ঝড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় রাজ্য বিদ্যুৎবণ্টন কোম্পানির নলহাটির সাবস্টেশনে ভাঙচুর চালান গ্রাহকেরা। কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার রাতের ঘটনাটি ঘটে নলহাটির নগড়া গ্রাম সংলগ্ন এলাকায়। রাজ্য বিদ্যুৎবণ্টন কোম্পানির নলহাটি গ্রুপ সাপ্লাই অফিসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র প্রদীপ মণ্ডল বলেন, “মঙ্গলবার দুপুরে ঝড়ের পরে সাবস্টেশনের চারটি ফিডার লাইনে গণ্ডগোল দেখা দেয়। কর্মীরা ওই লাইন মেরামতির কাজ করছিলেন। ইতিমধ্যে কয়থা, আকালীপুর, নাকপুর, লোহাপুর এলাকা থেকে গ্রাহকেরা দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য সাবস্টেশনে ফোন করতে থাকেন।” তাঁর দাবি, “রাত পৌনে ৯টা নাগাদ একটি ট্রেকারে করে জনা ৩০ জন এসে সাবস্টেশনে ভাঙচুর করেন। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য থানায় জানানো হয়েছে।” সাবস্টেশনের কর্মী সুপ্রকাশ ঘোষ বলেন, “রাতে লোকেরা জখন অফিসে আসে তখন আমি এবং আরও তিন জন কর্মী ছিলাম। তাঁদের বোঝানোর পরেও এক জন বাঁশ নিয়ে আমার মাথায় আঘাত করে। টেবিল, চেয়ার ভাঙচুর করে ওরা চলে যায়।” অভিযোগ পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে আসে।
|
দলীয় নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছেএই অভিযোগে বুধবার কাঁকরতলা থানায় স্মারকলিপি দিল বামফ্রন্ট। এ দিন সকালে ওই থানা এলাকার বড়রা গ্রাম থেকে মিছিল করে এসে স্মারকলিপিটি দেওয়া হয়। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সাধন ঘোষ, ফব নেতা বিধায়ক বিজয় বাগদির দাবি, “তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে সম্প্রতি কাঁকরতলা থানা এলাকার তৃণমূলের তিন নেতা-কর্মী খুন হন দুবরাজপরে ও খয়রাশোলে। অথচ আমাদের দুই নেতাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।”
|
ব্যাঙ্ককর্মীদের অসহযোগিতায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ঋণ বাবদ টাকা পাচ্ছেন না। শুধু তাই নয়, মাসখানেক ধরে ঋণ বাবদ পাওয়া চেক ব্যাঙ্কে জমা দেওয়ার পরেও টাকা মিলছে না। এই সব নানা অভিযোগে বুধবার ময়ূরেশ্বরের মল্লারপুরে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের শাখায় মূল গেটে তালা ঝুলিয়ে দেন তাঁরা। ব্যাঙ্কের শাখা প্রবন্ধক অপূর্ব মিত্র বলেন, “চেক সংগ্রহ করতে দেরি হওয়ায় তাঁদের টাকা পেতে দেরি হয়েছে। আজ, বৃহস্পতিবার তাঁরা টাকা পেয়ে যাবেন।”
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম বীরেন মাল (২০)। বাড়ি রামপুরহাটের দক্ষিণ শিবপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে ঝড়ের সময়ে ওই যুবক গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিলেন। সেই সময় বিদ্যুৎবাহী তার তাঁর উপরে ছিঁড়ে পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
|
পর্যাপ্ত জলের ব্যবস্থা না থাকা, প্রচণ্ড গরমে বারান্দায় বসে কাজ করতে হচ্ছে। নানা ক্ষোভে বোলপুর আদালতে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে ক্লার্কস সংগঠন।
|
বাড়ি থেকে পালিয়ে আসা এক কিশোরকে উদ্ধার করল রামপুরহাট রেলপুলিশ। বিকি দেবনাথ নামে ওই কিশোরের বাড়ি অসমের চিরাং জেলার ডাঙাপাড়া এলাকায়। রবিবার রাতে গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস রামপুরহাটে থামার পরে রেলপুলিশ তাকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের পরে রেলপুলিশ জানতে, সে পালিয়ে এসেছে। বুধবার পরিবারের লোকজন ওই কিশোরকে নিয়ে যায়। |