বিচারকের বাড়ির জানলায় ঢিল |
হুগলি জেলার শ্রীরামপুর মহকুমা আদালতের এক বিচারকের বাড়িতে ঢিল ছোড়ার অভিযোগ উঠল। সুকুমার মণ্ডল নামে ওই বিচারক শ্রীরামপুর মহকুমা আদালত চত্বরে সরকারি আবাসনেই থাকেন। বৃহস্পতিবার ভোরে দু’তিনটি ঢিল তাঁর বারান্দার জানলার কাচে এসে লাগে। কাচে চিড় ধরে যায়। এ ব্যাপারে তিনি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার মহসীন কলেজ ঘাটে। পুলিশ জানিয়েছে, মৃত সোহম ভট্টাচার্য (১৬) চুঁচুড়া ফুলপুকুরের বাসিন্দা। পুলিশ জানায়, এ দিন সকাল ৯টা নাগাদ কয়েক জন বন্ধুর সঙ্গে চুঁচুড়া মাঠে খেলতে গিয়েছিল সোহম। ফেরার পথে স্থানীয় গঙ্গার ঘাটে তারা স্নান করতে নামে। হঠাৎ তলিয়ে যায় সোহম। পরে জাল ফেলে দেহ উদ্ধার করা হয়।
|
বকেয়া পাওনা না পেয়ে বৃহস্পতিবার সকালে হুগলি জেলার হিন্দমোটরের টিটাগড় ওয়াগনে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। বিক্ষোভের জেরে এ দিন কারখানার কাজকর্ম স্তব্ধ হয়ে যায়। যদিও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকায় অশান্তি বাড়েনি। জেলা প্রশাসন সূত্রে খবর, বর্তমানে কারখানাটিতে ২৫০ স্থায়ী এবং ৭৫০ অস্থায়ী শ্রমিক রয়েছেন। অভিযোগ, দীর্ঘ দিন ধরেই শ্রমিকরা কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করলেও তাঁরা বকেয়া পাননি। কারখানায় সিটু ও আইএনটিটিইউসি নেতৃত্বও বকেয়া পাওনা আদায়ে সচেষ্ট হননি বলে শ্রমিকদের অভিযোগ।
|
উচ্চ মাধ্যমিকের ফল
হাওড়া |
রঘুদেববাটি সাধারণের বিদ্যালয়: পরীক্ষার্থী ৩১২। উত্তীর্ণ ২৪১। সর্বোচ্চ ৪৫৫, প্রত্যুষ দাস।
ঝাঁপড়দহ ডিউক হাইস্কুল: পরীক্ষার্থী ২৩১। উত্তীর্ণ ২২২। সর্বোচ্চ ৪৩২, অভিজিৎ সামন্ত।
মাকড়দহ গার্লস হাইস্কুল: পরীক্ষার্থী ১৭৩। উত্তীর্ণ ১৬০। সর্বোচ্চ ৪১৫, পিয়ালি নস্কর।
বাণীবন যদুরবেড়িয়া বিদ্যাপীঠ: পরীক্ষার্থী ১৪২, উত্তীর্ণ ১৩৫। সর্বোচ্চ ৩৮৪, কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়।
মানশ্রী গয়ারাম হাইস্কুল: পরীক্ষার্থী ৩৫। উত্তীর্ণ ৩৫। সর্বোচ্চ ৩৭৮, শুভঙ্কর পোড়ে। |