বিরল দৃশ্যের সাক্ষী রইলেন অনেকেই
|
শুক্রের সরণ। বিশেষ মহাজাগতিক মুহূর্তের সাক্ষী থাকতে
ভিড় কলেজ-কলেজিয়েট মাঠে। ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
মঙ্গলবার ভোর থেকেই সূর্যের বুকে শুক্রের বিরল অতিক্রমণ পর্যবেক্ষণ করতে মেদিনীপুর কলেজ-কলেজিয়েট মাঠে নানা বয়েসের লোকজন হাজির হন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান-মঞ্চের উদ্যোগে সেখানে পর্যবেক্ষণের ব্যবস্থা হয়েছিল। সংগঠনের জোনাল সম্পাদক বাবুলাল শাসমল জানান, ভোর থেকে প্রায় ২০০০ জন টেলিস্কোপ ও বিশেষ চশমার সাহায্যে এই বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করেন। এই মিনি-গ্রহণের নানা দিক ব্যাখ্যা করেন ড. মনোরঞ্জন মাইতি, ড. দিলীপ চক্রবর্তী, নন্দদুলাল ভট্টাচার্য প্রমুখ।
|
বিরল মহাজাগতিক দৃশ্য ‘শুক্রের সূর্য অতিক্রমণ দেখতে বুধবার কাঁথির প্রভাত কুমার কলেজ মাঠে ভিড় ছিল চোখে পড়ার মতো। কন্টাই সায়েন্স ক্লাব ওই মাঠে গণ পর্যবেক্ষণ কেন্দ্রের আয়োজন করেছিল। পাশাপাশি মডেল প্রদর্শনীর আয়োজন করে তারা। করঞ্জি সুভাষ বিদ্যাভবন, করঞ্জি প্রাথমিক ও জলধা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওই দৃশ্য দেখানোর ব্যবস্থা করে বালিসাই জনবিজ্ঞান কেন্দ্র। |