নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
প্রবল গরমে গ্রামীণ আরামবাগে পানীয় জলের সঙ্কট তীব্র আকার নিয়েছে। অধিকাংশ খাল-বিল ও পুকুরের জল যেমন শুকিয়ে গিয়েছে, তেমনই অকেজো হয়ে গিয়েছে বেশির ভাগ নলকূপ। ফলে, গ্রামবাসীদের পানীয় জল আনতে বিস্তর দুর্ভোগ পোহাতে হচ্ছে। কেউ এক কিলোমিটার, কেউ দু’কিলোমিটার দূরের নলকূপ থেকে জল আনছেন। সেই সব নলকূপেও আবার দীর্ঘ লাইন। পানীয় জলের সঙ্কট নিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ-বিক্ষোভও বাড়ছে।
মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আরামবাগের ৬৩টি পঞ্চায়েতে প্রায় ১৫ হাজার পানীয় জলের নলকূপ রয়েছে। সেই সব নলকূপ গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি নির্মিত। প্রতি গ্রীষ্মেই বহু এলাকার জলস্তর নেমে যাওয়ায় অকেজো হয়ে যায় নলকূপগুলি। তার ফলেই সমস্যার সৃষ্টি হয়। মহকুমাশাসক অরিন্দম নিয়োগী বলেন, “ত্রয়োদশ অর্থ কমিশনের বরাদ্দ তহবিল এবং তৃতীয় রাজ্য অর্থ কমিশনের বরাদ্দ তহবিল থেকে পানীয় জলের নলকূপগুলি অবিলম্বে যাতে মেরামত করা হয়, পঞ্চায়েতগুলিকে সেই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। বিডিওদের বলা হয়েছে, পানীয় জল-সংক্রান্ত বিষয়ের কাজে অগ্রাধিকার দিতে হবে।”
বুধবারই খানাকুল-১ ব্লকের সুলুট গ্রামের বাসিন্দারা সংশ্লিষ্ট পোল-১ পঞ্চায়েতে পানীয় জলের নলকূপ মেরামতির দাবিতে বিক্ষোভ দেখান। সেখানে বেশ কিছু দিন ধরে দু’টি নলকূপই খারাপ হয়ে রয়েছে। গ্রামবাসীদের প্রখর রোদে পানীয় জল আনতে হচ্ছে এক কিলোমিটার দূরের নলকূপ থেকে। বিডিও সুপ্রভাত চট্টোপাধ্যায় দ্রুত নলকূপ সারানোর আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “পানীয় জলের সমস্যা মেটানোই আপাতত গুরুত্বপূর্ণ কাজ। প্রচুর নলকূপ অকেজো রয়েছে।” |