রদেশ কংগ্রেসের দুই সম্পাদক উর্বশী ভট্টাচার্য, ক্ষিতীন্দ্রমোহন সাহু, প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক কৌশিক মুখোপাধ্যায়, জেলা কংগ্রেস সভাপতি অসিত পাল, প্রাক্তন বিধায়ক শৈলজা দাস প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনে কংগ্রেস নেতারা অভিযোগ করেন, ‘‘রাজ্যের মানুষ অনেক আশা আকাঙ্খা নিয়ে জোট সরকারকে ক্ষমতায় বসালেও বছর শেষে প্রতিশ্রুতি আর একদলীয় শাসন ছাড়া কিছুই পাওয়া যায়নি।” আগামী পঞ্চায়েত নির্বাচনে একক ভাবে লড়ার কথাও ঘোষণা করেন কংগ্রেস নেতারা। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্লক কংগ্রেস সভাপতি দীপক দাস।

সেই চিকিৎসকের বাড়িতে পুলিশি প্রহরা

পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালের চিকিৎসকের বাড়িতে হামলার ঘটনার এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রদীপ দাস নামে ওই চিকিৎসকের বাড়ির বাইরে অবশ্য বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পুলিশি প্রহরা বসেছে। এরই মধ্যে তৃণমূলের স্থানীয় নেতারা ওই চিকিৎসকের বাড়িতে গিয়ে আশ্বস্ত করে এসেছেন। মঙ্গলবার রাতে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা।

গ্রেফতার দুই সিপিএম কর্মী

তৃণমূল কর্মীকে অপহরণ করে খুনের চেষ্টার অভিযোগে দুই সিপিএম কর্মীকে গ্রেফতার করল নয়াগ্রাম থানার পুলিশ। ধৃতদের নাম মণিভূষণ পালধি ও অরুণ মান্না। বাড়ি কেশিয়াড়ি থানার আলাস গ্রামে। পাশের গ্রাম দুর্গাপুরে থাকেন পুলিন বারিক নামে এক তৃণমূলকর্মী। বুধবার ছানা বিক্রি করতে তিনি নয়াগ্রাম থানার খড়িকামাথানিতে গিয়েছিলেন। সন্ধ্যায় ফেরার পথে ওই দুই সিপিএম কর্মী অপহরণ করে খুনের চেষ্টা করে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ দু’জনকে গ্রেফতার করে।

অভিযুক্ত সিপিএম

তৃণমূলের পোস্টারে মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে নোংরা লেপে দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে দাসপুর শহরে এই ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের যুব নেতা কৌশিক কুলভির অভিযোগ, “বুধবার রাতে সিপিএমের লোকজন এই কাজ করেছে। বিষয়টি আমরা থানায় জানিয়েছি।” যদিও অভিযোগ অস্বীকার করে সিপিএমের জেলা কমিটির সদস্য সুনীল অধিকারী বলেন, “এ রকম নোংরা রাজনীতি আমরা করিনি। তৃণমূলেরই কেউ এ কাজ করে আমাদের দলের নামে দোষ চাপাচ্ছে।”

রবীন্দ্র-স্মরণ

বৃহস্পতিবার ‘এগরা কথা-ছন্দ’ র উদ্যোগ ও ব্যস্থাপনায় রবীন্দ্র-জন্ম সার্ধ শতবর্ষের সমাপ্তি উপলক্ষে অনুষ্ঠিত হল রবীন্দ্র স্মরণোৎসব। এগরা পুরসভা সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক অমলেন্দুবিকাশ জানা, মহকুমা শাসক অসীমকুমার বিশ্বাস প্রমুখ। নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রকাশিত হল ‘কথা-ছন্দ, ছোটোদের পাঠাগার’ এর ষান্মাসিক পত্রিকা ‘ধ্রুবতারা’।

অনুষ্ঠান
সম্প্রতি নজরুল, বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ স্মরণে অনুষ্ঠান করল দাসপুরের নৈহাটি অদ্ভূত সঙ্ঘ। দু’দিন ধরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও আলোচনাসভা, রক্তদান শিবির, দুঃস্থ ও কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.