টুকরো খবর
ফুলিয়ায় খুন ব্যবসায়ী, রাস্তায় মিলল মৃতদেহ
রাস্তা থেকে উদ্ধার হয়েছে শেখর বসাক (৫১) নামে এক ব্যক্তির মৃতদেহ। তাঁর বাড়ি শান্তিপুরের ফুলিয়ায়। বুধবার সকালে স্থানীয় উমাপুর গোয়ালপাড়ার একটি স্কুলের কাছ থেকে দেহটি উদ্ধার হয়। প্রায় ছ’কিলোমিটার দূরে মেলে তাঁর মোটরবাইকটি। প্রথামিক ভাবে পুলিশের অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে শেখরবাবুকে। তিনি কাঠ ও কাপড়ের ব্যবসা করতেন। শেখরবাবুর পরিবারের দাবি, তাঁর সোনার হার, আংটি ও সঙ্গের কয়েক হাজার টাকা খোয়া গিয়েছে। পুলিশ ও পরিবারের তরফে জানা গিয়েছে, মঙ্গলবার শেখরবাবু মোটরবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতে ফেরেননি। পরের দিন সকালে দেহটি পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেন এলাকার বাসিন্দারা। নিহতের দাদা প্রদীপ বসাক পুলিশের কাছে একটি খুনের অভিযোগ দায়ের করেছেন। জেলা পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “ওই ব্যক্তি নিয়মিত মদ্যপান করতেন। মদের ঠেকে গণ্ডগোলের জেরেই খুন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে শেখর বসাককে।”

শংসাপত্র জাল, মুরুটিয়ায় ধৃত
শংসাপত্র জাল করার অভিযোগে ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নিরঞ্জন রায়। বাড়ি মুরুটিয়ার আউদিয়া গ্রামে। মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে ওই ব্যক্তি ছেলের তফসিলি উপজাতির একটি শংসাপত্রের জন্য মহকুমাশাসকের কাছে আবেদন করেছিলেন। সেই আবেদনের সঙ্গে নিয়ম মতো নিজের শংসাপত্রেরও একটি প্রতিলিপি জমা দিয়েছিলেন। তেহট্টের মহকুমাশাসক অচিন্ত্যকুমার মণ্ডল বলেন,‘‘সেই শংসাপত্র দেখে প্রথমেই আমাদের সন্দেহ হয়। খতিয়ে দেখে জানা যায় ২০০৮ সালে তৈরি করা ওই শংসাপত্রটি ভুয়ো। এমন কি মহকুমাশাসকের স্বাক্ষর, শংসাপত্রের বয়ান সবকিছুই নকল। এরপরেই বুধবার ওই ব্যক্তিকে আমরা ডেকে পাঠালে সে জানায় যে কাঁঠালিয়া এলাকার কোনও এক দালাল তাঁকে এই শংসাপত্রটি করে দিয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানালে পুলিশ তাকে গ্রেফতার করে।’’ মহকুমাশাসক বলেন, ‘‘সীমান্তের ওই এলাকায় একটি দালালচক্র ভুয়ো শংসাপত্র তৈরি করছে বলে জানতে পেরেছি। পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’’

টাকা চেয়ে হুমকি চিঠি
এক চিকিৎসককে ‘মাওবাদী’দের নামে চিঠি দিয়ে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে ডোমকলের ইসলামপুর গ্রামীণ হাসপাতালে। চিকিৎসক মোন্তাজুদ্দিন মোল্লা ফোনে হুমকিও দেওয়া হচ্ছে বলে ৩ জুন পুলিশের কাছে অভিযোগ করেন। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।” পুলিশ জানিয়েছে, ৩০ মে মোটরবাইকে দুই যুবক চিকিৎসকের আবাসনে এসে তাঁর মেয়ের হাতে একটি চিঠি দিয়ে যায়। মন্তাজুদ্দিন বলেন, “তিন লক্ষ টাকা না দিলে আমাকে বা আমার মেয়েকে খুনের হুমকি দিয়ে চিঠি লেখা হয়।” পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা মন্তাজুদ্দিন। পুলিশের অনুমান, মাওবাদীদের নাম করে স্থানীয় কোনও দুষ্কৃতী টাকা চেয়েছে। পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “মনে হচ্ছে এলাকার কেউই এটা করেছে। ফোন নম্বর ধরেই তদন্ত হচ্ছে।”

বৃষ্টিতে ক্ষতি
অবশেষে স্বস্তির বৃষ্টি।
মঙ্গলবার রাতভর ঝড়-বৃষ্টিতে কিছুটা হলেও রেহাই মিলল জঙ্গিপুরে। তবে এ দিনের ঝড়ে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দু’শোটি বাড়ি। বাজ পড়ে মারা গিয়েছেন ২ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রঘুনাথগঞ্জের গঙ্গাপ্রসাদ গ্রামে বাজ পড়ে বাদল বার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দক্ষিণ ২৪ পরগণার বাসিন্দা। অন্য দিকে রঘুনাথগঞ্জেরই সাধুয়া গ্রামে মঙ্গলবার রাতে মারা যান দিলীপ দাস (৪৯)। বাড়ির দেওয়াল ধসে পড়লে তিনি চাপা পড়ে যান। জঙ্গিপুরের মহকুমাশাসক এনাউর রহমান বলেন, “ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণের ব্যবস্থারও নির্দেশ দেওয়া হয়েছে।”

লরির ধাক্কায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক মোটরবাইক আরোহীর। নাম শিবু প্রামাণিক (৪৬)। বাড়ি কৃষ্ণনগরের ঘূর্ণিতে। বুধবার দুপুরে কৃষ্ণনগরের পালপাড়া মোড়ে কলকাতাগামী একটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।|

ক্ষতিগ্রস্তদের ছাগল বিলি
২০০৮ সালে বার্ড ফ্লু-তে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে একটি করে ছাগল দেওয়া হল বুধবার। করিমপুর-২ ব্লকের নারায়ণপুর-২ পঞ্চায়েত এলাকার ১৫৫৬টি পরিবারকে একটি করে ছাগল দেওয়া হয়। বিডিও তাপস মিত্র বলেন, ‘‘প্রাণী সম্পদ দফতরের আর্থিক সহায়তায় ও ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় এ দিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে একটি করে ছাগল দেওয়া হয়। সঙ্গে সাত কেজি করে খাবারের প্যাকেটও দেওয়া হয়েছে।”

ফর্ম বিলির সিদ্ধান্ত
অনলাইনে ফর্ম দেওয়ার প্রতিবাদে বুধবার কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজে বিক্ষোভ দেখায় ছাত্র সংসদের তৃণমূল সদস্যরা। তার পরেই কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, অনলাইনের পাশাপাশি কলেজেও ফর্ম বিলি করা হবে। মঙ্গলবার একই দাবিতে অধ্যক্ষের ঘরে ভাঙচুর করে কিছু ছাত্রছাত্রী।

 
উচ্চ মাধ্যমিকে স্কুলের ফলাফল
করিমপুর জগন্নাথ উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী- ২৪৭, উত্তীর্ণ- ২২২, সেরা- দেবব্রত বাগচী(৪৪৭)
সিদ্ধেশ্বরীতলা ইন্সটিটিউশন : পরীক্ষার্থী- ২৬৬, উত্তীর্ণ- ২৩২, সেরা- রাকেশ বিশ্বাস(৪৩৭)
যমশেরপুর বি.এন. উচ্চ বিদ্যালয় : পরীক্ষার্থী- ৩০৮, উত্তীর্ণ- ২২৮, সেরা- সৌমাভ দত্ত(৪২৭)
নন্দনপুর আদর্শ বিদ্যাপীঠ : পরীক্ষার্থী- ২৬২, উত্তীর্ণ- ২১১, সেরা- মোমিনুল সেখ(৪২৩)
তেহট্ট উচ্চ বিদ্যালয় : পরীক্ষার্থী- ২৯৮, উত্তীর্ণ- ২৬৪, সেরা- দ্বৈপায়ন চক্রবর্তী(৪২০)
শিকারপুর উচ্চ বিদ্যালয় : পরীক্ষার্থী- ২৬৭, উত্তীর্ণ- ১৭০, সেরা- সুমন্ত পাল(৪১৬)
করিমপুর উচ্চ বালিকা বিদ্যালয় : পরীক্ষার্থী- ১৯৫, উত্তীর্ণ- ১৮৩, সেরা- পুনম বিশ্বাস(৪১৪)
বালিয়াডাঙা উচ্চ বিদ্যালয় : পরীক্ষার্থী- ২০৬, উত্তীর্ণ- ১৯২, সেরা- দীপঙ্কর রায় ও বিশ্বজিত সেন(৪০৭)
হাঁসপুকুরিয়া বিদ্যাপীঠ : পরীক্ষার্থী- ১৮৫, উত্তীর্ণ- ১৫০, সেরা- মহিবুল মণ্ডল(৪০০)
নবদ্বীপ বালিকা বিদ্যালয় : পরীক্ষার্থী- ১৭৩, উত্তীর্ণ- ১৫৪, সেরা- তমসা দে(৪২৮)
নবদ্বীপ তারাসুন্দরী বালিকা বিদ্যালয় : পরীক্ষার্থী- ২২৭, উত্তীর্ণ- ২২৩, সেরা- বৈশাখী মুখোপাধ্যায়(৪২২)
সালার ইজেড হাইস্কুল: পরীক্ষার্থী: ২০০ উত্তীর্ণ: ১৪০ সেরা ৪৩৯ (অন্বেষা দে, বিজ্ঞান)
বেলডাঙা সিআরজিএস হাইস্কুল: পরীক্ষার্থী: ২৮১ উত্তীর্ণ: ১৭১ সেরা: ৪২৭ (বেবি নাজনিন, বিজ্ঞান)
ডোমকল ভবতারণ হাইস্কুল: পরীক্ষার্থী: ২৬০-উত্তীর্ণ: ২৩২ সেরা: ৪২১ (অভিষেক মণ্ডল)
নিমতিতা উচ্চমাধ্যমিক: পরীক্ষার্থী: ৩৮৩ উত্তীর্ণ: ২৬৮ সেরা: ৪১৯ (শুভব্রত সৌমণ্ডল, বিজ্ঞান)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.