রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থীকে নিঃশর্ত সমর্থন জানাবেন বলে আজ সনিয়া গাঁধীকে জানিয়ে দিলেন ডি এম কে নেতৃত্ব। করুণানিধির দূত হিসাবে প্রথমে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠক করেন তাঁর ছেলে স্ট্যালিন ও ডি এম কে নেতা টি আর বালু। পরে তাঁরা দশ নম্বর জনপথে গিয়ে কংগ্রেস সভানেত্রীর সঙ্গে কথা বলেন।
স্ট্যালিনের বক্তব্য, “রাষ্ট্রপতি নির্বাচনে ডি এম কে কোনও প্রার্থীর নাম প্রস্তাব করছে না। কংগ্রেস যাঁর নাম প্রস্তাব করবে তাঁকেই সমর্থন করব।” গাঁধীর সঙ্গে দেখা করে একই কথা জানিয়েছিলেন আর এক শরিক অজিত সিংহ। কংগ্রেস সূত্রের খবর, এক সপ্তাহের জন্য বিদেশ সফরে যাওয়ার কথা ছিল সনিয়ার। কিন্তু তা কয়েক দিন পিছিয়েছেন তিনি। রাষ্ট্রপতি ভোটে শরিক দলের নেতাদের সঙ্গে আলোচনা শেষ করে তিনি বিদেশ সফরে যাবেন। তবে সনিয়া প্রার্থী হিসেবে কার নাম প্রস্তাব করবেন সেটাই প্রশ্ন। আজও স্ট্যালিনের সঙ্গে বৈঠকে তিনি কোনও নাম জানাননি। তবে ডি এম কে-র কাছে জানতে চান যে তাঁরা কারও নাম প্রস্তাব করছেন কি না। কংগ্রেসের এক নেতার কথায়, ডি এম কে কারও নাম প্রস্তাব না করায় ইউ পি এ-র সর্বসম্মত প্রার্থী মনোনয়নের কাজ কিছুটা এগোলো।
তাৎপর্যপূর্ণ হল, সনিয়ার সঙ্গে সাক্ষাতের পর অজিত সিংহ বলেন, “রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য প্রণব মুখোপাধ্যায় সব থেকে যোগ্য।” আজ সনিয়ার সঙ্গে দেখা করার পর নর্থ ব্লকে প্রণববাবুর সঙ্গে দেখা করেন স্ট্যালিন। তা নিয়ে জল্পনা হলেও কংগ্রেস নেতাদের বক্তব্য, কংগ্রেসের তরফে করুণানিধির সঙ্গে প্রণববাবুই যোগাযোগ রাখেন। তাই তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন স্ট্যালিন।
উত্তর-পূর্বের উপজাতি সম্প্রদায়ের কোনও ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে দেখতে চায় অসম গণ পরিষদ। আজ এ কথা জানিয়েছেন গণ পরিষদ প্রধান প্রফুল্ল কুমার মহন্ত। তবে প্রাক্তন স্পিকার পূর্ণ সাংমাকে তাঁরা সমর্থন করবেন কি না তা নিয়ে মুখ খোলেননি মহন্ত। |