গরম উপেক্ষা করেই ফর্মের দীর্ঘ লাইন কলেজগুলিতে
লেজের আঙিনায় সদ্য উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। জেলার ছাত্রছাত্রীদের পাশাপাশি বীরভূম-মালদহ-নদিয়ার ছাত্রছাত্রীদের লম্বা লাইন পড়ে মুর্শিদাবাদের বিভিন্ন কলেজের ফর্ম সংগ্রহের জন্য। প্রতিটি অনার্স ও জেনারেল কোর্সে ভর্তির জন্য অবশ্য পৃথক ফর্ম জমা দেওয়ার কথা কলেজ কর্তৃপক্ষগুলি জানিয়েছে।
প্রচণ্ড গরমের মধ্যেই জেলার বিভিন্ন কলেজের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ফর্ম তুলছেন ছাত্রছাত্রীরা। সঙ্গে রয়েছেন তাঁদের অভিভাবকেরাও। কিছু কিছু কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য যে খানে দাঁড়িয়ে তাঁদের ফর্ম তুলতে হচ্ছে, সেখানে টাঙানো হয়েছে চাঁদোয়া।
এ দিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর দিন থেকেই বহরমপুর কৃষ্ণনাথ কলেজ কর্তৃপক্ষ ফর্ম বিলি শুরু করেছে। অধ্যক্ষ সোমেশ রায় বলেন, “৫ জুন থেকে ফর্ম বিলি শুরু হয়েছে। আগামী ১১ জুন পর্যন্ত ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ এক সঙ্গে চলবে। মেধা তালিকা প্রকাশ হবে ১৯ জুন। বিজ্ঞান শাখার অনার্সের কাউন্সেলিং ও ভর্তি ২১ জুন। কলা বিভাগের কাউন্সেলিং ও ভর্তি ২২ জুন। জেনারেল কোর্সের বিজ্ঞান শাখায় কাউন্সেলিং ও ভর্তি ২৩ জুন আর ২৫ ও ২৬ জুন হবে কলা বিভাগের কাউন্সেলিং ও ভর্তি।” বহরমপুর কলেজ কর্তৃপক্ষ আগামী ৯ জুন থেকে ফর্ম বিলি করবে। তবে অধ্যক্ষ সমরেশ মণ্ডল বলেন, “অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে ভর্তি সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে এবং ওই সিদ্ধান্ত কলেজের নোটিস বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে।” কান্দি রাজ কলেজ অধ্যক্ষ রবিউল হক বলেন, “আগামী ৮-১৬ জুন ফর্ম বিলি করা হবে। জমা নেওয়া হবে ১০-১৮ জুন পর্যন্ত। তবে মেধা তালিকা প্রকাশ ও ভর্তি সংক্রান্ত বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সেলিং বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।” জঙ্গিপুর কলেজের অধ্যক্ষ আবু এল শুকরানা মণ্ডল বলেন, “আগামী ১০ জুনের পর থেকে ফর্ম বিলি হবে। তবে অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে ভর্তি সংক্রান্ত বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”
কৃষ্ণনগরের ডিএল রায় কলেজে ফর্ম তোলার লাইন। ছবি তুলেছেন সুদীপ ভট্টাচার্য।
বহরমপুর গার্লস কলেজে ৬-১২ জুন পর্যন্ত ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ একসঙ্গে চলবে। অধ্যক্ষ শ্রীলতা চৌধুরী বলেন, “কলা ও বিজ্ঞান শাখার অনার্সের মেধা তালিকা প্রকাশ হবে ২০ জুন। বিজ্ঞান শাখার কাউন্সেলিং ও ভর্তি ২২ জুন। কলা বিভাগের অনার্সের কাউন্সেলিং ও ভর্তি ২৫-২৬ জুন।” সকাল সাড়ে ১০টা থেকে কাউন্সেলিং শুরু হবে। কাউন্সেলিং শুরুর ১৫ মিনিট আগে ছাত্রীদের উপস্থিত থাকতে হবে। কোনও কারণে অনুপস্থিত থাকলে সেই ছাত্রীর নাম বিবেচনা করা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। শ্রীলতাদেবী বলেন, “জেনারেল কোর্সের মেধা তালিকা প্রকাশ হবে ৯ জুলাই। আগামী ২৯ জুন থেকে পার্ট-১ পরীক্ষা শুরু হওয়ার কারণে জেনারেল কোর্সে কবে থেকে ভর্তি শুরু হবে তা কলেজের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে।”
জিয়াগঞ্জ শ্রীপৎ সিংহ কলেজে ৭-১৭ জুন পর্যন্ত ফর্ম বিলি হবে। ৮-১৯ জুন পর্যন্ত জমা নেওয়া চলবে। অধ্যক্ষ শামসুজ্জামান আহমেদ বলেন, “আগামী ২৫ জুন খসড়া মেধা তালিকা প্রকাশের পরে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হবে ২৮ জুন। কলা ও বিজ্ঞান শাখার কাউন্সেলিং ও ভর্তি ৩-৫ জুলাই পর্যন্ত চলবে।” তবে জেনারেল কোর্সে আগামী ১১ জুন থেকে সরাসরি ভর্তির সুযোগ রয়েছে বলেও অধ্যক্ষ জানান।
অন্য দিকে লালবাগ শতবার্ষিকী কলেজ অন লাইন ফর্ম বিলির সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী ৭ জুন থেকে www.scbcc.org.in ওয়েবসাইট খুলে ফর্ম সংগ্রহ করা যাবে। অধ্যক্ষ প্রভাস সামন্ত বলেন, “যে কেউ অন লাইন ফর্ম সংগ্রহ করতে পারবেন। তবে জমা দেওয়ার সময়ে আবেদনকারীর কাছ থেকে ওই ফর্মের মূল্য নেওয়া হবে। আগামী ৮-১৫ জুন ফর্ম জমা নেওয়া চলবে।” তবে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য কলেজের ওই ওয়েবসাইটে দেওয়া আছে।
ফরাক্কা কলেজে আগামী ১১-১৭ জুন পর্যন্ত ফর্ম বিলি হবে। জমা নেওয়া চলবে ১১-১৮ জুন পর্যন্ত। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুতপা দত্ত বলেন, “অনার্স ও জেনারেল কোর্সের মেধা তালিকা ২০ জুন প্রকাশ করা হবে। এর পরে ২৩ জুন ভূগোল, ইতিহাস, ইংরেজি ও বাংলা অনার্সের কাউন্সেলিং ও ভর্তি নেওয়া হবে। ২৪ জুন হবে অর্থনীতি, এডুকেশন, সমাজবিদ্যা ও রাষ্ট্র বিজ্ঞান অনার্সের কাউন্সেলিং ও ভর্তি। জেনারেল কোর্সের কাউন্সেলিং ও ভর্তি নেওয়া হবে ২৫ জুন।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.