নিজস্ব সংবাদদাতা • তারকেশ্বর |
তারকেশ্বরের চাঁপাডাঙা কলেজের অধ্যক্ষ তরুণ মণ্ডলের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটল বুধবার রাতে। কেউ হতাহত না হলেও তরুণবাবুর বাড়ির সামনের দিকে থাকা কিছু ফাইবারের চেয়ার ফেটে যায়। দরজাতেও চিড় ধরে। তরুণবাবু এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু তা কারও নামে নয়। যদিও, তাঁর ভাই স্থানীয় তৃণমূল নেতা তুষারবাবু ঘটনার পিছনে এসএফআই ছেড়ে সদ্য দলের ছাত্র সংগঠনে যোগ দেওয়া এক ছাত্র-নেতা জড়িত বলে সন্দেহ করছেন। সে কথা তিনি পুলিশকেও জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তরুণবাবুদের বাড়ি তারকেশ্বর বাজার সংলগ্ন এলাকায়। বুধবার রাত ১২টা নাগাদ বোমার আওয়াজ শোনা যায়। তবে, এ নিয়ে কেউই বিশেষ গুরুত্ব দেননি। বৃহস্পতিবার সকালে ঘটনার কথা জানাজানি হয়। পুলিশ ঘটনাস্থলে তদন্তে যায়। অধ্যক্ষ বলেন, “তিনতলা বাড়ির দোতলার ভিতরের দিকে ঘরে আমরা শুয়েছিলেন। বোমার আওয়াজ পাননি। সকালে দরজা খুলে দেখি চেয়ারগুলি ভেঙে গিয়েছে। কে বা কারা কী উদ্দেশে বোমা ফাটিয়েছে, তা বুঝতে পারছি না।” স্থানীয় এক তৃণমূল নেতার অভিযোগ, “ওই কলেজে আমাদের দলেরই এক ছাত্র-নেতা অনৈতিক ভাবে ছাত্র সংসদের জন্য তরুণবাবুর কাছে কলেজ তহবিলের টাকা চেয়েছিলেন। তা নিয়ে তরুণবাবুর সঙ্গে তাঁর বচসাও হয়। সেই রাগ থেকে এমনটা ঘটানো হয়েছে বলে মনে হচ্ছে।” ওই ছাত্র-নেতা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কলেজের ছাত্র-সংসদও টাকা নিয়ে অধ্যক্ষের সঙ্গে কোনও সমস্যার কথা মানতে চায়নি।
তৃণমূল নেতা তথা তারকেশ্বরের পুরপ্রধান স্বপন সামন্ত বলেন, “বোমাবাজির ঘটনায় আমাদের দলের কেউ জড়িত থাকলে ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |