বিদ্যুৎ-বিভ্রাটে একটি কামরার আলো নিভে যাওয়ায় বুধবার রাতে চেন টেনে দু’-দু’বার আপ দার্জিলিং মেল রুখে দেন যাত্রীরা। ট্রেনের কর্মীরা মেরামতির চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর দেওয়া হয় রেলের কন্ট্রোলে। তাতেও বিশেষ সুরাহা হয়নি। যাত্রীরা জানান, শিয়ালদহ থেকে ছাড়ার কিছু পরেই হঠাৎ একটি কামরা থেকে বিদ্যুৎ উধাও হয়ে যায়। অন্ধকারে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। বেশ কিছু ক্ষণ পরেও আলো না-আসায় বরাহনগর সিসিআর ব্রিজের কাছে চেন টেনে ট্রেন থামিয়ে দেওয়া হয়। যাত্রীদের অভিযোগ, আলো বন্ধের সঙ্গে সঙ্গে কামরার বাতানুকূল ব্যবস্থাতেও গোলযোগ দেখা দেয়। বদ্ধ কামরায় প্রবল গরমে অতিষ্ঠ হয়ে ওঠেন যাত্রীরা। বিষয়টি জানানোর পরে রেলের বিদ্যুৎ বিভাগের কর্মীরা মেরামতি শুরু করেন। কিন্তু তাঁরা আলো ফিরিয়ে আনতে পারেননি। শেষ পর্যন্ত কামরাটি অন্ধকার রেখেই ট্রেন ছেড়ে দেওয়া হয়। কিছু দূর যাওয়ার পরে ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। চেন টেনে আবার ট্রেন থামিয়ে দেওয়া হয় ডানকুনি স্টেশনের কাছে। রেল অবশ্য শীতাতপ ব্যবস্থায় বিভ্রাটের কথা মানতে চায়নি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী বলেন, “ত্রুটি সামান্য। আলো জ্বলছিল না মাত্র। বড় স্টেশনে মেরামতির ব্যবস্থা হয়েছে।” কামরাটিকে অন্ধকারে এবং যাত্রীদের আতঙ্কে রেখেই ডানকুনি থেকে ফের ছেড়ে দেওয়া হয় ট্রেন। রেলের পাল্টা অভিযোগ, যাত্রীরা বারবার চেন টানায় ট্রেন চলতে দেরি হয়েছে।
|
বহুতলের একাংশ ধসে মৃত্যু হল দুই ঠিকাশ্রমিকের। বুধবার দুপুরে, গড়িয়াহাট থানার রাসবিহারী অ্যাভিনিউ এলাকায়। জখম আরও এক শ্রমিক এবং বাড়িটির সংলগ্ন অফিসের দুই কর্মী। পুলিশ জানায়, নির্মাণকাজ চলাকালীন বাড়িটির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়লে চারতলা সমান উচ্চতা থেকে পড়ে কংক্রিটের স্তূপে চাপা পড়েন তিন ঠিকাশ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় বীরেন্দ্র রাই (২২) নামে এক শ্রমিকের। অজ্ঞাতপরিচয় এক শ্রমিককে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়। শেখ সুলতান (২৮) নামে আরও এক শ্রমিক হাসপাতালে ভর্তি। উদ্ধারকাজে ঘটনাস্থলে যায় পুলিশের বিপর্যয় মোকাবিলা দল। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৭০ বছরের পুরনো ওই বহুতলের কিছুটা অংশ কয়েক বছর আগে বেআইনি ভাবে তৈরি হয়। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ওই বাড়ির ঠিকাদার ও মালিকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে। স্থানীয় কাউন্সিলর ও মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, এ বছরের ১৩ জানুয়ারি ওই পুরনো অবৈধ বাড়িটি ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তার পরে বাড়ির মালিক জরিমানা বাবদ ৪৭ লক্ষ টাকা পুরসভায় জমা দেন এবং নতুন অনুমোদিত নকশা মেনে বাড়িটি নির্মাণ হয়। কিন্তু নতুন নির্মাণেও কিছু বেনিয়ম থাকায় তা পুনর্নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই কাজই চলছিল। দেবাশিসবাবু বলেন, “পুরসভা বিষয়টি তদন্ত করবে। ওই বাড়ির মালিক পুনর্নির্মাণের সময় সতর্কতামূলক সব ব্যবস্থা না নিয়ে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
|
ট্রেড লাইসেন্স সংক্রান্ত একটি বিষয়কে ঘিরে পুরসভার এক চুক্তিভিত্তিক কর্মীকে মারধরের অভিযোগ উঠল এক চেয়ারম্যান পারিষদের বিরুদ্ধে। বুধবার, বিধাননগর পুরসভায় এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। পুরসভা সূত্রে খবর, দুপুরে ট্রেড লাইসেন্স দফতরে যান চেয়ারম্যান পারিষদ তৃণমূলের অশেষ মুখোপাধ্যায়। অভিযোগ, সেখানে জয়ন্ত সাধুখাঁ নামে এক পুরকর্মীর সঙ্গে বাদানুবাদ হলে অশেষবাবু তাঁকে কলার ধরে মারধর করতে করতে নিজের ঘরে নিয়ে যান। খবর জানাজানি হলে বিধাননগরের পুর-চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী ওই কর্মী, অশেষবাবু ও অন্যান্য আধিকারিকদের কাছে বিষয়টি জানতে চান। পরে কৃষ্ণাদেবী বলেন, “জয়ন্তবাবু মারধরের অভিযোগ করেননি। আমাকে এক চিঠিতে তিনি জানান, অশেষবাবু তাঁর কাছে ট্রেড লাইসেন্স সংক্রান্ত একটি ফাইল দেখতে চাইলে তিনি জানান ফাইলটি তাঁর কাছে নেই। তদন্ত হচ্ছে।” অভিযুক্ত চেয়ারম্যান পারিষদ অশেষ মুখোপাধ্যায় বলেন, “এ রকম কোনও ঘটনা ঘটেনি। চেয়ারম্যানের নির্দেশে ট্রেড লাইসেন্স সংক্রান্ত একটি ফাইল নিয়ে ওই কর্মীর সঙ্গে আমার কথা হয়। সম্পূর্ণ মিথ্যা প্রচার।” যদিও বিরোধী দলনেত্রী সিপিএমের ইলা নন্দী বলেন, “আমরা প্রকৃত ঘটনা জানতে চেয়েছি। কোনও ঘটনা না ঘটলে কেন তদন্তের নির্দেশ দেওয়া হল?” জবাবে পুর-কর্তৃপক্ষ জানান, একটি ঘটনার কথা সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। অভিযোগ না জমা পড়লেও স্বচ্ছতা প্রমাণে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
|
কলকাতায় কাজ সেরে মঙ্গলবার সন্ধের ট্রেনে বাড়ি ফেরার কথা ছিল বিশাখাপত্তনমের বাসিন্দা এম চন্দ্রশেখরের। কিন্তু দুপুরে হাওড়া স্টেশনের যাত্রীনিবাসের বাইরে প্রচণ্ড গরমে তিনি অসুস্থ পড়েন, সেখানেই বসা অবস্থায় তাঁর মৃত্যু হয়। বুধবার স্ত্রী এসে স্বামীর দেহ নিয়ে গেলেন। হাওড়া রেল-পুলিশ সূত্রে জানা গিয়েছে: অন্ধ্রপ্রদেশের বাসিন্দা চন্দ্রশেখর ব্যক্তিগত কাজে কলকাতায় এসেছিলেন। তাঁর বাড়ি বিশাখাপত্তনমের ফোর্থ ডাউন থানার এইচবি কলোনিতে। মঙ্গলবার দুপুরে যাত্রীনিবাসের দিকে যাওয়ার পথে গরমে অসুস্থ হয়ে তিনি স্টেশনের বাইরে রাস্তাতেই বসে পড়েন। আশপাশের পথচলতি মানুষ তাঁকে জল খাওয়ান। রেল-কর্মীদের ডেকে বলা হয় ডাক্তার ডাকতে। কিন্তু চিকিৎসক আসার আগেই তিনি মারা যান বলে রেল-পুলিশের দাবি। পুলিশ মৃতের পকেটের কাগজপত্র থেকে নাম-পরিচয় জেনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে। এ দিন চন্দ্রশেখরের স্ত্রী ও আত্মীয়েরা হাওড়ায় এলে ময়না-তদন্ত করা দেহটি তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
|
পুকুর থেকে মিলল এক বৃদ্ধের দেহ। বুধবার, পর্ণশ্রীর শ্যামসুন্দরতলা জোড়াপুকুর এলাকায়। মৃতের নাম রাজকুমার রজক (৬৫)। বাড়ি মহেশতলায়। পুলিশ জানায়, এ দিন পর্ণশ্রীর ওই পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান রাজকুমারবাবু। এ দিনই বেলেঘাটার কে জি বসু সরণির একটি বাড়ির বন্ধ দরজা ভেঙে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম সুবিমল হাইত (৬৮)। বন্ধ ঘর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিয়েছিলেন।
|
বিকল বাতানুকূল যন্ত্রের ধোঁয়ায় আতঙ্ক ছড়াল মিডলটন স্ট্রিট এলাকার এক বহুতলে। দমকল জানায়, বুধবার দুপুর ১২টা নাগাদ ওই বহুতলের আটতলার একটি অফিস ধোঁয়ায় ভরে যায়। দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছনোর আগেই আগুন নেভান স্থানীয়েরা। দমকল জানায়, বাতানুকূল যন্ত্রটি কোনও কারণে অতিরিক্ত গরম হয়ে গিয়েছিল। তাই সেটি থেকে ধোঁয়া বেরোয়। |