তাঁকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি করেছেন পাকিস্তানের সমাজকর্মী এবং আইনজীবী আসমা জাহাঙ্গির। পাক গোয়েন্দা সংস্থাগুলির শীর্ষ কর্তারাই এই চক্রান্তের পিছনে রয়েছেন বলে দাবি করেছেন তিনি। আসমার বক্তব্যকে সমর্থন করেছে পাক মানবাধিকার কমিশনও।
পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে বহু বার প্রতিবাদ জানিয়েছেন আসমা। বালুচিস্তানে এই ধরনের ঘটনার প্রতিবাদ করাতেই তাঁকে খুনের চক্রান্ত করা হয়েছে বলে দাবি ওই সমাজকর্মীর। চক্রান্তের কথা তাঁকে এক ‘বিশিষ্ট ব্যক্তি’ জানিয়েছেন বলেও দাবি করেছেন আসমা।
একটি গোপন নথি ফাঁস করে বিতর্কে জড়িয়েছিলেন আমেরিকায় পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত হুসেন হক্কানি। ওই নথিতে সেনা অভ্যুত্থান রুখতে পাক সরকার আমেরিকার সাহায্য চেয়েছিল বলে অভিযোগ। এই মামলায় আদালতে হক্কানির পক্ষ সমর্থন করেছিলেন আসমা। সেই কারণেও তিনি গোয়েন্দা সংস্থাগুলির বিরাগভাজন হয়ে থাকতে পারেন বলে ধারণা রাজনৈতিক শিবিরের।
আসমার দাবি, বেশ কিছু দিন ধরেই তাঁকে হেনস্থা করার চেষ্টা করছেন গোয়েন্দারা। সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু, অনুষ্ঠানস্থল ভাড়া করতে গিয়ে বাধার মুখে পড়েন আয়োজকরা। আসমার বক্তব্য, পাক গুপ্তচর সংস্থা আইএসআই -ই ওই অনুষ্ঠানে বাধা দেয়। আর এক বার আদালতে তাঁর উপরে হামলার চেষ্টা করে দু’জন। তাদের ধরে ফেলেন কয়েক জন আইনজীবী। আসমার দাবি, ওই দু’জনের কাছ থেকে আইএসআই ও ইনটেলিজেন্স ব্যুরোর পরিচয়পত্র পাওয়া গিয়েছিল।
আসমার বক্তব্যকে সমর্থন করেছে মানবাধিকার কমিশন। বিশ্বস্ত সূত্রে আসমার উপরে হামলার ছকের কথা জানা গিয়েছে বলে দাবি কমিশনেরও। এক বিবৃতিতে কমিশন বলেছে, আসমার উপরে হামলা পাক গণতন্ত্রের উপরে হামলার সামিল। তাই এই ছক কষার আগে ফলাফলের কথা ভেবে দেখা উচিত। |