টুকরো খবর
নেতাদের হাতাহাতি গ্রিসের টিভিতে
ভোটের আগে নেতাদের আলোচনা শুনতে সক্কাল সক্কাল টিভি চালিয়েছিলেন দর্শকরা। বদলে দেখলেন রাজনীতির কারবারিদের হাতাহাতির সরাসরি সম্প্রচার। আর এই ঘটনার সাক্ষী থাকল গোটা গ্রিস। দশ দিন বাদেই গ্রিসে সংসদীয় নির্বাচন। তাই এক বেসরকারি টিভি চ্যানেলের স্টুডিওতে আজ বসেছিল বিতর্কসভা। ছিলেন নানান দলের প্রতিনিধিরা। আলোচনা, কথা -কাটাকাটি সবই চলছিল, যেমন চলে। হঠাৎই যুক্তি পছন্দ না হওয়ায় বিপক্ষের নেত্রী রেনা ডৌরৌয়ের মুখে গ্লাস ভর্তি জল ঢেলে দিলেন ‘গোল্ডেন ডন’-এর নেতা ইলিয়াস কাসিডিয়ারিস। হতচকিত সকলেই। কিন্তু তা - ক্ষণিকের। পরমুহূর্তেই আক্রান্তের হয়ে আসরে নামলেন কমিউনিস্ট পার্টির নেত্রী লিয়ানা কানেল্লি। হাতের কাছের খবরের কাগজ তুলে ছুড়ে মারলেন কাসিডিয়ারিসকে লক্ষ্য করে। এই ধুন্ধুমারের মধ্যেই লিয়ানাকে ঠেলে ফেলে দেন কাসিডিয়ারিস। এতেই শেষ নয়। এর পর সজোরে একখানা চড়ও মেরেছেন ওই নেত্রীকে। পরে কানেল্লি জানান, এতই জোর ছিল সেই চড়ে, যে তাঁর গালে কালশিটে পড়ে গিয়েছে। এই ঘটনার পরই ইলিয়াস কাসিডিয়ারিসকে একটা ঘরে আটকে রাখা হয়। কিন্তু দরজা ভেঙে সেখান থেকে পালিয়েছেন তিনি। শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশিই চলছে একে অন্যকে দোষারোপের পালা। বাদ যাচ্ছে না ভোটের আগে এই সুযোগে রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টাও। এমনিতেই ধুঁকতে থাকা অর্থনীতির জেরে সঙ্কটে গ্রিস। দেশের নেতাদেরও বার টিভিতে সরাসরি হাতাহাতি করতে দেখে হতভম্ব দেশবাসী। আর ভারতবাসী? সংসদে এই ছবির সঙ্গে তাঁরা অবশ্য পরিচিতই।

পাকিস্তানকে বার্তা পানেত্তার
আফগানিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং শাসনব্যবস্থার প্রশংসা করলেন মার্কিন প্রতিরক্ষা সচিব লিওন পানেত্তা। তবে সেই সঙ্গে পাকিস্তানের বিষয়ে বলতে গিয়ে তিনি ফের সাফ জানিয়ে দেন, সন্ত্রাসবাদীদের ‘নিরাপদ আশ্রয়’ দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে পাকিস্তানকে। নয়াদিল্লি থেকে আজ কাবুলে পৌঁছনোর পর আফগান প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে এ কথা বলেন পানেত্তা। ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে ধাপে ধাপে ন্যাটোর সেনা সরিয়ে নেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ ব্যাপারে আফগানিস্তানের অগ্রগতির প্রশংসা করে পানেত্তা বলেন, “ন্যাটোর হাত থেকে শাসনভার নিজেদের হাতে নেওয়ার দিকে অনেকটাই এগিয়েছে আফগানিস্তান।” এর পরই তিনি বলেন, “তবে এখনও তালিবান ও আল কায়দা সন্ত্রাসবাদীরা প্রতিবেশী রাষ্ট্রে আশ্রয় পাচ্ছে। এ নিয়ে ইসলামাবাদকে কড়া পদক্ষেপ করতে হবে। পাকিস্তানের বিষয়ে আমরা ধৈর্য্যের শেষ সীমায় পৌঁছে যাচ্ছি।” ঘটনাচক্রে, গত কালই জোড়া আত্মঘাতী বিস্ফোরণে কন্দহরে নিহত হন প্রায় ৪০ জন। তার পর দিনই কাবুলে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে পানেত্তার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জঙ্গি চেয়ে ইন্টারনেটে বিজ্ঞাপন আল কায়দার
আল কায়দায় ‘চাকরি’ চাই? রীতিমতো ইন্টারনেটে বিজ্ঞাপন দিয়েছে জঙ্গি সংগঠনটি। ব্রিটেনের একটি সংবাদমাধ্যমে বেরিয়েছে এই খবর। বিজ্ঞাপনে বলা হয়েছে, যাঁরা ‘চাকরি’ পাবেন, প্রথমে তাঁদের আমেরিকা, ইজরায়েল এবং ফ্রান্সে হামলা চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে। তাই এই চাকরিতে অগ্রাধিকার পাবেন আমেরিকা, ইজরায়েল, ফ্রান্স ব্রিটেনের নাগরিকরা। আল কায়দা -সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের ওয়েবসাইটে দেওয়া এই বিজ্ঞাপনে এই ‘চাকরির’ উদ্দেশ্য কী, তা - পরিষ্কার করে দেওয়া হয়েছে। ইয়েমেনের আল কায়দাকে উদ্ধৃত করে স্থানীয় একটি দৈনিক জানিয়েছে, এই ‘চাকরির’ মূল লক্ষ্য হল ইসলাম -বিরোধীদের ‘খতম’ করা। বিজ্ঞাপনে আরও বলা হয়েছে, যে সব দেশ ইসলামের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, তারাই হামলার প্রধান লক্ষ্য।

মঙ্গলে বসত গড়বে ডাচ সংস্থা
২০২২ সালের মধ্যেই মঙ্গল গ্রহে ‘বসতি’ গড়ে তোলার পরিকল্পনার কথা জানাল নেদারল্যান্ডসের একটি সংস্থা ! মার্স ওয়ান’ নামে ওই ডাচ সংস্থা জানিয়েছে, ২০২২ সালে চার জন নভোশ্চরকে মঙ্গলে পাঠিয়ে তাদের ‘অভিযান’ শুরু হবে। তার পর থেকে প্রতি দু’বছর অন্তর দু’জন করে নভোশ্চর পাঠানো হবে সেখানে। ফলে ২০৩৩ সালে মোট কুড়ি জনের বাস হবে মঙ্গলে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.